![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম দিনে
সংকোচ লুকিয়ে আমি চাইলাম তাকে
...নিজেকে গুটিয়ে নিলো আগুন সুন্দরী সেই
এবং পাঠালো, শিখাহীন সুপ্ত আগুন!
দ্বিতীয় দিনে
সমৃদ্ধিফুল আর শান্তির অন্বেষণ চাইলো
এবং ভালোবাসা পাঠালো আমাকে!
অথচ, দ্রোহ দ্বিধা জেগে উঠলো গোপন শিরায়
আর পাঠালাম তাকে ক্রোধের শব্দাবলী!
ফলত তৃতীয় দিনে
আমরা একে অপরকে চাইলাম না আর
এবং জ্বালালাম আগুন-গুচ্ছ
অথচ ফুলে ছাওয়া বিছানায় আবিষ্কৃত হলাম
আর একত্রে থাকার দণ্ড হলো আমাদের!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মর্তুজা হাসান সৈকত বলেছেন: থ্যাংকস।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
বাংলার ডিলান বলেছেন: ভালো লাগলো।