![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ কি শুনলাম!!! জাগৃতি প্রকাশনির প্রকাশক ফয়সল
আরেফিন দীপনকে দুর্বৃত্তরা খুন করেছে!!
কিছুদিন আগে আমার একটি পান্ডুলিপি নিয়ে দীপন
ভাইয়ের সাথে দেখা করেছিলাম। উনি পান্ডুলিপিটা
পড়ে আরো একটু ইডিট করে উনার কাছে পাঠাতে
বলেছিলেন। সেই ইডিটের কাজ এখনো চলছে।
এর মধ্যে আমি বেশ কিছু ছোটগল্পও লিখে
ফেলি। ভাবছিলাম আজকেই সেগুলো দীপন
ভাইয়ের কাছে পাঠাবো। দীপন ভাইয়ের ঠিকানাটা
ভুলে যাওয়ায় ঠিকানাটা লিখতে পারিনি। ভাবছিলাম
আজকেই নেটে সার্চ দিয়ে উনার ঠিকানাটা ম্যানেজ
করবো। কিন্তু somewhere in blog এ ঢুকে এ আমি
কি দেখলাম?? দীপন ভাই, আমি এবার এই পান্ডুলিপিটা
কী করবো?? কার ঠিকানায় পাঠাবো??
একজন ব্লগারের বই ছাপানোর জন্য যে দেশে
প্রকাশককে খুন হতে হয় আমি সে দেশকে ঘৃণা
করি।।
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দেশকে ঘৃণা করেন??? করুন। অতঃপর আপনি যে লিখেন, সেই কাজটাকে ঘৃণা করুন, তারপর আপনাকে কে লেখা শিখিয়েছিল তাকে ঘৃণা করুন, পড়তে কে শিখিয়েছে তাকে ঘৃণা করুন, তারপর পড়বার লিখবার আর বলবার জন্য নিজের চোখ, জিভ, হাতকে ঘৃণা করুন।
হ্যাঁ, এবার নিজেকে ঘৃণা করুন।
এভাবে আপনি, ক্রমান্বয়ে আমি, আমরা সব্বাই সার্থক ও সচেতন মানুষ হতে পারবো!
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
সৌরভ দাস ১৯৯৫ বলেছেন: যে রাষ্ট্র ব্যবস্থায় এই দেশ পরিচালিত হচ্ছে। সেই রাষ্ট্র ব্যবস্থাকে উল্লেখ করে আমি এটা বলেছি।। আপনি অন্যভাবে নিচ্ছেন।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫
সৌরভ দাস ১৯৯৫ বলেছেন: সেটাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দু:খজনক!
হত্যা কখনোই কোন সমাধান হতে পারে না!