নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ
জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং তার প্রভাব পরছে সারা বিশ্বে।আগের চে প্রাকৃতিক দুযোর্গ অনেক বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে অতি মাত্রার ঝর , তুফান ,জলোচ্ছাস ,আতি গরম বা অতি শীত এর মতো প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি। ভারত বা বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের স্বীকার যেমন ধরুন বাংলাদেশকে ৬ ঋতুর দেশ বলা হয় কিন্তু এখন কখন যে কোন ঋতু তা বুঝার কোনো উপায় নাই গরমের সময় এমন গরম যে মনে হয় চুলার পাশে দাড়ায় আছেন আবার বৃষ্টির সময় খোড়া মাটি ফাইটা চৌচির শীত কালে দেখবেন খালি বৃষ্টি মানে সব উল্টা পালটা। ভারতের অবস্থাই দেখুন না কি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন ১২০ ডিগ্রী ফরেন হাইট বা ৪৮ ডিগ্রী ছেলসিয়া। তাপমাত্রার ভয়াবহতা এতো যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে এখন পর্যন্ত তীব্র তাপদাহে ২২০০ মানুষের মৃত্যু হয়েছে।বৃষ্টি কামনায় ঝাড়খণ্ড প্রদেশে ৫৫ বছরের এক বৃদ্ধকে বলি দেয়ার ঘটনাও ঘটেছে স্বজনরা ওই বৃদ্ধের মুণ্ডহীন দেহ বাড়ির ভেতরেই পড়ে থাকতে দেখেন। তার পরিবারের সদস্যদের দাবি, এই কাজ সম্ভবত ওরকাস বা মুডকাটওয়াদের এই গোষ্ঠীর মানুষরা পরিমিত বৃষ্টি ও ভালো শস্যোত্পাদনের জন্য ক্ষেতের মধ্যে মানুষের কাটা মাথা পোড়ায়।পৌরানিক কাহিনীতে শুনা যায় প্রজাদের পানির অভাব এর কষ্ট সইতে না পেরে রাজকন্না পুকুরে আত্মাহুতি দেন যার ফলশ্রুতিতে পুকুরে আবার পানি আসে। কিন্তু বাস্তবে এরকম কাহিনী কখনো শুনবো তা কল্পনাও করি নাই।
©somewhere in net ltd.