নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করবেন, উনি আমাগের গাঁয়ের ছাওয়াল!

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬

ক্ষমা করবেন, উনি আমাগের গাঁয়ের ছাওয়াল!
................................শাহজাহান পারভেজ রনি

উনি আমাগের গাঁয়ের ছাওয়াল,
শুনিচি শওরের অনেক লোক তাকে চেনে জানে
চাইরডে ফ্যাক্টারির মালিক, দুইডে রাজপাসাদ গড়িচে
গায়ের বাড়িডা তার কাচে মুরগীর খোপ
আমার কতা না; নায়েব মুন্সী সিবার ডাক্তার দেকাতি যায়ে সব দেইকে আইচে।

উনি আমাগের গাঁয়ের ছাওয়াল
শুনিচি শওরে সে রাজার হালে থাকে
বসার ঘরে কি ঝকমইকে জিনিসপাতি, সিনেমা হলের পর্দার নাহান টিবি
বিশাল ঘর জুইড়ে কাঁচের বাহারী ফুলদানী, সুপা সেট
ওয়াল জুড়া বইয়ের তাকে হাজার হাজার বই;
"এ্যাগো উনি তো কিলাশ ফাইবও পাশ করিনি,এতো বই ক্যাম্বাই কইরে পড়ে"
আমার পশ্ন না গাঁয়ের লোক হিসাবে এ পশ্ন স্বয়ং নায়েব মুন্সীর ।

উনি আমাগের গাঁয়ের ছাওয়াল
শুনিচি শওরে তার ম্যালা নাম ডাক, বই ন্যাকে কবিতার
বচর বচর মেলা বসলি তার বই বারায়,
আমাগের চিয়ারমেনও একটা বই কিনিচিলো সিবার ষ্টলে যায়ে;
শুনিচি গাড়ীত চইরে আমাগের গাঁয়ের ছাওয়ালডা এখন সভা সুমিতি কইরে বেড়ায়
দশজনের কাতারে বইসে এসির বাতাসে শরীল টালা করে
আমাগির ট্যাপা একুন শওরের নামকরা কবি
আমার কতা না নায়েব মুন্সী যা দেকেচে তা-ই কয়েচে সিবার।

গোন্ডগোলের বছর জ্যাঠা, ছোট কাকা যাবার কালে বাজানরে কইচিলো-
"নিতাইরে একেনে পইড়ে মরার চাইতে চল হিন্দুস্থানে চইলে যাই জানডা তো বাঁচপিনি"
বাজান মা মরা গ্যাদা নিয়ে পারেনি, বাজান পইড়েই থাকেচে বাপের ভিটেত মুখ গুঁইজি;
বংশীয় কালীঘর,জ্যাঠা - ছোটকাকার বসত বাটি, মাঠান সম্পত্তি,বাজান;
সত্যিই সব গোন্ডগোলেই গেল ,কোনডাই ঠ্যাক্যানি গেল না;
বাপ মা এ্যাড়া গ্যাদা ,এ বাড়ি ওই বাড়ি কইরে ফ্যান খুদ খায়ে বড় হলাম
চাষবাস শিকলাম বটে সম্পত্তি খুঁইজে পালাম না
কুথায় আমার ষোলশ বত্রিশ দাগের কালী ঘর, কুথায় আমার ষোলশ তেত্রিশ দাগের গুলাঘর
কিচ্চু পাইনি ;সরকারে নে'চে, শিয়েলে নে'চে, শত্রু র সম্পত্তি কয়ে রেকর্ড নামেচে
আমার কতা না নায়েব মুন্সী যা দেকেচে তাই কয়েচে আমার বুদ্দি হলি।

উনি আমাগের গাঁয়ের ছাওয়াল আইজ অনেক বড় হয়চে, শওরে দশ জন তাক চেনে জানে
কিন্তুক কেউ কি জানে শওরের মস্ত কবি, ফ্যাক্টারির মালিক সে কিডা?
সে আমাগের গাঁয়ের ট্যাপা কিলাশ ফাইব পাশ না দিয়া ট্যাপা, মাটি কাইড়ে খাওয়া ট্যাপা
বাজানের দ্যাহ যে রক্তে ভাসাইচিল সেই ট্যাপা,
কালীঘরে যে জবাই খানা বসায়চিল সেই ট্যাপা
গোন্ডগোলের বছর যে ক্যাম্পে ক্যাম্পে মেয়ি ছেলি সাপ্লাই দিত সেই ট্যাপা;
সেই তো উনি মঞ্চে দাঁড়ায়ে যে পানিত ডুবা ছাওয়ালডার জন্যি চোখ মুইছলো
ছবিরন বুড়ির হাতে তুইলে দিলো ভোটের কাপুড় সেই তো উনি
আমাগের গাঁয়ের ছাওয়াল টগর চৌধুরী ওরফে ট্যাপা!

( চরিত্রের প্রয়োজনে যে সব নাম ব্যবহার করা হয়েছে তার সবই কাল্পনিক.... যদি কারো নামের সঙ্গে মিলে যায় তা নিতান্তই কাকতালীয় মাত্র)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.