![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
এখন আর কেউ থাকে না’তো পথ চেয়ে
কি আর বলবো বলো, এমনি ভাবে দিনগুলো যাচ্ছে চলে !
অপেক্ষার দৃষ্টি নেই, একলা জানলায় কিংবা ঘড়ির কাঁটা যখন
চলে গেছে তার নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে।
মনে পড়ে, অস্থির হয়ে কেটে গেছে সারা দিন
যখনই ভুল করে, জ্বর ছুঁয়ে গেছে আমার শরীর
কবে ফুটবে হাসি সে চিন্তায় মুখটা থাকতো মলিন
আর কেউ না জানুক, এ ভালোবাসার শিকড় গভীর।
তুমি থেকেছ অভুক্ত হয়ে বসে, আমার পথ চেয়ে
কত বেলা হলো দেরী, সে হিসেব রাখিনি আমি
অনেক না বলা কথা লুকিয়ে রেখেছ নিজের মনে
তবুও মুখে ছড়িয়ে থাকে সতত তোমার, নির্মল হাসি।
সময়ের ঝড়ে হারিয়ে গেছে কত চেনা জানা মুখ
তুমি শুধু আগলে থাকতে, খুঁজে পেতে কিছু সুখ।
জানি আর কেউ ছিলা না আমার, তোমারই মতো
আজ শুধু নি:সঙ্গতা আর শূন্যতা ঘিরে আছে ক্ষত।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: হুম, অাপনাদের সাথে থাকার চেষ্টা। ধন্যবাদ।
২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
ধ্রুবক আলো বলেছেন: জানি আর কেউ ছিলা না আমার, তোমারই মতো
আজ শুধু নি:সঙ্গতা আর শূন্যতা ঘিরে আছে ক্ষত।
অসাধারণ +++++
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো অনেক।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩
করুণাধারা বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া কবিতা।
++++++++
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯
উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে সুমনদা।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৬| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
অনেকদিনের পরে যেন বৃষ্টির মতো কিছু কান্না নিয়ে এলেন ।
এ যেন অতি পুরাতন কথা সবচেয়ে । এমনি ঢংয়ে ------
" আমাকে খোঁজ নাকো তুমি বহুদিন - কতোদিন আমিও তোমাকে .."
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য সব সময় প্রেরণা দেয়। ভালো লেগেছে, জেনে খুশি হলাম।
ধন্যবাদ।
৭| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০২
ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর কবিতা পোস্ট করলেন, লেখাটা মন ছুঁয়ে গেছে।
আপনার উপস্থিতি অনুপ্রেরণা মূলক। শুভ কামনা রইলো ভাই।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: আবার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৮| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা মন ছুঁয়ে গেল , অনেক ভাল লিখেছেন । ভাল থাকুন ।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৯| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫
পুলহ বলেছেন: জী এস ভাইয়ের মন্তব্যের অংশবিশেষই কোট করলাম-
এ যেন অতি পুরাতন কথা সবচেয়ে । এমনি ঢংয়ে ------
" আমাকে খোঁজ নাকো তুমি বহুদিন - কতোদিন আমিও তোমাকে .."
চলে গেছে তার নিদিষ্ট... নিদিষ্ট-< নির্দিষ্ট
অস্থির হয়ে কেঁটে গেছে... কেঁটে -< কেটে
শুভকামনা জানবেন কবি।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯
সুমন কর বলেছেন: ঠিক করে দিয়েছি, ধন্যবাদ জানবেন।
১০| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন কবিতা লিখেছেন দাদা ।
যতবার পড়ি মিটেনা আশ,
জানিনা কিভাবে কত ভাবে করব তার প্রকাশ ।
এখন আর কেউ থাকে না’তো পথ চেয়ে
কি আর বলবো বলো, এমনি ভাবে দিনগুলো যাচ্ছে চলে !
অপেক্ষার দৃষ্টি নেই, একলা জানলায় কিংবা ঘড়ির কাঁটা যখন
চলে গেছে তার নিদিষ্ট সংখ্যা পেরিয়ে।
কবিতাটি বিশেষ করে উপরের স্তবকটি পাঠে তুমি কিংবা তোমার কাছে অনেক প্রশ্ন সাথে অনেক না বলা কথা , কবিতা কি জিনিষ কত রকম করেই যে তা ভাবায়। ইচ্ছে করে কবিতার তোমাকে বলতে নিঃস্বঙ্গ চোখেরজল কি করে লুকাই । ভালোবাসার মানুষটা যখন সাথে থাকে তখন খুব ভালোলাগে, তখন এটা ভাবিনা যে এই মুহূর্ত পরেই তুমিটা অতীত হয়ে যাবে, আর রয়ে যাবে স্মৃতির পাতায়, যতদিন 'তুমিটা' থাকবে সাথে এই স্মৃতি গুলো আমায় হাসাবে,আর যখন 'তুমিটা' থাকবেনা তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে !!
অনেক সময় বলতে ইচ্ছে করে তোমার কাছে আমার কোন প্রশ্ন নেই। আমি জানতে চাই না তুমি আমার স্বপ্ন কেন ভাঙ্গলে? জানতে চা্মইনা মানুষ কেন এত বদলায়। হয়ত পৃথিবীর কাছে আমি তেমন কিছু না।কিন্তু আমার আছে তুমি পৃথিবীর চেয়ে অনেক বড় । তোমার জন্য আমি আর কাঁদিনা।কাঁদলেও চোখের পানি ঝরেনা। চোখের পানি ঝরলে কষ্ট হয় না। আমায় দেখে এখন হয়ত তুমিও কাঁদবে বিস্ময়ে,গতির অভাবে সুখ থেমে যাবে না তোমার । তুমি হাত বাড়ালে সঙ্গির অভাব হবে না তোমার , আমায় হয়তো আর পাবে না খুঁজে । দিন যাচ্ছে আজ একা একা আমার, দেখ অশ্রু হয়ত একদিন তোমার সাথি হবে । দূরে আছি আজ কষ্ট নিয়ে , সুখে আছ তুমি, তোমার আকাশ সুনিল আর আমার পৃথিবীটা মুরুভুমি ।তোমার একফোঁটা হাসি , দুই মুঠো স্বপ্ন , কয়েক ফোঁটা অশ্রুর বিষাদ , এক মুহূর্তের ছন্নছাড়া আবেগ । মনে হয় বলি ভালবাসা কি জানো?? আমি জানি, আমার কাছে ভালবাসা হচ্ছ তুমি। আমি জানি, তুমি যখন হাসো তখনি আমার সুখ।
স্বর্নালী গুধলীতে পাখীদের নীড়ে ফেরা এখন আর আমি দেখি না মাঝ রাতে ঘুম হারা কবিতার বই পড়া এখন আর ভাল লাগেনা, এ জীবন ঝরা পাতার মত ডালে ডালে ফুল ফুটেনা, তুমি নেই বলে আঁধারে আর আলো আসে না ! কষ্টে ভরা জীবন আমার , দুঃখ ভরা মন , মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন আজব এক চিজ আমি দুঃখ পেলেও হাসি সারাক্ষন । তুমি তা জাননা !!!
হয়তো তুমি আমাকে ভুলে যাবে ভুলে যাবে সেই সোনালী দিন , দেখবে না সেই চিনচেনা আমাকে। হৃদয়ের দরজাতে আর কড়া নেড়ে বলবেনা আজো ভালোবাসি তোমাকে"! তবে বলব আমি ভালবাসি তোমাকে একটা তাজমহল হয়তো বানাতে পারব না, তবু গড়বো বাবুই পাখির মত ছোট্ট সুখের এক নীড়। শুধু একবার হাসো আমার পানে চেয়ে! আকাশের ঐ চাঁদটা হয়তো এনে দিতে পারব না, তবু চাঁদনী রাতে সেই হাসির সৌন্দর্য্যে মুগ্ধ হবে তুমি । শুধু একবার কাছে ডাকো আমায়! সাত-সমুদ্র তের- নদী পাড়ি দিয়ে ছুটে আসব তোমার হৃদয়ের আহবানে সাড়া দিতে।
যখন তোমায় নিয়ে ভাবতে বসি তখন আমার পৃথিবীটা সেখানেই থমকে যায়। চাইনা আমি কখনো তুমি কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও, তাইতো কোনো অভিযোগ করিনি তোমায় । সব সময় বলি সুখে থাকে, আর তোমার সুখই যে আমার সুখ । আমি আমায় নিয়ে স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখি তোমায় নিয়ে, আমি আমায় নিয়ে ভাবি না, ভাবি শুধু তোমায় নিয়ে ।ভালোবাসবো না, বাসবো না করেও ভালোবেসে ফেললাম তোমাকে , কথা দিলাম কোন একদিন আবার ফিরে, সহস্র ভালবাসা আর প্রেমের জোয়ারে তোমার জীবনকে কানায় কানায় ভরিয়ে দিততে আমার প্রতিক্ষায় চেয়ে থেকো তুমি।
দাদা ভাবেনতো আপনার কবিতার তুমি পাঠকের মনকে নিয়ে যায় কোন সুদুরে ভাবনার কত গভীরে , কবিতাটি খুবই ছোট কিন্তু ভাবনাগুলু কতই না স্মৃতিময়, এমন পাগল করা কবিতা লিখে যান অবিরত এ কামনাই করি । অনেক দিন পরে লিখলেন কবিতা, তাই মন্তব্যটা বড় সড়ই হলো, পুষিয়ে দিলাম সে্ই তোমাকে নিয়ে অনেক দিনের না বলা কথাগুলু বলে!!!
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: আপনার মন্তব্যটি একটি পূর্ণ পোস্টের মতো দারুণ। অনেক দিনের জমানো কথাগুলো পড়ে খুব ভাল লাগল। লেখাটি পড়ে আপনি যেভাবে ভেবেছেন, তাতে কবিতাটির ভাবার্থ হয়ে গেল। আমার আর কিছু বলার নেই।
অনেক ধন্যবাদ।
১১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
আলভী রহমান শোভন বলেছেন: বরাবরের মত সুন্দর গোছানো একটি কবিতা। ভালো লাগলো সুমনদা।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:২৭
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
১২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে দাদা ।
আজ শুধু নি:সঙ্গতা আর শূন্যতা ঘিরে আছে ক্ষত।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪
অপ্সরা বলেছেন:
এত কষ্টের কবিতা কেনো ভাইয়ামনি?
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪
সুমন কর বলেছেন: কই, না তো !!
১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন:
তুমি থেকেছ অভুক্ত হয়ে বসে, আমার পথ চেয়ে
কত বেলা হলো দেরী, সে হিসেব রাখিনি আমি
অনেক না বলা কথা লুকিয়ে রেখেছ নিজের মনে
তবুও মুখে ছড়িয়ে থাকে সতত তোমার, নির্মল হাসি।
বাহ,এ জায়গাটি দারুণ লেগেছে।
আমি কিন্তু কবিতা বুঝি না,তবু এ কয়েকটি লাইন হৃদয় ছুয়ে গেলো।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮
সুমন কর বলেছেন: আরে, ভালো লেগেছে এটাই বড় কথা।
পড়ার জন্য ধন্যবাদ।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো বিরহিত মনের ভাবে ভরা কবিতা। আমার অবশ্য বিরহের গান, কবিতা গুলোই বেশি ভালো লাগে।
অনেক ভালো লাগলো দাদা। একদম মনের কথাগুলোর সাথে মিলে যায়।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: ভালো লেগেছে, জেনে খুশি হলাম। ধন্যবাদ।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৭
মানবী বলেছেন: "সময়ের ঝড়ে হারিয়ে গেছে কত চেনা জানা মুখ
তুমি শুধু আগলে থাকতে, খুঁজে পেতে কিছু সুখ।"
- সেই "তুমি" ও এখন অতীত? দুঃখজনক!
কবিতার হাহাকার ছুঁয়ে গেছে, ধন্যবাদ সুমন কর।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: লেখা আপনাকে ছুঁয়ে গেছে, খুশি হলাম। ধন্যবাদ।
১৭| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সাথে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন আশাকরি। কবিতার কথা কি বলব অনেকেই অনেক সুন্দর করে বলে ফেলেছে।
একটি ভাল কবিতা পড়ে মনের ভেতরে যে অনুভুতি হয় তা আমার পক্ষে লিখে বলা খুব কঠিন।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
১৮| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪০
নতুন নকিব বলেছেন:
হৃদয়ে রক্তক্ষরন হওয়ার মত চমৎকার কয়েকটি লাইন পড়া হল, মনে হচ্ছে।
দাদা, শুভেচ্ছা নিরন্তর।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৯| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি অমন হয়েছিলো
সাথে নেই মে'টা;
যাই কও,ঠিকি বুঝি
দরো কেস এটা।
সুখেদুখে পাশে সদা
রেখেছে যে আগলে;
পাশে নেই না জানি সে
কি রাগাটা রাগলে??
আলবাৎ দোষ তোমা
মাল যে না দুষ্ট;
কাহাতক সইবে সে
শেষে হলো রুষ্ট।
খুঁয়ে শেষে বুঝ আজ
কি ছিলো কি হারালে;
নিজে কাঁদো,পোষ্ট দিয়ে
পাঠকেরে নাড়ালে।
ঢের হলো,ত্বরা চাও
অনুনয়ে ক্ষমা;
অভিমান যাবে গলে
আছে যত জমা।
যতই আসুক ঝর
হোক শিখা নিভু;
প্রকৃত যে ভালোবাসা
হারাবেনা কভু।
ঐ দেখো করছে কি
এ কেমন কিপটা!!
যাচ্ছে সে খালি হাতে
মাল ভেরি চিপ টা।
সবকিছুর আছে এক
সিস্টেম তরিকা;
যে রোগের যে অসুধ
অব্যর্থ বড়ি কা।
ফুল নিও,গিফট নিও
আরো নিও চকলেট;
মুভি দেখে ঘুরে খেও
পিজাটিজা কাটলেট।
কবিতার বই দিও
চামে দিও চুমা;
ফিরবে সে গ্যারান্টি
ভুলে সব ট্রমা।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: এমন সুন্দর লিখেছেন......দারুণ।
পোষ্ট দিয়ে
পাঠকেরে নাড়ালে......... তাই বুঝি !!
ধন্যবাদ।
২০| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪
শামছুল ইসলাম বলেছেন: বেদনাবিধূর কবিতা । মন ছুঁয়ে গেছে!!!
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২১| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪
নাইম রাজ বলেছেন: সুন্দর
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৯
সামিয়া বলেছেন: দুঃখ; কষ্ট; হতাশা; একাকীত্ব আর অপেক্ষার প্রকাশ! +
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৪| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২
এম এ কাশেম বলেছেন: দারুণ।
ভাল লেগেছে ভাই।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৫| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭
রাকিব হোসেন (রকি) বলেছেন: অসাধারণ
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৬| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুগ্ধতা না রেখে উপায় নেই ............ এত বিরহের মাঝেও যেন সুখ আছে!!
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।
২৭| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮
নীলপরি বলেছেন: [sb]জানি আর কেউ ছিলা না আমার, তোমারই মতো
আজ শুধু নি:সঙ্গতা আর শূন্যতা ঘিরে আছে ক্ষত।
[/sb
মর্মস্পর্শী শব্দমালা । অসাধারণ লাগলো । ++++
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৮| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪
বিজন রয় বলেছেন: সুন্দর।
ডঃ এম এ আলীকে ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:২০
সুমন কর বলেছেন: হুম, ভালো থাকুন।
অ.ট.: এবার কিন্তু শিরোনামে কবিতা লিখিনি।
২৯| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪
বর্ষন হোমস বলেছেন: ভালবাসার ভাঙার পরই এমন কবিতা আসে
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:২১
সুমন কর বলেছেন: হাহা..............তাই বুঝি !
ভালো থাকুন। ধন্যবাদ।
৩০| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: এখন আর কেউ থাকে না’তো পথ চেয়ে ।
খুবই কষ্টের ।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: কবি, অনেক দিন পর !! আপনাকে দেখে ভালো লাগল।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩১| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, অাপনার কবিতা পড়ার অপেক্ষাই থাকি।
কিন্তু, কালে ভদ্রে অাপনার কবিতার দেখা মেলে।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০২
সুমন কর বলেছেন: কি যে বলেন....!! এইতো আছি, আপনাদের সাথে।
শুভেচ্ছা।
৩২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: সুমনদা, আমি কবিতা বোদ্ধা নই।। বুঝিও না।। তারপরও ফিরে যওয়া, বছর চল্লিশেক পেছনে।।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১:০৮
সুমন কর বলেছেন: আমিও তেমন লিখি না। তবুও পড়েছেন, এতেই খুশি।
ভালো থাকবেন। ধন্যবাদ।
৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেই চেনা অনুভূতি! আহা... কেন এত পেছনে চাওয়া! কোন কিছুই কি এক জায়গায় থাকে!...
কবিতায় একরাশ ভালো লাগা
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩
বিজন রয় বলেছেন: সময়ের ঝড়ে হারিয়ে গেছে কত চেনা জানা মুখ
আমিও সেদিন সময় আর জীবন নিয়ে কবিতা পোস্ট দিয়েছি, যেটা আপনি পড়েছেন।
শিরোণামের ব্যাপারটি আমি খেয়াল করেছিলাম কালকেই।
ধন্যবাদ আমার অনুরোধে সাড়া দেওয়ার জন্য।
আর কি খবর সুমনদা।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:১০
সুমন কর বলেছেন: এইতো সময়গুলো চলে যাচ্ছে......!!
ভালো থাকুন। ধন্যবাদ।
৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
জেন রসি বলেছেন: নেই আর হারিয়ে গেছে-এ বোধ থেকে কবিদের আর মুক্তি নেই!
ভালো হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:১১
সুমন কর বলেছেন: হয়ত !! পড়ার জন্য ধন্যবাদ।
৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম ।
দারুন।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
৩৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৮
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
কলমের কালি শেষ বলেছেন: এ তো সহজ সরল ভাষার চমতকারিত্ব ! চমৎকার ।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
ভালো থাকুন।
৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: রকমারিতে 'বরযাত্রা' লিখে সার্চ দিলে গৌরীসেনের দেখা মিলতে পারে।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: হুম, দেখে আসলাম। আপনার বই। ধন্যবাদ।
৪০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
প্লাস!
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: পড়া, মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
৪১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ সুমনদা!
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৪২| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যতবার পড়ি ভালোই লাগে পড়তে। আজো পড়ে গেলাম দুইবার।
শুভকামনা প্রিয় কবি ভাইয়ের জন্য
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
৪৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১১
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর বিরহের কবিতা
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৪৪| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++
১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ।
৪৫| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩
অরুনি মায়া অনু বলেছেন: সময়ই জবাব দিয়ে যায় সবকিছুর। তাঈ সময়ের হাতেই কখনো কখনো জীবনকে ছেড়ে দিতে হয়।
১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৪৬| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা কি মাকে নিয়ে লেখা?
কবিতায় ভাল লাগা। + +
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: হ্যাঁ। অনেক ধন্যবাদ। আপনি ধরতে পারলেন।
৪৭| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
পার্থ তালুকদার বলেছেন: ভালো লিখেছেন দাদা ।
১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৮| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: খায়রুল আহসান স্যারের মন্তব্যটি পড়ার পর আরেকটিু ক্লিয়ার হলো কনসেপ্টটা ।
মায়েদের নিয়ে যতই লেখা হয় ততই যেন কম হয়ে যায় ।
অশেষ কল্যান কামনা ।
১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১০
সুমন কর বলেছেন: মায়েদের নিয়ে যতই লেখা হয় ততই যেন কম হয়ে যায়। -- হুম।
অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
৪৯| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯
ডঃ এম এ আলী বলেছেন: মায়ের মৃত্যু বার্ষিকি ছিল কাল ,
কবিতাটি তাই দেখতে আএসেছিলাম আর এক বার
রেখে গেলাম মুগ্ধতা আপনার কবিতায়
মনে পড়ে, অস্থির হয়ে কেটে গেছে সারা দিন
যখনই ভুল করে, জ্বর ছুঁয়ে গেছে আমার শরীর
কবে ফুটবে হাসি সে চিন্তায় মুখটা থাকতো মলিন
আর কেউ না জানুক, এ ভালোবাসার শিকড় গভীর
শুভেচ্ছা রইল
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩
সুমন কর বলেছেন: আপনার মা'য়ের আত্মার শান্তি কামনা করি। আমিও মা'কে হারিয়ে ফেলেছি!
আবার আসার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৫০| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আপনার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০২
ডঃ এম এ আলী বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২
সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতিও রইলো, বাংলা নববর্ষের শুভেচ্ছা।
ভালো থাকুন, সারা বছর।
৫২| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একবিতা তুলনা বিহীন
১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: হাহাহা...........অনেক ধন্যবাদ।
বাংলা নববর্ষের শুভেচ্ছা.....
৫৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এবঙ্গ গৌরব কবি অনন্য সম্পদ
ওবঙ্গে সমান দীপ্ত কি স্নিগ্ধ অপার!
কাব্যতে সুমন করে বলব কি আর
কবিতা ‘তুমি’তে সেটা প্রকট যে পাই।
প্রেয়সি বিহীন ক্ষতে কেমন বিপদ
কেমন সে তারে বিনা জীবন অসার
জীবনে কতটা কার দখল প্রিয়ার
‘তুমি’তে তা’করে পাঠ আকুল সবাই।
ছন্দের অমৃত ভরা কাব্যের এ ছবি
হবেনা পাঠক মন কখনো বিস্মৃত
কবিতা ছুঁয়েছে মন যেমন হে কবি
সাহিত্য ভাস্কর দীপ্তি আকাশ বিস্তৃত।
ছন্দের এধারা যেন কভু না শুকায়
একবি এমন থাক এবঙ্গ তা’চায়।
১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সুমন কর বলেছেন: লজ্জিত হলাম.......!!! আমি আপনাদের সাথেই থাকতে পছন্দ করি।
অনেক সুন্দর লিখেছেন এবং মন্তব্যে প্লাস।
৫৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল ভাই
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ।
৫৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৫
অরুনি মায়া অনু বলেছেন: অতীত বড্ড বেহায়া। সময় নেই অসময় নেই যখন তখন কাঁদিয়ে যায়।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ।
৫৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি সুমন করকে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম কিন্তু এখনো কবির মন্তব্যটাই পেলাম না। এ দুঃখের কথা কাকে যে বলি! থাক কি আর করব তাই এখন নিজে নিজে কথা বলি!
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯
সুমন কর বলেছেন: ছিঃ ছিঃ ......দুঃখিত। আসলে আমি একদম দেখিনি। নাকি, কবিতাটি প্রথম পাতায় আসেনি?
এখনই আপনার পোস্টে গিয়ে দেখলাম এবং ৫৩ নং মন্তব্যের কবিতাটি, আপনি আলাদা করে পোস্ট দিয়েছেন।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আমাকে নিয়ে, আপনিই প্রথম কবিতা লিখলেন।
৫৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার পোষ্ট কখনো প্রথম পাতায় আসেনা। আপনাদের ভালবাসা কখনো কখনো আমার পোষ্ট আলোচিত পাতায় তোলে।
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: তাই তো বলি !! আমার তো মিস হবার কথা না। যাক হোক, আগে না দেখার জন্য আবারও দুঃখ প্রকাশ করছি।
এই যে আপনাদের সাথে আছি, এতেই আমি আনন্দিত।
৫৮| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ হৃদয় ছোঁয়া লেখা! খুব ভালো লাগলো!
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫৯| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
ওমেরা বলেছেন: কবিতা পড়ে খুব আম্মুর কথা মনে পড়ল । আপনাকে ধন্যবাদ ।
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬০| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: সময়ের ঝড়ে হারিয়ে গেছে কত চেনা জানা মুখ
তুমি শুধু আগলে থাকতে, খুঁজে পেতে কিছু সুখ।
হারিয়ে যাওয়া দিনগুলো চোখের সামনে ভেসে উঠলো।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
ভালো থাকুন।
৬১| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৬
ফারহানা শারমিন বলেছেন: আমারও একটা তুমি ছিল।কবিতাটা মন ছুঁয়ে গেছে।+++
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২
সুমন কর বলেছেন: হুম !
আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬২| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অবিশ্লেষিত ভাব।
নারীকে নিয়ে লিখেছ, কে তা আমি আন্দাজ করতে পারিনি।
০১ লা মে, ২০১৭ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৬ নং মন্তব্যটি দেখে নিতে পারেন।
৬৩| ০১ লা মে, ২০১৭ রাত ১১:৩১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এমন আমারও মনে হয়েছিল।
কৃতজ্ঞতা।
০১ লা মে, ২০১৭ রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৬৪| ০২ রা মে, ২০১৭ রাত ১০:০৫
আনিসা নাসরীন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
০২ রা মে, ২০১৭ রাত ১০:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৫| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:৩৯
মিঃ আতিক বলেছেন: আমার মা বাবা দুজনেই আছেন। সামর্থ্যের সবটুকু দিয়ে আমি তাদের যত্ন করার চেষ্টা করছি।
০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: আপনি পোস্টে আগে এসে ঘুরে গিয়েছিলেন, আজ মন্তব্য করলেন। ধন্যবাদ।
৬৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:০৫
মিঃ আতিক বলেছেন: নতুন কোন পোস্ট আছে কিনা দেখতে এসেছিলাম। কবিতাটি ভালো লেগেছিল।আজ আবারো পড়েছি, ভালো লেগেছে।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:১১
সুমন কর বলেছেন: না মানে, আপনি আগেই কবিতায় প্লাস দিয়েছিলেন। কিন্তু মন্তব্য করেন নি। তাই একথা বললাম।
ভালো থাকুন।
৬৭| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৫৫
শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম, খুব সুন্দর লিখেছেন।
শুভকামনা আপনার জন্য।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৮| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৩
নাগরিক কবি বলেছেন: সুন্দর + ঘুরতে এসে পড়ে গেলাম
১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৬
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৬৯| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৪৪
জাহিদ হাসান বলেছেন: এইভাবে দিন কাটে ধারাবাহিক
১৭ ই মে, ২০১৭ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
৭০| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই মায়ের মত আপন কেহ নাই।
১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৭১| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!
১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১
সুমন কর বলেছেন: অবশ্যই।
৭২| ২৬ শে মে, ২০১৭ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: মাকে নিয়ে লেখা কবিতা ভালো লাগল। ধন্যবাদ
২৭ শে মে, ২০১৭ রাত ৮:২১
সুমন কর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭৩| ২৮ শে মে, ২০১৭ রাত ১২:০৯
অর্ক বলেছেন: চমৎকার একটি কবিতা! একবিতা আসলে আমাদের সবার। মা'র মতো কেউ নয়, কোনদিন হবেও না। হৃদয় ছুঁয়ে গেল!
২৮ শে মে, ২০১৭ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৭৪| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪২
প্রথমকথা বলেছেন: অসামান্য সুন্দর লেখা , খুব ভাল লেগেছে প্রিয় দাদা।
০১ লা জুন, ২০১৭ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭৫| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর কবিতা! পজেটিভিটি!
০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭৬| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
দাদা, নতুন কবিতা কবে পড়ার সুযোগ করে দিচ্ছেন !!! আপনার লেখা কবিতা পড়তে চাই !!
০১ লা জুন, ২০১৭ রাত ১০:৩৫
সুমন কর বলেছেন: হুম, ধন্যবাদ। কিছু তো মাথায় আসে না !! দেখি কবে দিতে পারি !! তাছাড়া অফিসেও একটু ব্যস্ত আছি।
৭৭| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, সময় করে অবশ্যই !! ধন্যবাদ ।
০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৭৮| ০২ রা জুন, ২০১৭ সকাল ১০:২৫
স্বতু সাঁই বলেছেন: কবে গুঁজেছিলাম একটি লাল গোলাপ তোমার খোঁপায়,
হঠাৎ সমীরণে ভেসে গিয়েছিলো তার সুবাস কোথায়..
আজও সেই চেয়ে থাকা..
পথে চলেছি আঁকা বাঁকা..
পাবো বলে আছি তারই অপেক্ষায়..!!
০২ রা জুন, ২০১৭ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: সুন্দর কিছু লাইন। ভালো লাগল।
আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৭৯| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: ১লা মে চলে গেল। ১লা জুন চলে গেল। আপনার পোস্ট নাই!!!
০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৪০
সুমন কর বলেছেন: তাই তো !! হাহাহাহা.....
এখন আর তেমন কিছু লিখা হয় না। সামুতে থাকা এবং আসাটা একটা নেশা। আপনাদের লেখা পড়তেই বেশি ভালো লাগে।
৮০| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:০১
নূরএমডিচৌধূরী বলেছেন: তুমি থেকেছ অভুক্ত হয়ে বসে, আমার পথ চেয়ে
কত বেলা হলো দেরী, সে হিসেব রাখিনি আমি
অনেক না বলা কথা লুকিয়ে রেখেছ নিজের মনে
তবুও মুখে ছড়িয়ে থাকে সতত তোমার, নির্মল হাসি।
============
বাঙ্গালী নারী প্রেমের সুরের সারথি, ভালবাসার নদী
আপনার লিখনীর মাঝে তা যথার্থই প্রকাশ পেয়েছে
++++
০৩ রা জুন, ২০১৭ রাত ৮:১২
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৮১| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:২৯
বে-খেয়াল বলেছেন: মনে পড়ে, অস্থির হয়ে কেটে গেছে সারা দিন
যখনই ভুল করে, জ্বর ছুঁয়ে গেছে আমার শরীর
কবে ফুটবে হাসি সে চিন্তায় মুখটা থাকতো মলি
দারুন কবিতা পাঠে মনটা ভরে গেল ।
০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৮২| ০৫ ই জুন, ২০১৭ রাত ১:৪৪
কল্লোল পথিক বলেছেন:
দারুণ হয়েছে।
০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
৮৩| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
সিগনেচার নসিব বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়ে গেলাম++++
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৮৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৯
শায়মা বলেছেন: ভাইয়া আর কি লিখছোনা কবিতা!
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫
সুমন কর বলেছেন: আরে, আমি তো পাঠক ! আমি কি আর তোমাদের মতো লিখতে পারি !! তাই আপাতত অফ। ---------হাহাহাহা
দেখি, কবে দিতে পারি ! আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
৮৫| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৬
পার্থিব লালসা বলেছেন: সময়ের ঝড়ে হারিয়ে গেছে কত চেনা জানা মুখ
তুমি শুধু আগলে থাকতে, খুঁজে পেতে কিছু সুখ।
জানি আর কেউ ছিলা না আমার, তোমারই মতো
আজ শুধু নি:সঙ্গতা আর শূন্যতা ঘিরে আছে ক্ষত।
পড়ে ধন্য হলেম++++
০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৮৬| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: তুমি থেকেছ অভুক্ত হয়ে বসে, আমার পথ চেয়ে
কত বেলা হলো দেরী, সে হিসেব রাখিনি আমি
অনেক না বলা কথা লুকিয়ে রেখেছ নিজের মনে
তবুও মুখে ছড়িয়ে থাকে সতত তোমার, নির্মল হাসি।
মা’কে নিয়ে খুব সুন্দর কবিতা। দুঃখের বিষয় মায়ের জীবদ্দশায় আমাদের অনেকেরেই এই উপলব্ধি হয়না। তাইলে হয়েতো মা’কে আরো একটু ভালো রাখার চেষ্ট করা যেত। আপনার মায়ের জন্য শুভকামনা।
সত্যিই বড় দুঃখিত এবং লজ্জিত ভাইয়া, এমন ভালোকবিতার নিকটে এত দেরীতে আসার জন্য।
শুভ কামনা আপনার জন্যও। ভালো থাকুন নিরন্তর।
০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৮৭| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬
দ্য ইলিউশনিস্ট বলেছেন: খুব সুন্দর।
০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
ভালো থাকুন।
৮৮| ০৯ ই জুন, ২০১৭ রাত ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন সুমন ভাই ?
নতুন কবিতা কি আমরা পাবো না!! অনে-ক দিন প্রিয় কবি'র কবিতা পাই না!!
০৯ ই জুন, ২০১৭ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: আমার কিন্তু পড়তেই ভালো লাগে। এইতো আছি, আপনাদের সাথে। সাথে থাকার জন্য ধন্যবাদ।
৮৯| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৪
প্রথমকথা বলেছেন: ভাল লাগল দাদা। খুব সুন্দর কবিতা।
১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৯০| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭
খেয়ালি দুপুর বলেছেন: মাকে নিয়ে কবিতা লেখবার একটা স্মৃতি আছে আমার। তখন ক্লাস এইটে পড়ি। মা দিবসে কবিতা প্রতিযোগিতায় কবিতা দেবো বলে লিখতে গিয়ে ঘোরের মধ্যে প্রায় ১০টার মতো লিখে ফেলেছিলাম আমি। সবগুলোই এতো প্রিয় হয়ে গেলো যে শেষমেষ জমা দেবার জন্য ১টা আর পারিনি দিতে, নিজের কাছেই রেখেছি, যত্নে।
কবিতা বরাবরের মতই সুন্দর। ভাল লেগেছে অনেক। শুভকামনা।
১২ ই জুন, ২০১৭ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: আসলেই, নিজের সন্তানদের মধ্যে প্রিয় কে, সেটা যেমন বলা যায় না, তেমনি মা'কে নিয়ে কিছু লেখার অনুভূতির বিচার করা যায় না !! তাই আপনি একটিও বেছে নিতে পারেন নি। সবগুলোই অসাধারণ।
অনেক দিন পর, ব্লগে দেখে ভালো লাগল। আশা করি, ভালো আছেন। ধন্যবাদ।
৯১| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা কি কারণে তেমন পড়া হয়নি; কবিতাটা পড়ন্ত বিকেলের উজ্বল স্মৃতি
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: সেটা তো আপনি বলতে পারবেন !! ব্যাপার না।
ভালো থাকুন। ধন্যবাদ।
৯২| ২০ শে জুন, ২০১৭ রাত ৩:২৬
রাজসোহান বলেছেন: আর লিখছেন না কেন?
২০ শে জুন, ২০১৭ সকাল ৯:২৩
সুমন কর বলেছেন: হচ্ছে না !! ধন্যবাদ।
৯৩| ২০ শে জুন, ২০১৭ ভোর ৪:১৭
কানিজ রিনা বলেছেন: মন্তব্য দেখে স্পষ্ট হোল কবিতা সর্ব জনিন
হয়েছে। আপনার কবিতায় অতীত ফিরে
দেখার জাগরন। অনেক ধন্যবাদ।
২০ শে জুন, ২০১৭ সকাল ৯:২৪
সুমন কর বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। শুভ সকাল।
৯৪| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:২৬
সামিয়া বলেছেন: অনেক ভালোলাগলো প্রিয় কবি।।
আর আমি হয়তো আপনাকে মনে কষ্ট দিয়েছি, সেই জন্য আন্তরিক দুঃখিত, মনে কষ্ট নেবেন না প্লিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।।
২০ শে জুন, ২০১৭ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৯৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
যতো অস্থির হয়েই কেটে যাক সারা দিন তবুও ঈদের আনন্দ যেন ঘিরে থাকে চৌদিক.........
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: জী এস ভাই, আপনি এসে শুভেচ্ছা জানিয়ে গেলেন, খুব ভালো লাগল।
আপনার ঈদও অানন্দময় হয়ে উঠুক--এ কামনা রইলো। ঈদের অগ্রীম শুভেচ্ছা....
৯৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৪২
বিজন রয় বলেছেন: আর কত অপেক্ষায় রাখবেন??
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯
সুমন কর বলেছেন: মনটা ভালো নেই.....দেখি !!
৯৭| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ঈদ মোবারক!
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।
২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন:
ঈদের শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।
৯৮| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
জীবন হোক আনন্দময় ।
২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন:
ঈদের শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।
৯৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
ঈদ আনন্দে মেতে উঠুক মন। প্রিয় কবির জন্য ঈদের শুভেচ্ছা রইল।
২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১০
সুমন কর বলেছেন:
ঈদের শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।
১০০| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৩
ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক ভাই, ঈদের অনেক শুভেচ্ছা রইলো।
২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন:
ঈদের শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।
১০১| ২৮ শে জুন, ২০১৭ ভোর ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
এক সময়ের বিশাল অনুূভুতির এক অন্যরূপ
২৮ শে জুন, ২০১৭ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১০২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪০
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: আমি সুস্থ ব্লগিং করতেই পছন্দ করি। তাই অনুগ্রহ করে আমার সাথে এসব না করার অনুরোধ করলাম। ধন্যবাদ।
১০৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২২
প্রথমকথা বলেছেন: তুমি থেকেছ অভুক্ত হয়ে বসে, আমার পথ চেয়ে
কত বেলা হলো দেরী, সে হিসেব রাখিনি আমি
অনেক না বলা কথা লুকিয়ে রেখেছ নিজের মনে
তবুও মুখে ছড়িয়ে থাকে সতত তোমার, নির্মল হাসি।
ভীষণ ভাল লেগেছে।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
১০৪| ৩০ শে জুন, ২০১৭ ভোর ৫:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: নতুন পোষ্ট এসেছে কিনা দেখতে এলাম। অপেক্ষা আরও দীর্ঘায়ত হল।
৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৩
সুমন কর বলেছেন: হুম, আমি কিন্তু পাঠক। মাঝে মাঝে কিছু লিখি, আপনারা উৎসাহ দেন খুব ভালো লাগে।
ধন্যবাদ।
১০৫| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৪
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন সুমন ভাইয়া।এতদিন পড়া হয়নি বলে আফসোস হচ্ছে !
শুভকামনা রইল।
ভালো থাকবেন।
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১০৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯
মৌমুমু বলেছেন: আপনার এই কবিতাটা আজ আবারো পড়লাম। সত্যি দারুন লিখেছেন ভাইয়া।
কবিতায় ভালো লাগা রইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১০৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২
রায়হানুল এফ রাজ বলেছেন: বোঝা যাচ্ছে বেশ গভীর ক্ষত। এখন বাস্তব না হলেই হল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
সুমন কর বলেছেন: হাহাহা......পড়ার জন্য ধন্যবাদ।
১০৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
শুভ্র_সরকার বলেছেন: দারুণ লাগল, দাদা।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১০৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দুঃখটা ছুঁয়ে গেল ।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকুন। ধন্যবাদ।
১১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১:৩২
রাকু হাসান বলেছেন: হ্যা সময়ের ঝড়ে অনেক চেনামুখ হারিয়ে যায় । আমরাও হারিয়ে যায় মহাকালের তলে । কবিতাটি পড়ে খারাপ লাগার মাঝে একটা ভাল লাগা কাজ করছে ।
১১ ই জুন, ২০১৮ রাত ১:৪৫
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভ রাত্রি।
১১১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
ল বলেছেন: অপেক্ষার দৃষ্টি নেই --
সময়ের ঝড়ে হারিয়ে যায় কত ---
অসাধারণ কথামালা।
০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
জুন বলেছেন: অত্যন্ত বিরহের করুন বেহাগে গাওয়া কবিতাটি মনকে ছুয়ে গেল সুমন কর ।
অনেক অনেকদিন পর লিখলেন ।
ভালোলাগা রইলো ।
+