![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন চাকরীজিবী বেকার
৭১ দেখলাম । ৭১ যুব সমাজ এভাবই হয়তো যেগে উঠেছিল ? হয়তো এভাবেই যেগে উঠেছিল বলেই পাকিস্তানী হানাদার বাহিনী সে দিন পালিয়ে ছিল ? বাধ্য হয়েছিল সে দিন পরাযয় স্বীকার করতে ! আজ তা দেখতেপেলাম যদি বেঁচে থাকি তবে ছেলে-মেয়ে নাতী-নাতণীদের আজকের গল্প বলতে পারবো , যেমন গল্প শুনা যায়, বাবা-কাকা-দাদুদের কাছে । সাহাবাগ হয়ে থাকলো স্বাধীনাতার পরে আর একটা ইতিহাস । দেশের যুব সমাজ প্রমাণ করলো দেশ রক্ষায় তাঁরা আছে থাকবে- কাল থেকে কালান্তরে, যুগথেকে যুগান্তরে । তাই কবির সুরে সুর মিলিয়ে বলছি - "সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুরে ছারখার তবু মাথা নুয়াবার নয়" ।
আজ ৭১ এর রাজাকাররা শাস্তি পাবে এই উপহারটা তুলে দিতে চাই বর্তমানে বেচেঁ থাকা মুক্তি যোদ্ধাদের, আর যারা রাজাকারদের শাস্তি দেখে যেতে পারেননি তাদের কাছে ক্ষমা চাই । আজ রাজনৈতির উদ্যেশ্য নিয়ে শুরু হলেও রাজাকারদের শাস্তি শুরু হয়েছে এটাই বর কথা । দেশ স্বাধীনের পর এসকল রাজাকার দের বিরুদ্দে মামলা করাথাক তো তাহলে বর্তমানে বিচার করতে সহজ হতো প্রমাণ সংগ্রহ করতে এত কষ্ট পেতে হতো না । স্বাধীনাতা বিরধীরা আজ বাংলার মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে ঘুরতে পারতো না । ৪১ বছর পরে অনেক আলামত নষ্ট হয়ে গেছে । কিসের স্বার্থে সেদিন কেন তাদের বিরূদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি ? তখন তো মামলা করতে নিষেধ ছিল না ? কাদের মোল্লা ৭২-৭৩ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পরাশুনা করেছে। এটা আজ বড় প্রশ্ন । তবে সবার উপরে একটাই দাবি - "রাজাকারদের ফাসিঁ চাই"।
©somewhere in net ltd.