নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ ! সুন্দর সিটি নির্বাচনের জন্য..................

০১ লা মে, ২০১৫ দুপুর ১২:৩৫

হুম আসলেই ভাই ,আমি নিজেই ভোট দিতে পারি নাই বেলট পেপার কাইরা নিয়া অর্ধচন্দ্র দিয়া বাইর কইরা দিছে বললো কিসের ভোট বাইর হো কেন্দ্র থেকা। তারপরও কেউ কেউ বলে ভোট নাকি সুষ্ট হইছে এরা কি সবাই টিনের চশমা পরছে ? এইবার যে নির্বাচন দেখলাম তাতে এখন মনে হচ্ছে নির্বাচন না হইলেই ভালো হইতো একেক জন কাউন্সিলর প্রার্থী না হইলেও কোটি টাকা খরচ করছে মেয়র প্রার্থী দের কথা তো বলার প্রয়োজন নাই।এই টাকার ২ গুন বা ৩ গুন টাকা সবাই উঠাবে তা তো আমরা সবাই জানি। এক এলাকায় দেখলাম সেনেটারী মিস্ত্রিও কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠ দাপিয়ে বেরাচ্ছে।এটা তো সবাই স্বীকার করবেন আওমিলিগ এর সফলতার পিছনে মুল মন্ত্র ছিলো ঢাকা শহরের দখল রাখা। বিএনপির আন্দোলনের মুকাবেলা করতে করতে পুলিশ,বিজিবি,যুবলীগ , ছাত্রলীগ সবাই এখন ক্লান্ত আর এই দায়িত্ব এখন কাউন্সিলরদের।আগামী ২বছর বিএনপির আন্দোলন না করাই উত্তম।আওমিলিগ এর ঘুরে দারাতে সময় লেগেছিলো ২১ বছর এখন বিএনপির কয় বছর লাগে তা নির্ভর করে বিএনপির উপর। ৯০ দিন হরতাল করলে মানুষ ও সব কাজ বাদ দিয়া বইসা থাকবে তা ভাবলে কিন্তু আবারো ভুল করবেন আর পেট্রল বোমা যেই মারুক এর দায় আপনাদেরই নিতে হবে। খেলা তো আপনারাও খেলছেন পারেন নাই ওরা পারছে এখন দেখেন কেমন লাগে এখান থেকা পারলে শিক্ষা নেন অন্যের জন্য গর্থ খুড়লে নিজেই সেই গর্থে পরতে হয়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ সকাল ৯:৩৭

রাতুলবিডি৪ বলেছেন: জয় বাংলা, জয় বংগবন্ধু ।
এক নেতার এক দেশ -
নির্বাচনের দিন শেষ ।

আর করোনা ভুল ভাল
দেশ চালাবে বাকশাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.