![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।
ঘটনা ১. হরতালের দিন।
রিক্সা দিয়ে কলেজ যাচ্ছিলাম । ঠিক একটু সামনেই একটা ককটেল ফুটল ।
ভয় লাগসে ।
ঘটনা ২, হরতালের দিন।
নানু বাসা থেকে ফিরতেসি। রূপনগর এর কাছে এসে দেখি অনেক মানুষ আর পুলিশ জড় হয়ে আসে , কি বেপার ? জানতে পারলাম এখানে কক টেল ফুটাইসে ।
আবার ভয় পাইসি ।
ঘটনা ৩ কালকের ঘটনা । অবরোধের দিন।
পরিক্ষা দিয়ে ফিরতেসি। মিরপুর ১০ নাম্বার এ আসছি , ঠিক তখনি ধাম করে শব্দ আর ধোঁয়া । মেন রোডে মানুস জড় হয়ে আসে । একটু পর পুলিশ ট্যাংক নিয়ে হাজির ।
বেপার হল কক টেল ফুটানো হয়েছে ।
এবার সত্যি বিরক্ত লাগলো
একি অবস্থা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এখানে সেখানে কক টেল ফুটাইতেসে
আমরা কি পড়াশুনা , জব , কাজ কারবার সব গুটাইয়া ঘরে বসে থাকব নাকি ??
সেদিন খুব বেশি দূরে নাই যেদিন মসজিদে, স্কুল- কলেজে, এমনকি ঘরের ভেতরে ঢুঁকে কক টেল মারবে ।।
সবাই একটু সাবধান থাকবেন।
শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান - আফগানিস্তান এর মতই হয়ে যাইতেসে — ,...................
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৬
রঙীন রবীন বলেছেন: আমাদের রুপনগর শিয়ালবাড়ির মোড়ে যেদিন কক টেল ফুটল, সেদিন মনে হইছিল এই দেশ আর বাংলাদেশ নাই , পাকিস্তান হয়ে গেছে...