নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক, গবেষক, লেখক, গ্রন্থকার, ফোটোগ্রাফার, কবি, আবৃত্তিকার, যুক্তিবাদী মানবতাবাদী আন্দোলনকর্মী
ভারত মানচিত্র ছাড়া কিছুই না। রাষ্ট্রসংঘের বিচারে রাষ্ট্র। "ভারত" নামটির প্রাচীন সূত্রপাত বাংলাভূমি থেকে(পরে বলব)।
ভারত কোনও জাতিসত্ত্বা নয়; সাংস্কৃতিক সত্ত্বাও নয়; এক জাতিসত্ত্বাও নয়। "ভারতীয় জাতীয়তাবাদ" মানে একটি লোহার পাটকাঠি।
ভারত কোনওদিনই এক ছিল না এবং এখনও এক নয়। এক জাতিরও নয়।
প্রায় ৭৩২টি ভাষা। শতাধিক সংস্কৃতি। অন্তত ৭ ধরনের নৃতাত্ত্বিক জাতির সংমিশ্রণ। নৃতাত্ত্বিক জাতি অনুযায়ী সাংস্কৃতিক বৈশিষ্টে স্বাতন্ত্র রয়েছে। ধর্মাচরণেও পৃথক বৈশিষ্ট্য। অর্থাত্ জাতি, ভাষা, সংস্কৃতি, ধর্মাচরণ পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এগুলো বৈচিত্র নয়; স্বাতন্ত্রে সম্বৃদ্ধ।
অতএব ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে গুজবে কান দেবেন না। ওটা আসলে একটি বিশুদ্ধ লোহার পাটকাঠি।
#শমীন্দ্র ঘোষ
১৫/০৮/২০১৫
কোলকাতা
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০
শমীন্দ্র ঘোষ বলেছেন: না খেপিনি। সত্য এটাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪
রাজীব বলেছেন: খেপেছেন দেখছি