নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুজে পেতে চাই, ভালোবাসা, আনন্দ, আবেগ এবং কিছু মঙ্গলময় মহাসত্যকে। »S. Nur Rahman

এস নূর রহমান

I believes that I can and I hav confidence in my own power.»S. Nur Rahman

এস নূর রহমান › বিস্তারিত পোস্টঃ

«সব বড় কিছুর শুর ছোট দিয়ে»

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:২৫

সবাই একদিনে বড় হতে পারেনাহ।

এক লাফে যেমন গাছে চড়া যায়নাহ ঠিক তেমনি একদিনে সাফ্যল নামের বিশাল বট গাছে চূড়ায় ওঠা যায় নাহ।

সেখানে উঠতে চাইলে দরকার সাহস, অতবিশ্বাস, একনিষ্ঠা, দূঢ়প্রতিগা এই সব গুলকে একত্রে করেই তারপর সে চূড়ায় পৌচ্ছানো সম্ভব।

আর এর সূচনাহ হয় ছোট থেকে, ছোট ছোটকে একত্রে করেই বিশাল আকার ধারণ করতে হয়।

ছোট ছোট ধুলিকনার সম্বনয়ে যেমন তৈরি হয় হিমালয় পর্বত, তেমনি ছোট ছোট কাজ করতে করতেই বড় কাজ করা যাই।

Somewhere in blog অনেক বড় জাইগা, যেখানে আমার মত ছোট মানুষের স্থান কোথায় কে জানে।

আজ হয়তো আমার লেখা কেউ পড়েই নাহ। কেউ হয়তো আমায় চেনে নাহ।

কিন্তু হ্যা, আমিও একদিন পরিচিত হবো, সবাই আমায় চিনবে, আমায় নিজে কথা হবে, আমায় নিয়ে গর্বব করবে।

এই ছোট আশা বুকে নিয়ে লেখার চেষ্ট করছি, সবার লেখা পড়ে শেখার চেষ্টা করছি।

আমি জানি আমি পাড়বো। একদিন এই ছোট প্রতিভা কে কাজে লাগিয়ে বড় প্রতিভা বান মানুষদের আসনে পৌচ্ছাবো। তাদের শারিতে থাকবো।

»ইনসাহআল্লাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.