![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন চাকরীজিবী বেকার
আমি জানিনা কেও জানলে একটু জানাবেন দেশের পতাকা অর্ধনমিত উনমিত রাখা এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা বা বন্ধ রাখার ঘোষণা অথবা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোন রূপ র্নিদেশ দেওয়ার ক্ষমতা রাস্ট্রপতি ছাড়া আর কারও কি আছে ? থাকলে ভাল কথা আর না থাকলে ডাঃ ইমরান এইচ. সরকার তা কি ভাবে করে ? এর আগেও আমরা দেখেছি, আবারও দেখছি। আবারও বলছি, এই নীতি সম্পর্কে আমি জানিনা কেও জানলে একটু জানাবেন ।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
সিরাজুলইসলাম বলেছেন: রাখতে বলা হয়েছে । শুরুর দিকের নির্দেশ গুলো লক্ষ্য করলে তা পাবেন । মন্তব্যর জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
ফ্রিঞ্জ বলেছেন: ১। পতাকাঃ
এইখানে আহবান করা হইসে কোন নির্দেশ দেয়া হয়নাই।
২। ধর্মঘটঃ
এইটাও সেইম। জোরাজুরি নাই। আহবান।
আরেকটা কথা। ইমরান কোন নেতা না, মুখপাত্র। কেম্নে কেম্নে মুখপাত্র হইলো আমিও জানিনা। তবে হইয়া যখন গেসে চলুক।