নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা এবং একেশ্বরবাদ

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

বাস্তবতা এবং একেশ্বরবাদ
..............শাহজাহান পারভেজ রনি

আমি ঈশ্বর ব্যাতিত কাউকে কূর্নিশ করতে চাইনি
অথচ দ্যাখো ভেতরে ভেতরে আমার বিপক্ষে যুদ্ধে নেমেছে
অসংখ্য হাভাতে অভাব;
স্বভাব বিরুদ্ধ এক একটা জানোয়ার
মসৃণ পায়ের খোঁজে মুখ বাড়িয়ে দেয় নতমস্তকে
অত:পর জগারাম মেনে নেয়
এখানে ঈশ্বর, কেবলই প্রাচুর্য।

আমি বহুকাল লোভ করিনা
অথচ দয়রাম ঘোষের জিলিপির লোভ
ডবকা সুমিত্রার ভালোবাসার লোভ
কিংবা অদুর অতীতে চতূর্দশীর পোয়াতী চাঁদের লোভ
আগুনে পা বাড়াতেও
প্রবল স্পর্ধা দিয়েছিল একদিন;
তারপর হতচ্ছাড়া বর্তমানের বজরায় ভবিষ্যতের ছেনাল
ভেতরবাটিতে উপূর্যপুরী আঁচড় কেটে গেল আর আমি-
নতমস্তকে তার জমিনের তলায় খুঁজলাম জল এবং খনিজ দানা
অত:পর জগারাম বুঝে নেয়
এখানে ঈশ্বর মানেই সংগম - সমঝোতা।

আমি ঈশ্বর ব্যাতিত কাউকে কূর্নিশ করতে চাইনি
অথচ দ্যাখো ভেতরের এক জানোয়ার
আমায় অসহিষ্ণু করে তোলে দিন রাত
হা-ভাতে অভাবগুলো আমার বিরুদ্ধে যুদ্ধ জেতে
অত:পর পরাজিত একেশ্বরবাদী
প্রাচূর্যের পায়ে মুখ ঘষে পায়
মড়কের প্রাক্কালে এক টুকরো হালুয়া-রুটি
অত:পর জগারাম মেনে নেয়
ঈশ্বর মানেই অভাব,
ঈশ্বর মানেই সংগম-সমঝোতা
ঈশ্বর মানেই পেট।

"অথচ ধর্মগুরু বলেছিলেন একেশ্বরবাদ-ই ঈশ্বর অনুমোদিত একমাত্র পন্থা"
হালের এ বেহাল দশায়
নটিও গায়লো ভীষন- কি তামশা কি তামশা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.