![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I believes that I can and I hav confidence in my own power.»S. Nur Rahman
আজ আমি অনেক বেশি Confused,কি
করছি আমি?কি করছিলাম?আর কিবা
করবো কিছুই বুঝতে পারছিনাহ।
আমি কি আমার পূর্ণের ফল নাকি
পাপে ফল ভোগ করছি।একভাবে
ভাবলে পূর্ণের অন্য দিকে ভাবলে
অংশিক পাপের। কিছুই বুঝছিনাহ
কিসের।
সবাই বলে ভাগ্য বলে কিছু একটা
আছে। কিন্তু জীবনে যারা বড়
হয়েছে তারা বলে ভাগ্য বলে কিছু
নাই,সবই তোমার পরিশ্রমের ফল।
কিন্তু আজ আমি হারে হারে টের
পাচ্ছি,ভাগ্য বলে যদি কিছু নাও
থাকে, কিন্তু সময় যদি তোমার
অনুকূলে নাহ থাকে তাহলে তুমি যত
পরিশ্রম করো নাহ কেনো সব জলে
যাবে।
আমি আজ খুব ভালো ভাবেই বুঝতে
পারছি,যে মহান আল্লাহতাল্লাহ
মানুষকে সৃষ্টির সময় তার ভাগ্য
সঙ্গেই পাঠাই,সেটা ভালো/
খারাপ অথবা দু'ই।
আমার হয়তো এরকম কিছু হয়ছে,যে
আমার জীবন ডাইরি লেখার সময়,সেই
মহান লেখকের কলমের কালি ফুরেই
যায়।
যার জন্য হয়তো সুখ নামে এই
পারাবতটা আমার কাছে থাকেনা,
আমি তাকে ধরতে পারিনাহ।
সে সবসময় আমার আশেপাশে
ঘোরাফিরা করে কিন্তু আমার
কাছে আসেনাহ,আমাই ধরা
দেইনাহ। আর তাকে ধরাটাও
অসমানের উজ্জল সুধনিধিকে ছোঁয়ার
মতই সহজ কাজ হয়ে রয়েছে।
যে সময় সবাই তারা নিজ নিজ Career
গড়ার লড়ায়ে নামছে। টিক সে
সময়ে যেন আমি পরাজিত সৈনিক
হয়ে যুদ্ধময়দানে দাড়িয়ে।
©somewhere in net ltd.