![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভাঙ্গনের সুর
//শাহজাহান পারভেজ রনি//
দেয়ালটা ভেঙ্গেই গেল, এ যাত্রায় ঠ্যাকানো গেল না আর
কত ভালবাসা আবেগ আকাঙ্খায় গড়ে ওঠা দেয়াল
রায়টের রক্ত, দেশ বিভাগের শ্লোগান চোর ছ্যাচরের উৎপাতে
একদিন সাক্ষী ছিল, প্রহরী ছিল, বসতির নিরাপত্তা ছিল;
ধুঁকে ধুঁকে শেষমেশ তা-ই হলো যা হয়েছিল সংখ্যাগরিষ্ঠ জনতার
যেভাবে একদিন ধুলোয় মিশেছিল প্রান্তিক আবেগের মৌলিকতা।
এ চোখে আমি ভাঙ্গন দেখেছি, আকাশ পোড়া বজ্রপাত দেখেছি
কিভাবে ন্যাড়া হয় নান্দিয়ার বিলে পুরনো বাবলা গাছ
কিভাবে ঘাটে পড়ে ভাঙ্গল নয়া বউয়ের কাঁখের কলসী, দেখেছি;
ভাঙ্গনের কথা ছিল না
মাসুদ সাহেবের সুখের সংসার তবু তো ভাঙ্গল
কিসে কেমন করে, ভেঙ্গেই গেল ঠ্যাকানো গেলনা
ঘরের ভেতর ঘর, বুকের বেড়ায় উত্তরাধিকারের ফোঁসফাঁসে
চাহিদার রকমফেরে দেয়াল ভাঙ্গে, ওঠে আর এক দেয়াল।
একদিনের সখিনা বিবির সংসার, খড়ের চালা, দুধের গরু
মাটিয়ালের কৈ - শিং, বাড়ীর সীমানায় বিচি কলার গাছ
তীলে তীলে গড়া রাজ্যপাট পদ্মায় গেলে
আমরাও ভেঙ্গে গেলাম, বিবেকের প্রশ্নে মানবতার প্রশ্নে
গ্রাম ফেরত সখিনা শহুরে খানদানীতে এখন গতরী খানকী
সব থাকা মানুষের শেষ সম্বল আজ, শিমুল তুলোর বালিশ;
একটা ঘর ভেঙ্গে একজন বেশ্যা হলো
একটা ঘর ভেঙ্গে একজন অথর্ব মানুষ হলো
একটা ঘর ভেঙ্গে একটা শিশুর কবর হলো, শুধু চেয়ে দেখলাম
ভাঙ্গনটা ভেঙ্গে-ই গেল, মানবতা ভাঙ্গনেই গেল।
ধর্মে ভাঙ্গা এ দেশে আয়না গুলো বারবার ভাঙ্গে
নদী ভাঙ্গে ঘর ভাঙ্গে লাজে রাঙ্গা রমনীর গতর ভাঙ্গে
ভাঙ্গনে ভাঙ্গনে শিশুর কবরটাও ভাঙ্গে
সব ভেঙ্গে গেলে দেখি আমরাও ভেঙ্গে গেছি
বিবেকের প্রশ্নে মূল্যবোধের প্রশ্নে।
ক্ষমতার বাজারে আজকাল ছাঁতি সারাইয়ের ব্যাবসাও ভেঙ্গে যায়
নেতার নিবিড় চাঁদাবাজীতে!
দেয়াল? সে আজ প্রত্নতাত্বিক ইতিহাস
বিবেক? ছেলে ভোলানো রুপকথার গল্প!
©somewhere in net ltd.