![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।
আমি ব্লগ পরতে ভালবাসি।
সাম হোয়ের ব্লগ এ বেশি ব্লগ পড়ি , সব ধরনের গল্প -কবিতা সব ধরনের পোস্ট ই ভাল লাগে।
এক কথায় বলতে গেলে আমি একজন আদর্শ পাঠক
কিন্তু সামুর নতুন নিয়ম অনুযায়ী আমাকেও ব্লগ লিখে প্রথম পেজে আসতে হবে
তাছারা আমি কমেন্ট করতে পারবনা
এটা কিছু হইল ???
আমিতো এতো জ্ঞানী গুনি কেউ না , আমি কিভাবে ব্লগ লিখব ?
উয়াআআ
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৭
সিফাত সারা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। একটু আধটু গল্প অবশ্য আমিও লিখি
সেরকমি এখন ব্লগ এ লেখা সুরু করব ইন শা আল্লাহ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩০
ডিজিটাল বোকা বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম !
সুন্দর সুন্দর কয়েকটা পোষ্ট করে কিছু দিন অপেক্ষা করেন , সেইফ হয়ে যাবেন।
সুন্দর হোক আপনার ব্লগিং জীবন