নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে না কাউকে হেরে যেতে হয়, নয়তো বিজয়ী বলে কিছু থাকত না......
উঠোন ভর্তি শীত, মিঠে রোদ, ইশকুল, কাঠপেন্সিল...
জবুথবু ঘাসফুল, সবচেয়ে উঁচু গাছটায় একলা ভুবন চিল...
মাঠ পেরিয়েই নদী, নদী ধরে জীবন, জীবনের গান...
ভেসে যায় সুখ সময়ের টানে, আচমকা জুড়ে বসে ভুলের পাঁচিল...
মনে ভেসে আসে সব, লাইডুবি, পলাপঞ্জি, কুয়াশার ঘ্রাণ...
ধুলোমাটি, কলতলা, পরিপাটি, শোনা যায় সন্ধ্যার আযান...
নেচে উঠে লিকলিকে কুপির আগুন, শেয়ালের স্লোগান-মিছিল...
তারপর দিন শেষ, ঘুম ঘুম চোখ জুড়ে নামে স্বপ্নের বান...
ভালো থাক ছেলেবেলা, নীলঘুড়ি, লাটিম আর বই সব...
আজীবন বুকে ধরে, আদরে আদরে পুষে রাখি শৈশব...
২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: শুভেচ্ছা জানবেন।
২| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৬
এম এ কাশেম বলেছেন: চমৎকার।
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৩| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০৫
জগতারন বলেছেন:
খুউব সুন্দর !
ভালো লাগলো।
ভালো থাকবেন কবি।
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
স্বপ্ন সতীর্থ বলেছেন: আনন্দে থাকুন।
৪| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
স্বপ্ন সতীর্থ বলেছেন: আপনার ভাল লেগেছে?
৫| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার কৈশোর উঠে এসেছে কিশোর কবিতায়। বড় যত্ন করে লিখেছেন হয়তো। নইলে এভাবে মন ছোঁতে পারে!
আমার ভালবাসা নিন।
ভাল থাকবেন।
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
স্বপ্ন সতীর্থ বলেছেন: ছেলেবেলা, ফেলে আসা দীর্ঘশ্বাস।
৬| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখা
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৫
স্বপ্ন সতীর্থ বলেছেন: আনন্দ-সুন্দর হোক জীবন।
৭| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর যেন আমার মেয়েবেলা
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৬
স্বপ্ন সতীর্থ বলেছেন: সেই সব হিরণ্ময় দিন, ফেলে আসা একেকটা দীর্ঘশ্বাসের মতন লাগে।
৮| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪
কালো যাদুকর বলেছেন: শৈশব বেচে থাক আজীবন।
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৬
স্বপ্ন সতীর্থ বলেছেন: শৈশবের অনুভব ভালো থাকুক।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪৬
আমি সাজিদ বলেছেন: চমৎকার