নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাটা ইংল্যান্ডর বার্মিংহাম শহরে। একজন সালাফী বা আহলে হাদিস মাজহাবের বিশ্বাসী একজন মানুষকে বুঝাচ্ছেন রাফে ইয়াদাইন না করলে নামাজ শুদ্ধ হবে না। এখানে উপস্থিত একজন হানাফি মাজহাবের লোক বিষয়টার প্রতিবাদ করে বললেন- ফকিহ সাহাবী ইবনে মাসুদ (রা.) থেকে হাদিস রফে ইয়াদাইন ছাড়াও হযরত রাসুল (স.) নামাজ পড়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়ে যায়। আমি কাছে-ই বসা ছিলাম। আমি কিন্ত মাসআলা গতদিকে তরিকা-এ-মুহাম্মদীর বিশ্বাসী। পৃথিবীর যারা-ই হযরত মুহাম্মদ (স.)-এর তরিকায় আছেন আমি তাদেরকে সম্মান করি। আমি মানুষকে বেহেস্ত কিংবা দোজখে দেওয়ার কোন অধিকার রাখি না। আমি যখন দেখলাম সালাফী বা আহলে হাদিস মাজহাবের ভদ্রলোক হানাফী মাজহাবের ভদ্রলোককে বিদআতি-জাহান্নামী এবং হানাফী মাজহাবের ভদ্রলোক সালাফী মাজহাবের ভদ্রলোককে পথভ্রষ্ট-গোমরা-লামাজহাবী ইত্যাদি বলে চিহ্নিত করে গালি দিচ্ছেন তখন দুহাত উঠিয়ে দোয়া করতে থাকলাম- `হে আল্লাহ, পৃথিবীর সব মানুষকে তুমি মাফ করে বেহেস্তে দিয়ে দাও। আর যদি কাউকে একা দোজখে না দিলে তোমার না হয় তবে সেই ব্যক্তি আমাকে রেখে দাও। আর ঐ ফিতনাবাজদের সবাইকে শান্ত করে পৃথিবীর মুসলমানদের ইজ্জত রক্ষা করো।'
মজার ব্যাপার হলো ওরা দুই মাজহাবের বিশ্বাসীরা যিনিকে বুঝাতে গিয়ে ঝগড়া শুরু করেছিলেন তিনি সবশেষে বলতে বাধ্য হলেন-ভাই আমি আপনাদের ধর্মের লোক নয়। আমি একজন ভারতীয় হিন্দু বাঙালী। অতঃপর থামলো তাদের ঝগড়া। আর উপস্থিত বাকীরা দিলেন হাতের তালি।
প্রিয় পাঠক স্মরণ রাখতে হবে, ইসলাম নিচক কোন মাজহাবের নাম নয়। যারা ইসলামকে মাজহাব বলেন তারা ইসলাম সম্পর্কে মূর্খ। ইসলামকে মাজহাব বললে স্বয়ং ইসলামের অঙ্গহানি হয়। মাজহাব হলো ধর্ম আর ধর্ম হলো শুধু পরকালিন বিষয়। ইসলাম হলো ইহকাল ও পরকালের জীবন বিধান। হাসানাত দুনিয়া ওয়া হাসানাল আখিরাহ। অর্থাৎ দুনিয়া আখারাতের সুন্দরের জন্য ইসলাম। তাই কোরআন হাদিসে ইসলামকে দ্বীন শব্দে পরিচয় দেওয়া হয়েছে। দ্বীন শব্দের বিকল্প বা সমার্থক কোন শব্দ কমপক্ষে ইংরেজি, বাংলা কিংবা উর্দু ভাষায় আমার জানা মতে নেই। তাই ইসলামকে যারা মাজহাব বলেন তাদের সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত প্রকাশ করছি।
হানাফি, হাম্বলী, শাফেয়া, সালাফী (আহলে হাদিস) মাজহাবীদেরকে আমি বলতে চাই বন্ধ করুন ফিতনা। উম্মতের ঐক্যের স্বার্থে ফিকহি মতানৈক্যগুলোকে টেবিলটকে নিয়ে যান। মাঠে ময়দানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। ইমাম ইবনে তায়মিয়া (র.) বলতেন_`এমন কিছু আমল আছে যা সাধারণ মানুষ করলে পাপ হবে না কিন্তু আমি তায়মিয়া করলে পাপ হবে।' ইমাম ইবনে তায়মিয়া (র.)-এর এই কথা আমাকে অনেক সংযমি করেছে। আহলে হাদিস সহ অন্যান্য মাজহাবীদেরকেও আশা করি সংযমি করবে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
সৈয়দ মবনু বলেছেন: মাজহাবের সংজ্ঞায় আহলে হাদিসও আসে। আপনি স্বীকার না করলেও তাদের কর্মকাণ্ড প্রমাণ করে তারাও মাজহাব। ফিকহ গ্রহণ আর মাজহাব যদি এক না হয় তবে বাকী কোনটাই মাজহাব না।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: বহুসংখ্যক আলেম একত্রিত হয়ে
মিথ্যা বানানো মন্তব্যর প্রতিবাদ জ্ঞাপন করেছে ।
মাযহাব অর্থ মত বা অনুসারি
আহলে হাদিস অর্থ নবীজীর সব হাদিস
আর নবীজীর হাদিস যারা না মানে তারা কাফের
আর মিথ্যা যারা প্রচার করে ইসলামের বিভ্রান্তি ছড়ায় তারা আবুজাহেলের এবং শয়তানের অনুসারি
উক্তি আল্লামা আলী কারি
বাংলাদেশ ছুন্নতি তরিকত এক্য ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
সৈয়দ মবনু বলেছেন: হাদিস মানা আর আহলে হাদিস এক না। পৃথিবিতে এমনও অনেক দল আছে যারা দাবী করে তারা আহলে কোরআন । আপনি যদি এই দলের ফেতনার বিরুদ্ধে কথা বলেন তবে তারা আপনাকে বলবে আপনি কোরআন মানেন না। আর যে কোরআন মানে না সে তো কাফের। তাই আপনিও কাফের। প্রকৃত অর্থে সুন্দর নাম নিলেই শুধু সুন্দর হওয়া যায় না। কর্ম-ই প্রমাণ করে কে সুন্দর। মীর জাফর নাম কত-ই না সুন্দর। কিন্তু ভারতের কোন মানুষ তার সন্তানের নাম মীর জাফর রাখবে না। ইয়াজিদ নাম খারাপ নয়। কিন্তু বর্তমানে কেউ আর ইয়াজিদ নাম রাখে না। তাই নাম নয়। কাম চাই।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
নতুন বলেছেন: কিছু মানুষই আছে যারা ঝামেলা করতে চায়... আর বিভিন্ন মতে মানুষকে তার দলে টানতে চায়...
এর পেছনে সব সময় কাজ করে... টাকার ধান্ধা...
বত`মানে যত পীর আছে...তাদের মুরিদানের কাছ থেকে যে টাকা পায় সেইটাই তাদার উদ্দেশ্য...
ইসলামতো তাদের কাছে একটা ব্যবসা মাত্র...
আল্লাহ আর আপনার মাঝে শুধু একটা সরল রাস্তাই থাকতে পারে.... আর বত`মানে তরিকা...মাছালা...কত কি?
একটা প্রশ্ন.... শুধু আমাদের এই ভারতীয় উপ মহাদেশেই এতো পীর কেন>>
আর সব পীরেরই আল্লাহের সাথে হট কানেকসান আছে... সবাই ভক্তদের বেহেস্হে নিয়া যাবার ক্ষমতা রাখে.... সবাই ভক্তদের কাছ থেকে টাকা পয়সা নেয়...সবাই বিলাস বহুল জীবন জাপন করে ভক্তদের টাকায়... ???
আর এর সমালোচনা করলেই আমি ভন্ড আর কাফের???
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: চুপ বেয়াদব আমি তোকে বুঝানোর জন্য লিখলাম আর তুই আমাকে
কাফের বললে তুর রেংক কি গুলি করে মারব কাফের প্রমান করতে
না পারলে যে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায় কোরআন
এখনও তওবা করে সুদ্ধ হয়ে যা বেদিনের দালাল ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
আধারের কবি বলেছেন: নতুন বলেছেন: কিছু মানুষই আছে যারা ঝামেলা করতে চায়... আর বিভিন্ন মতে মানুষকে তার দলে টানতে চায়...
এর পেছনে সব সময় কাজ করে... টাকার ধান্ধা...
বত`মানে যত পীর আছে...তাদের মুরিদানের কাছ থেকে যে টাকা পায় সেইটাই তাদার উদ্দেশ্য...
ইসলামতো তাদের কাছে একটা ব্যবসা মাত্র...
আল্লাহ আর আপনার মাঝে শুধু একটা সরল রাস্তাই থাকতে পারে.... আর বত`মানে তরিকা...মাছালা...কত কি?
একটা প্রশ্ন.... শুধু আমাদের এই ভারতীয় উপ মহাদেশেই এতো পীর কেন>>
আর সব পীরেরই আল্লাহের সাথে হট কানেকসান আছে... সবাই ভক্তদের বেহেস্হে নিয়া যাবার ক্ষমতা রাখে.... সবাই ভক্তদের কাছ থেকে টাকা পয়সা নেয়...সবাই বিলাস বহুল জীবন জাপন করে ভক্তদের টাকায়... ???
আর এর সমালোচনা করলেই আমি ভন্ড আর কাফের???
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
হুমায়ুন তোরাব বলেছেন: thik ase vai sob e manlam...
tobe apni namaj porlen,roja rakhlen,jakat dilen,haj krlen abar vote o dilen.eta ki thik.gonotONTer vote j shirok ta bodhy apni janen..r shirk kari k ALLah tayala khoma koren na..
Reference chain bhai,thn sura nisa poren..
r poribesh bondhu j vondo tar proman dte 2min o lgbo na may b.
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: পোস্ট দাতা কাদিয়ানি আর কাদিয়ানিরা নবিজিকে মানেনা এর
প্রমান আমাকে সহজে কাফের বলা এরা আমেরিকা ও ইহুদিদের দালাল এরা লক্ষ লক্ষ টাঁকা পায় অদের মিশন থেকে এদের হইতে
মুসলিম সাবধান
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
নতুন বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: চুপ বেয়াদব আমি তোকে বুঝানোর জন্য লিখলাম আর তুই আমাকে
কাফের বললে তুর রেংক কি গুলি করে মারব কাফের প্রমান করতে
না পারলে যে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায় কোরআন
এখনও তওবা করে সুদ্ধ হয়ে যা বেদিনের দালাল ।
বন্ধু আপনার মুখের বানী চমতকার.... গালী দিলে গুনাহ হয় জানেন তো? নাকি আপনার ভন্ডবাবার বানানো হাদিসে আছে যে গালী দিলে সমস্যা নাই?
মানুষকে আর কত মিথ্যা বলবেন?
ভন্ডপীরের দল ছাড়ুণ.... এটা ২০১৩ সাল... মানুষ এখন এতো বলদ না..
আপনারা কতটা আল্লাহ ওয়ালা তা আপনাদের মুখের ভাষাতেই প্রমান পাওয়া যায়....
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
হুমায়ুন তোরাব বলেছেন: @posta data
apni poribesh boNdhu k kafer bolar k??
poribesh bondhur bojhar bhul thakte pare tai ble apni kafer blte paren na.apni proman dn j uni kafeR?
jai hy mind kren na poribesh bndhu
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
মো: খায়রুল বাসার বলেছেন: যে কোন কট্টরপন্থী ভাল না । সেটা আহলে-হাদিছ হোক আর আহলে সুন্নত-উল-জামাত হোক ।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
শার্ক বলেছেন: allah mention ahle kitab in sura bakara what does that mean then. ahle hadith is not any majhab but u people marked it so that u can put all on the same line. also imdont think hanafi majhab follows their majhab. do u know whats written there. if any sahi hadith presented then u should give priority. so if u still do mot know then either u are blind or u dont read any book at all.
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
শার্ক বলেছেন: by the way poribesh bondhu is rajarbagi followe and thats another story.
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
হুমায়ুন তোরাব বলেছেন: ahle hadis kunu majhab na...
jara ble ahle hadis majhab tadr janar komti ase..
r tasara stw khatw bisoy nia maramarir kcu nai karn amdr musolmandr samne onk kothn kaj ase ja amadr kora uchit..