নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

সব কিছুর-ই শেষ থাকে

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

সব কিছুর-ই শেষ থাকে
......শাহজাহান পারভেজ রনি

চোখ পাকিও না ভায়া
চোখ পাকিও না
অনেক দিনে মওকাটা পেয়েছি, এবার বলতে দাও।

তুমিই তো সে, যে রাতের অন্ধকারে
কেরোসিনে জল মেশাতে
রিলিফের চাল করতে এপার ওপার
তুমিই তো সে যার হাতে বেদম লাঞ্ছিত হয়েছিল
সাক্ষী গোপাল রহিম সেখ
বকনাটা ক্ষেতে মুখ দিয়েছিল বলে
খয়া পায়রাটা উঠোনের ধানে বসেছিল বলে
পাজর বরাবর আমায় যে লাথিটা দিয়েছিলে
অমাবস্যা পূর্নিমা এলে
সেখানটায় ভীষন যন্ত্রনা হয় এখনো;
চোখ পাকিও না চোখ পাকিও না
অনেক সয়েছি এবার বলতে দাও।

বলতে পারো যতিন ঘোষকে দেশ ছাড়া করেছিল কে
মসজিদের গম বেচে
বিধবা ভাতার নয়-ছয় করা পয়সায়
কে বসিয়েছিল জুয়োর ঘর!
প্রতি বৈশাখে কে বসাতো ল্যাংটা পুতুল নাচ!
মনে পড়ছেনা তো
বলছি হে বলছি,
গরীবের হক মারার এমন মওকা পেলে
পোষ্য দু'চারটে কুকুর থাকলে
লাইসেন্সড বন্দুক থাকলে
কিংবা ছিঁচকে চোর থেকে বড় চেয়ারম্যান হলে
অনেক ইতিহাস-ই এমন হয়
এমনটা-ই হয়।

যখন প্রচুর পয়সা হলো তোমার,
চকচকে গাড়ী চেপে বছরে যখন
এক-আধ বার গ্রাম বেড়াতে আসতে,
লাইন দিয়ে তোমার দান পেত দশ গ্রামের আকালি মানুষ
ভালো কথা খুব ভালো কথা!
কিন্তু তুমিই তো সে, যার ভোগের থালায়
ষোড়শী ফুলি কেবলই ছিল দু'লোকমা আহার
পেটের বাচ্চাটা ছিল নিতান্তই ভুল
তুমি তো সে-ই যে কবর গুড়িয়ে
গড়েছিলো তামুকের গোডাউন;
চোখ পাকিও না ভায়া চোখ পাকিও না
অনেক চিনেছি তোমায় এবার বলতে দাও
বলবার এইতো সুযোগ!

তোমার সম্পর্কে নতুন অনেক কিছুই শুনি ইদানিং
রিলিফের চাল এপার ওপার করে
মসজিদ কিংবা বিধবা ভাতার পয়সা নয় ছয় করে ,
পয়সার দাপটে ক্ষমতার দাপটে
ধরাকে সরা জ্ঞান করে
যে তুমি একদিন দাঁপিয়েছো এ গ্রাম ও গ্রাম
ইদানিং নাকি সে তোমারও পথ চলতে
লাঠির প্রয়োজন হয়!

কি ভায়া লজ্জা পেলে বুঝি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.