নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
ধর্ম একটা পাহাড় শুধু
যায় ডিঙানো সহজেই,
ভালবাসা কঠিন নাতো
পৃথিবীতে সহজ এইই।
আমি তোকে পুষে রাখি
বুকের মাঝে যতনে,
সেই কথাটা টের পাসনা
তোর হৃদয় চেতনে?
কী হয় বল আটক থেকে
বিধিনিষেধ দেয়ালে,
ভালবাসার মোরগটাকে
তাড়ায় ধর্ম শেয়ালে।
আমি তো তোর দেহ চাইনা
ওটা থাকে সব নারীর,
এমন কোমল হৃদয় থাকে
বল কত দেহধারীর??
আমি হয়তো ভালবাসায়
যোগ্য নই তোর নখেরও,
তবু জানিস ভালবাসায়
পড়বে একদিন ঠিক গেরো..
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।