![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তেমন কেউ নই। শুধু বুকের মাঝে আমার বাংলাদেশকে ধারন করি।
ব্লু বাস্কেট্ ফর বটলস, প্লাস্টিক অ্যান্ড রিলেটেড থিংগস
গ্রিন বাস্কেট ফর গ্রিন ওয়াসটেজ
উপরের টার্ম দুটি আমাদের দেশে খুবই অপ্রচলিত। বলতে গেলে নাই-ই। পৃথিবীর বিভিন্ন দেশে রাস্তা ঘাটে কিছুদূর অন্তর অন্তর কিছু বাস্কেট দেখা যায়। যেখানে ওভাবে লেখা থাকে এবং লোকজন সে হিসেবে তাদের ময়লা আবর্জনা ফেলে থাকে।
খুব ছোটবেলা থেকে না হলেও অনেকদিন ধরেই একটা অভ্যাস চালু করেছি আমি। রাস্তা ঘাটে কিছু না ফেলা। এই যেমন চকলেট খেয়ে এর খোসা টা পকেটে নিয়ে নেয়া। ছেউইঙ্গাম খেয়ে তা সঠিক জায়গায় ফেলা, আইসক্রিম খেয়ে এর কাটি বা পেয়ালা টা ওয়াসট জারে ফেলা ইত্যাদি। এই অভ্যাসের কারনে বন্ধুদের কাছে হাসির পাত্র হয়েছি। এমনকি ঘরের কাজের মানুষের কাছে পর্যন্ত বকা খেয়েছি এই বলে যে ভাইয়া ছাতা মাথা সব পকেটে করে নিয়ে আসে। আর আমার নিয়ে আসার ফলে ওই ময়লা গুলো ঠিকই নির্দিষ্ট জায়গায় ফেলা হয়।
আগামী কাল পহেলা বৈশাখ। দিনের প্রথম প্রহরেই আমরা হয়তো অনেকেই অনেক জায়গায় যাব। গান শুনব, হাঁটব, বন্ধুদের নিয়ে ঘুরব, মজা করব। আর প্রচুর পরিমানে ময়লা উৎপন্ন করব। অথচ "বৎসরের আবর্জনা দূর হয়ে যাক" গাইতে গাইতে আমরা খেয়াল ই করব না আমাদের দ্বারা উৎপাদনকৃত এই ময়লা আমরা কোথায় ফেলছি!!! আমরা গাইব আর মাঠে ঘাটে রাস্তায় ফুটপাতে আবর্জনার স্তূপ করে দিব। হুয়াট এ সারকাজম!!!!
গিভ এ থট। একবার কল্পনা করুন কালকের পহেলা বৈশাখের পরের দিন রাস্তা ঘাটের কি অবস্তাটা হবে??
ব্লু বাস্কেট বা গ্রিন বাস্কেট হয়তো পাওয়া যাবে না কিন্তু এটলিস্ট বৎসরের আবর্জনা না হোক কালকের আবর্জনাটা আমরা সঠিক জায়গায় ফেলি যেটা হয়তো একদিন আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিনত হবে আর আমরা সত্যিকার অর্থেই গাইব--
"বৎসরের আবর্জনা দূর হয়ে যাক"
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর হোক আবর্জনা মুক্ত
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫
এস কাজী বলেছেন: সবাই নিজ নিজ জায়গা থেকে শুরু করলে বারিধারা বাড্ডা কেন পুরো দেশ পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
শায়মা বলেছেন: হায় হায় বারিধারায় কোথায় বর্জ্যের আস্তাকুড় !!
কই কোথাও দেখি নাতো!!!!!
কি সুন্দর সব ছিমছাম সাজানো ফুলবাগান!!!!!!!!
কোথাকার বর্জ্যের কথা বললে ভাইয়া তোমরা??
০৩ রা মে, ২০১৫ রাত ১:০১
এস কাজী বলেছেন: যে দুএকবার বারিধারায় যাওয়া হয়েছে তাতে আমিও দেখিনি তেমন আবর্জনা। জানিনা ভাইয়া কই দেখলেন
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১
জুন বলেছেন: হু সারা বছরের বর্জ্য দূর হোক । বারিধারা আর বাড্ডায় বিশাল দুই বর্জ্যের আস্তাকুড়ের পাশ দিয়ে চলাচল করাই মুশকিল ।