![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তেমন কেউ নই। শুধু বুকের মাঝে আমার বাংলাদেশকে ধারন করি।
ছোটবেলায় পড়েছিলাম সবুরে মেওয়া ফলে। ব্যক্তিগত জীবনে এটা আমি যদিও খুব একটা ফলো করতে পারিনা। কিন্তু কমন্সেন্স জাতীয় বিষয় সবুর করা বা এই টাইপের কিছু আমি খুব ফলো করি। কিন্তু জাতি হিসেবে আমরা আসলে দিন দিন খুব অধৈর্য হয়ে পড়ছি। না আজকে ব্ল্যাকআউট হওয়ার পর মানুষের অধৈর্য হওয়ার কথা বলছিনা। ভিন্ন ঘটনা।
আজকে দুপুর বেলা কেউ একজন ভুল করে আমার মোবাইল এ ২০০ টাকা ফ্লেক্সি করে দেয়। দেয়ার সাথে সাথে ফোন করে এবং টাকা ব্যাক চাই। তার টাকা ভুল করে দিয়েছে তার ব্যাক চাওয়ার হক আছে। কিন্তু ফ্লেক্সির দোকান থেকে দূরে থাকায় আর ব্যাস্ততার কারনে আমি উনাকে বিনয়ের সাথে বললাম যে ভাই চিন্তা কইরেন না আমি আপনার টাকা ফেরত দেব। তবে লাঞ্চ টাইমে। কারন আমি লাঞ্চ টাইমেই ফ্লেক্সির দোকানের কাছে যেতে পারব। এবং এ ও বললাম আমাকে বার বার ফোন করে মনে করিয়েও দিতে হবে না। কর্জ টাইপের ব্যাপারগুলা আমার মনে থাকে। উনি ঠিক আছে বলে রেখে দিলেও ৫ মিনিট অন্তর অন্তর ফোন দিতে থাকেন। শেষ দু'বার ফোন দিয়ে উনি আমার মা তুলে গালাগাল দিলেন। অগত্তা হাতের কাজ ফেলে ফ্লেক্সির দোকানে গিয়ে ফ্লেক্সি দিয়ে ফোন দিলাম।
:টাকা পাইসেন?
:পাইসি।
:খুশি হয়সেন?
:হয়সি।
:শেষ দু'বার ফোন করে আপনার কাছে থাকা কিছু বিশেষ জিনিস আপনি আমার মাকে দিতে চেয়েছেন। আমার মা অত্যন্ত বিনয়ের সাথে তা নিবে না বলে আপনার জিনিস আপনার কাছে রেখে দিতে বলেছে। আর যেহেতু আপনার একান্ত ব্যক্তিগত জিনিস তাই ইচ্ছে হলে আপন কাউকে দিয়ে দিয়েন। (ফোন টা কেটে গেল)
যখন সবকিছু আপনার হাতের বাইরে তখন বিশ্বাস এর উপর আস্তা রাখুন। কথায় আছে " বিশ্বাসে মিলায় বস্তু"
©somewhere in net ltd.