![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I believes that I can and I hav confidence in my own power.»S. Nur Rahman
আমি খুব ছোট মানুষ। আমাকে তেমন কেউ চেনে নাহ জানে নাহ, কারণ আমি কোনো বড় ব্যাক্তিত নয়, নাহইবা আমি অনেক বড় কিছু হয়ে গেছি।
কিন্তু আমি নিজেকে ছোট ভাবিনাহ। কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ট জীবন। আমিও মানুষ। তাই আমিও শ্রেষ্ট।
হ্যা আমি শ্রেষ্ট বা শ্রেষ্ট হতে চাই। নিজেকে তুলে ধরতে চাই এই বিশ্বের কাছে। যে যাই বলুক, আমি নিজের ঢোল নিজেই পিটাবো।
কারণ আমি জানি আমিও একদিন পাড়বো। সফ্যলের শেষ শিরীতে আমিও পৌচ্ছাবো। সফ্যল নামের ঐ পর্বত চূড়ায় আমিও পৌচ্ছাবো। হ্যা আমি সেখানে যাবো।
যে যায় বলুক। যতো বাঁদ্ধা আশে আসুক। যতো লাঞ্ছনা সইতে হক সইবো। তবু আমি পিছু পাঁ হবোনাহ। যতোবার পড়বো উঠে দাঁড়াবো, সামনের সব কিছুকে অতিক্রম করে এগিয়ে যাবো।
কারণ আমি জানি আমি পাড়বো। আমাকে পারতে হবে। আমাকে পারতে হবে আমার জন্য, নইলে যে নিজেই নিজের কাছে হেরে যাবো। তাই আমাকে পারতে হবে।
এবং নিজে নিজের কাছে জিৎতে হবে।
২| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৮
এস নূর রহমান বলেছেন: ধন্যবাদ ,
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫১
প্রবাসী পাঠক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম।