নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাতিলের পাতা

নাফিস সাদিক শাতিল

নিজের সম্পর্কে লিখতে কষ্ট হয়। আমার সম্পর্কে যে যা ভাববে আমি তেমনই ।কারো প্রতি কোন অভিযোগ অনুযোগ নাই।

নাফিস সাদিক শাতিল › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রেরনাঃNick Vujicic

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩



লোকটার নাম Nick Vujicic.বয়স ৩০। প্রখ্যাত বক্তা এবং ধর্মপ্রচারক।জাতে অস্ট্রেলিয়ান। জন্মে ছিলেন চার হাত পা ছাড়াই।এই রোগটার নাম টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম।

চিন্তা করে দেখুন আপনার চার হাত পায়ের কোনটাই নাই।কেমন হবে।এই যে ফেসবুকে বসে বসে চ্যাট করছেন, মিনিটে মিনিটে স্ট্যাটাস পরিবর্তন করছেন। পারবেন কিছু করতে??

কিন্তু তিনি পেরেছেন।হিল এন্ড টো পদ্ধতি ব্যবহার করে মিনিটে ৪৩ টা শব্দ টাইপ করতে পারেন।পারেন বল ছুড়তে,সাতার কাটতে,নিজে নিজে শেভ করতে দাত ব্রাশ করতে,চুল আচড়াতে পারেন,ফোন কল করতে পারেন। এমনকি তিনি স্কাই ডাইভিং ও করেছেন।খেলেছেন গলফ,ফুটবল,টেনিস।



৮ ও ১০ বছর বয়সে ২ বার আত্মহত্যা করতে যেয়ে ব্যর্থ হন তিনি।বাবা মায়ের ভালোবাসার কথা চিন্তা করে ফিরে আসেন এই পথ থেকে।নিজেই হয়ে যান হাজার হাজার মানুষের বেচে থাকার অনুপ্রেরনা।লাইফ উইদাউট লিম্বস নামে একটি সংস্থা খুলে বসেন।এই সংস্থা হাত পা বিহীন মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি স্নাতক করেছেন।একটি শর্ট ফিল্ম তৈরী করেছেন।এতে অভিনয়ের জন্য বেস্ট এক্টর এওয়ার্ড পেয়েছেন।অস্ট্রেলিয়ান অব দা ইয়ার এ নমিনেশন পেয়েছেন।



তিনি স্রস্টার উপর আস্থা রেখেছেন।এতটাই আস্থা যে তিনি তার ব্রিফকেসে সব সময় এক জোড়া জুতা রাখেন।

নিজের কাছে প্রশ্ন করে দেখুন আপনি জীবনে কি করেছেন।আপনার সব কিছু থাকা সত্ত্বেও।বিধাতা আমাদের জীবনকে এতটা সহজ করে দেয়ার পরও।ভেবে দেখুন আপনি কতটা সুখী।আপনার কি কি আছে।কি নেই সেটা ভুলেও ভাববেন না।

যখন জীবনের প্রতি হতাশ হয়ে পড়বেন তখন একবারের জন্য হলেও এই মানুষটাকে স্মরন করবেন।আশা করি আপনি মোটিভেটেড হবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

বব উইলসন বলেছেন: দারুন অনুপ্রেরনা পেলাম। হে আল্লাহ্ আমরা যারা সাবলম্বি,তুমি তাদের শুকরিয়া আদায় করার তৌফিকদান করো। আমরা সব সময় উপরের দিকেই চেয়ে থাকি। কখনো নিচে তাকাই না। আমাদের চাইতে অনেক কস্টের আর শারিরিক প্রতিবন্ধির মানুষ রয়েছে যারা নিজের প্রচেস্টায় সফল হয়েছে, করেছে অনেক কিছু। যার বাস্তব প্রমান, উদাহরন ও অনুপ্রেরনা ....Nick Vujicic।........

২| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

bakta বলেছেন: স্যালুট Nick Vujicic।

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

রিয়ান৯১১ বলেছেন: নাইস পোস্ট।

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ওনাদের দেখলে অনুপ্রেরণা পাই।

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

আমিনুর রহমান বলেছেন:



মানুষ পারে না এমন কিছু সত্যিই নেই সেটা Nick Vujicic বুঝিয়ে দিলেন।
স্যালুট ...

৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

মাগুর বলেছেন: শত সীমাবদ্ধতার মাঝেও ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায় Nick Vujicic তারই প্রমাণ।

ধন্যবাদ লেখক, শুভকামনা নিরন্তর :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

শিপন মোল্লা বলেছেন: দারুন

৮| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: স্যালুট ...

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

তানজিম রহমান বলেছেন: স্যালুট এ্যান্ড রেস্পেক্ট!!!!

আরেকজন অনুপ্রেরণা Click This Link)

১০| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++++

১১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

আম্মানসুরা বলেছেন: কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় তাদের শারীরিক প্রতিবন্ধকতা তাদের মানসিক সবলতার খুঁটি!

এই পোষ্টটি পড়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ আমাকে অনেক দয়া ও করুণা করেছেন ও করছেন কিন্তু আমি অধম হয়ে জীবন পার করছি।

১২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২০

মাক্স বলেছেন: লোকটা সবকিছুতেই সফল, শুধুমাত্র ৮ এবং ১০ বছর বয়সে আত্মহত্যা ছাড়া :P :P
Nick Vujicic রেসপ্যাক্ট!!!

১৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

নীরব 009 বলেছেন: নিককে নিয়ে অনেক প্রতিবেদন পড়েছি। যতবার এই লোকটাকে দেখি ততবারই মনে হয়, মানুষের অসাধ্য কিছু নেই।


স্যালুট নিক :)

১৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

ড. জেকিল বলেছেন: অনুপ্রেরণার আদর্শ ।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২০

ডি মুন বলেছেন: বাহ :)

১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইউটিউবে তার অনেক ভিডিও আছে, দেখতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.