![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
শ্মশানযাত্রা
..........শাহজাহান পারভেজ রনি।
সত্তরের বন্যায় জলঢাকা থেকে যে কিশোরী বাপের হাত ধরে
এসেছিল এই শহরে , বউবাজারের ঘুপতি ঘরে
এক এক করে কেটে গেছে যার তিন তিনটে কাল
খানিক আগে তার উদ্দেশ্যেই মানুষগুলো আওড়ে গেল হরদম
বলো হরি হরি বোল! বলো হরি হরি বোল!
মাটির চুলো থেকে আগুন তুলে একদিন
যে আদমী সাজিয়েছিল আগুনে ঠাসা মালসা মালা
জীবন জুয়ায় যে বারবার হেরে অত:পর
হয়ে উঠেছিল পুরোদস্তুর সবজীওয়ালা
শেষ ক'টা দিন সেই মালতী পরিচিত ছিল সবজী মাসী বলেই।
বাহারী বাবুগুলো আটকে গেলে অম্বলজনিত ব্যামো বার্ধক্যে
হুট করেই তারা ছেড়ে দিলো মাংস আমিষের অভ্যেস
সময়ের টানে মালসা মালার আগুন হয়ে এলে নিরুত্তাপ
খুব কষ্টে কেটেছিল সবজী মাসির মাঝের ক'টা বছর
বাবুরা মাংস ছেড়ে দিলেও, ড্যাওয়া পিঁপড়ের যন্ত্রনাগুলো
শেষ পর্যন্ত দারুন ভুগিয়েছিল নিলামবালার এই পতিত জীবনটাকে।
জলের ভয়ে যে জীবন জলঢাকা ছেড়ে ধরেছিল সকালের লোকাল
ভদ্র ইতর বারোহাত ঘুরে শেষটায় যে হয়ে উঠেছিল সবজীমাসী
আজ তারই শ্মশান যাত্রায় কোঁচ ধরা বুড়ো বাবুগুলো জপ করে হরদম
বলো হরি হরি বোল ! বলো হরি হরি বোল!
কি ভাগ্যি !কি ভাগ্যি মাসীর! তুলসী পাতায় চোখ মুঁদে তোমায়
দেখতে হলোনে এমনতর তুঘলকি।
©somewhere in net ltd.