![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন চাকরীজিবী বেকার
জামিল হয়তো বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে কিছু কৌতুক করেছিল । যা ছিল একান্তই মজা তাই আমাদের মনে এমন আঘাত লাগলো ! এখন যা হচ্ছে তাদে আমাদের কি করা উচিৎ ? কি বা ভাববো আমরা ? এটা কি করল ? ভেবে ছিলাম আমরা গরিব কিন্ত আমাদের ইজ্জত আমরা বজায় রাখতে জানি। আজ দেখছি হাতে গোনা দুই এক জন আমাদের দেশটাকে নিয়ে ছিনি-মিনি খেলছে। রাজনীতি তে তো না- ই , ক্রিকেটা ও আজ আর নিরাপদে থাকল না। আমাদের আর শান্তি বুঝি হল না । এত টুকু আনন্দ পাওয়ার যায়গা থাকল না।
কুত্তারা তোর টাকাটাই বড় মনে করলি দেশ ও দেশের মানুষের কথা ভাবলিনা ? কত সম্মান করতাম তোদের ! সব ভূলে গেলি ?
তোরা কি মানুষ ?
২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০২
টানিম বলেছেন: পড়ে আসুন । ভালো লাগবে ।
আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৯
মেংগো পিপোল বলেছেন: তোরা কি মানুষ ?