![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে বলছি
- মোঃ ওবায়দুল ইসলাম।
কন্টকাকীর্ণ পথে রক্তাক্ত দেহে চলছি ব্যস্ত
অভিসারে,গেরস্তের দ্বার বেয়ে তোমার সম্মুখস্থ
রাস্তা দিয়ে। তুমি গৈরিক ছন্দে – আন্দন্দে হেসে
বললে – “একটু বিলম্বিত হোক যাত্রা ” ভালবেসে।
পরস্পরকে আকঁড়ে ধরে টিকে আছে পিরামিডের
পাথরগুলো,অস্তিত্বমান দূর্ভেদ্য প্রাচীর ইস্টক চীনের।
আমি (অবোধ) ও থাকব ঘিরে – যে আমাকে আকড়ে
ধরে; যেন নিউটনের গতির তৃতীয় সুত্রে।
কৃপনের কৃপনতার বদৌলতে বর্ধিত চুরি
দেশ কর্তার অগ্রাহ্যে দীপিত অশান্তির ঝুড়ি,
তেম্নি প্রমিজ রক্ষিত গৃহিতার
আত্মপ্রত্যয় ধীচিত্তে। যেম্নি আপণ নন্দন ভ্রাতার।
সুখালয়, নিমহাওলা
১৯/০৪/২০০৬
©somewhere in net ltd.