![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু শূন্য হয়
শূন্য মনে হয়
কেউ শূন্য হতে চায়
কেউ পূর্ণ হতে চায়।
সবার মাঝে শূন্যতা
অসীম শূন্যতা।
শূন্য স্থানে মৃত্যু
শূন্যতা নিয়ে বেঁচে থাকা
শূন্য স্থান পুরণে সকল ব্যস্ততা।
শূন্যে মানুষ ভাসে
মহাশূন্য নিয়ে হাজারো গবেষনা
শুন্য হাতে আসে
শুন্য হাতে চলে যায়
মাঝে সময় কাটে পুন্য হওয়া নেশায়।
শুণ্য উড়ে যায় প্রাণ
শুণ্য দেহ পরে থাকে ভুবনে ।
দু চোখে ভাসে তোমার ছবি
শুণ্য দেখি হাজারো স্মৃতি।
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
কাজী অ বলেছেন: আর কেঁদো না।
২| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
বাগসবানি বলেছেন: অনেক অনেক ভাল লাগল
৩| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
জূয়ারি বলেছেন: সবাই শূন্য।সবাই শূন্য
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫
বাগসবানি বলেছেন: তুমি ছাড়া সবকিছু আজ বড় শুণ্য মনে হয় ...
তোমার জন্যে কেঁদে কেঁদে ...
চোখ আজ অশ্রু শূণ্য ...
জীবন সায়াহ্নে নিজেকে বড়
রিক্ত মনে হয়
ফিরিয়ে দিলাম তোমায়
হৃদয় আমার শুণ্য করে ....