নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুজে পেতে চাই, ভালোবাসা, আনন্দ, আবেগ এবং কিছু মঙ্গলময় মহাসত্যকে। »S. Nur Rahman

এস নূর রহমান

I believes that I can and I hav confidence in my own power.»S. Nur Rahman

এস নূর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমি বাংলাদেশী

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১

আমি এতদিন গর্বব করতা, আমি বাংঙ্গালী। বুক চাপড়ে বলতাম আমি গরবীত আমি বাংঙ্গালী। কিন্তু আজ, এই মাত্র, মনের অজানতেই মুখ থাকেবের হয়ে আসলো, " এ কোন দেশের মানুষ আমি, যেখানে ছাত্রোদের কাছে চাঁদাবাজি!
হ্যা চাঁদাবাজি, আমি এডমিশন এর স্টুডেন্ট। আজ যাচ্ছি MBSTU তে Exam দিতে। এখন বাজে রাত ১.৫০ , এই একটুই আগে আমাদের সাথে চাঁদাবাজি হয়ে গেলো, আমি যাচ্ছি কুইক-সার্ভিসের গাড়িতে। নাটর পার হবার সময় দুইজন লোক গাড়ি দাঁড় করাই টাকা নিলো আমাদের গাড়ির থেকে। হেল্পার কতো বলো যে এরা স্টুডেন্ট, তার পরও লোকটা একটা কথাও শুনলোনাহ। ৪০০ টাকা নিয়েই ছাড়লো, একটা গাড়িতে যদি এরকম টাকা নেই তাহলে, আজ রাতে কতো গাড়ি যাবো এই রাজশাহী থেকে ও অনন্য যাইগা থেকে। এদের তাহলে কতো ইনকাম, আর কি চাঁদাবাজির টাকাতো এরও কি ইনকাম বলা হয়?
আর আমি কি এরকম দেশকে নিয়েই গর্বব করি???
এ লোকগুলান আমারদেশের হতে পারে নাহ। কখনই নাহ, আমি মানিনাহ এরা আমার এত সুন্দর দেশের অসুন্দর লোক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: চাদাবাজিটাই মুখ্য।।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

এস নূর রহমান বলেছেন: হ্যা ভাই, চাঁদাবাজিটাই মুখ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.