| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস কাজী
আমি তেমন কেউ নই। শুধু বুকের মাঝে আমার বাংলাদেশকে ধারন করি।
কোন এক সঙ্গীত শিল্পী তার গানের কথায় বলে গেছেন “এই দুনিয়া, এই দুনিয়া পিতলের”। এটা আমাদের অভ্যেস যে আমরা সবকিছুতেই সোনা রুপা পিতল এসব খুঁজি। আর কখনো কখনো যুগ খুঁজতে গিয়েও আমরা সোনা যুগ আই মিন স্বর্ণ যুগ রুপা যুগ এসব খুঁজি। তেমনি এক টান টান পরিস্থিতিতে যখন ব্লগিং শুরু করি কবি অলরেডি গাহিয়ে ফেলিলেন “ব্লগের সেই সোনা যুগ কি আর আছে পাগলা?!”। তার মানে? তার মানে হল ব্লগের স্বর্ণ যুগ নাকি শেষ হয়ে গিয়েছে। এখন রিসিশনে।
বোমিং যুগের পাঠক হলাম রিসিশন যুগের লেখক। সামু ব্লগ ফলো করি আজ প্রায় ৫ বছর। কিন্তু কখনো ভাবিনি এখানে লিখব। কোন এক লেখায় কমেন্ট করার প্রয়োজনীয়তা অনুভব করায় এখানে রেজিস্টার করা। কিন্তু এরপর কবি বললেন “ঘোমটা যখন তুলেই ফেলেছিস নাচতে আর লজ্জা কিসের”। এবং এরপর লেখা শুরু। বাট বাট এটা সত্য আমি কোন ব্লগার নই। না, ব্লগার ব্যাপারটা নিয়ে কিছু মানুষের ভুল ধারনা আছে বলেই নিজেকে ব্লগার বলতে ভয় পাচ্ছি না।আর যাদের ভুল ধারনা আছে আমি জানি তারা কেউ ব্লগে আসেনা বা ব্লগ ব্যাপারটা কি জানেনা। আমার কাছে ব্লগার ব্যাপারটায় বিশাল। আমার কাছে ব্লগার হল যারা সত্যিকার অর্থে লেখক, যাদের লেখায় থাকবে সমাজ উন্নয়নের ছাপ, যারা একটি দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে তাদের লেখায়, যাদের লেখনির কারনে জনসচেতনতা বাড়বে, যাদের লেখায় অনেকের ধ্যান ধারনার পরিবর্তন হবে, লেখা হবে উচ্চমার্গ সম্পন্ন ইত্যাদি ইত্যাদি। সো সে অর্থে আমি মোটেও ব্লগার নয়। হ্যাঁ এই পর্যন্ত সামু ব্লগে এরকমই একটি পোস্ট না করতে পারাটাই হচ্ছে আমার না পাওয়া। সামু ব্লগে এই পর্যন্ত এটাই আমার না পাওয়ার হিসেবে থাকবে। তবে অবশ্যই অবশ্যই আমার চেষ্টা থাকবে এরকম কিছু লেখার।
আর পাওয়ার পাল্লাটা আমার বিশাল। অন্যদের মত সোশ্যাল মিডিয়াতে আমার আঁতুড় ঘর ফেইসবুক। ফেইসবুক কে যদি আমি প্রাইমারী স্কুল মনে করি তাহলে ব্লগ হল গ্রাড স্কুল। তাই নিঃসন্দেহে আজ আমার গ্রাজুয়েশনের এক বছর পূর্তি। ফেসবুক প্রাইমারী স্কুল হওয়ার কারন আপনি কাবঝাপ লেখে পাড় পেয়ে যাবেন। কিন্তু ব্লগ? নো ওয়ে ম্যান!!! লাইনে থাকুন, নাহয় বেইজ্জতি করে লাইনে নিয়া আসা হবে!!! তো ইজ্জতের সাওয়াল যেখানে সেখানে তো আর কাবঝাপ লেখা যায়না। হ্যাঁ সামুতে এই আমার সবচেয়ে বড় পাওয়া যে আমাকে লাইনে থাকতে বাধ্য করেছে।
সামুর কাছে আরেকটি বড় পাওয়া হল “কমেন্ট ওয়িথ ফুল ম্যানার”। আপনি যখন আপনার লেখায় একটি সুন্দর কমেন্ট পাবেন দ্যাট ওয়িল এঙ্কারেজ ইয়ু টু রাইট ব্যাটার। এমন কিছু কমেন্ট আমি পেয়েছি যেগুলো মনে করে দুএকদিন ভাতও না খেয়ে থাকতে পেরেছি। ইয়ে মানে কমেন্টগুলা পেটে রয়ে গিয়েছিল। আবার মজার কমেন্টও অনেক পেয়েছি। তবে আসল কথা যে ধরনের কমেন্ট হোক না কেন কমেন্ট গুলোই প্রমান করেছে কি পরিমান মার্জিত রুচির লেখক এই সামুতে আছেন।
আমি যখন লেখালেখি শুরু করি ‘টু বি অনেসট টু সে’ তখন সামুতে বেশি বেশি ভাব গম্ভীর লেখা পোস্ট হত। শিক্ষামূলক, বিশাল বিশাল চিন্তার, সাহিত্য মুলক। দুঃখজনক ব্যাপার হল সারাজীবন (মানে আজ পর্যন্ত) ফান খুঁজে ফিরা আমার সেইসব লেখা মাথার দুই হাত উপরে দিয়ে যেত। তবে এটা ঠিক ব্লগের আসল প্রান ছিল অইসব লেখা এবং এখনো পর্যন্ত ব্লগের আসল প্রান ওই ধরনের লেখা। কিন্তু ম্যান, হালকা বিনোদন যদি আপনি না পান তাইলে ক্যামনে কি? সেই চিন্তা থেকেই আমি ভাবতাম খালি হিউমার টাইপ লেখা লিখব। কিছু হিউমার করতে গিয়ে আমার বেশির ভাগ লেখায় ১৮+ ক্যাটাগরিতে পড়ে যেত। তবে দোজ আর ওয়েল একসেপ্টেড। সামুকে অসংখ্য ধন্যবাদ সে জন্য।
লিখতে গিয়েই এখানে অনেক অনেক ব্লগারের সাথে আমার পরিচয়। যদিও সামুর কোন ব্লগারের সাথে ব্যক্তিগত পর্যায়ে আমার যোগাযোগ নেই। কিন্তু স্টিল আই ফিল এ ফ্যামিলি হিয়ার। কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ না থাকার পরও যখন আমি নিজেই এখানে ফ্যামিলি ফ্যামিলি ফিল করে তাহলে আপনাকে বুঝতে হবে ‘হুয়াট আই গট ফ্রম সামু’।
মানুষ নাকি পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গেলে না পাওয়ার পাল্লাটাই ভারী থাকে। তবে সামুতে আমার পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়ে পাওয়ার পাল্লাটাই আমার ভারী হয়ে যাচ্ছে।
আশা করব আমার পাওয়ার পাল্লাটাই ভারী হবে অদূর ভবিষ্যতে।
যেতে যেতে একটা জোকস বলি-
দিল্লীর একটি জায়গার নাম “বড় খাম্বা”। কিন্তু ইন্ডিয়ানরা তো আমাদের মত “বড় খাম্বা” বলে না। তারা যা বলে দয়া করে এইটা কেউ হিন্দিতে উচ্চারণ করবেন না। তাহলে হিন্দি চুল হয়ে যাবে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩
এস কাজী বলেছেন: আমার ফার্স্ট পোস্ট ছিল গত বছরের ৯ই সেপ্টেম্বর, ২০১৪। আজ ৮ই সেপ্টেম্বর, ২০১৫। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২
কালীদাস বলেছেন: অভিনন্দন রইল ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৯
এস কাজী বলেছেন: ধন্যবাদ কালীদাস। ![]()
৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: বর্ষপূতি শুভেচ্ছা থাকল ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
এস কাজী বলেছেন: ধন্যবাদ ভাই ![]()
৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০২
আরণ্যক রাখাল বলেছেন: লিখতে থাকুন| শুভেচ্ছা রইল
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০০
এস কাজী বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ ![]()
৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
রিকি বলেছেন: হ্যাপি ওয়ান ইয়ার টু ইউ কাজী ভাউ
আপনি আরও সোনা, পিতল, তামা, কাঁসা নিয়ে আসুন---সমস্যা নাই !!!! ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২
এস কাজী বলেছেন: আশা করি সব নিয়ে আসব রিকি আপুইয়া। খালি ভাইরে এভাবে একটি এন্কারেইজ করলে হপে ![]()
৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
সুমন কর বলেছেন: অনুভূতির চমৎকার প্রকাশ। ভালো লিখেছেন।
বর্ষপূতির শুভেচ্ছা রইলো।
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
এস কাজী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা ![]()
৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বর্ষপূর্তির অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনার লেখা পড়ে বেশ ভালো লাগল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
এস কাজী বলেছেন: ধন্যবাদ ভাই ![]()
৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
রিকি বলেছেন: ভাঊঊউউউউ এন + ক্যারেজ= এন্কারেজ । টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
এস কাজী বলেছেন: এই যিগর এত দারুন ভাবে কে এঙ্কারেজ করতে পারে
কাশ এই ঘোড়া যদি রাস্তায় চালাতে পারতাম অন্তত ট্রাফিক থেকে বাঁচতাম ![]()
৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
সাহসী সন্তান বলেছেন: সামু ব্লগে একবছর পূর্তিতে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন!
লিখতে গিয়েই এখানে অনেক অনেক ব্লগারের সাথে আমার পরিচয়। যদিও সামুর কোন ব্লগারের সাথে ব্যক্তিগত পর্যায়ে আমার যোগাযোগ নেই। কিন্তু স্টিল আই ফিল এ ফ্যামিলি হিয়ার। কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ না থাকার পরও যখন আমি নিজেই এখানে ফ্যামিলি ফ্যামিলি ফিল করে তাহলে আপনাকে বুঝতে হবে ‘হুয়াট আই গট ফ্রম সামু’।
-একদম ঠিক কথা! সামু একটি বৃহৎ পরিবার। আর আমরা সবাই সেই পরিবারের এক একজন সদস্য। এখানে আমরা হয়তো কেউ কারো আপন নই; হয়তো কেউ কাওকে চিনি না। কিন্তু তারপরেও মনে হয় সবাই সবার কত আপন, মনে হয় যেন একজন আর একজনের সাথে জনম জনমের পরিচিত কেউ!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
এস কাজী বলেছেন: ধন্যবাদ সাহসী ভাই।
১০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০
কাবিল বলেছেন: লেখক বলেছেন
আমার কাছে ব্লগার হল যারা সত্যিকার অর্থে লেখক, যাদের লেখায় থাকবে সমাজ উন্নয়নের ছাপ, যারা একটি দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে তাদের লেখায়, যাদের লেখনির কারনে জনসচেতনতা বাড়বে, যাদের লেখায় অনেকের ধ্যান ধারনার পরিবর্তন হবে, লেখা হবে উচ্চমার্গ সম্পন্ন ইত্যাদি ইত্যাদি। সো সে অর্থে আমি মোটেও ব্লগার নয়।
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত নই, কারন- আমি মনে করি ব্লগে উন্নত মানের লেখা সম্পূর্ণ অলংকৃত করতে হলে পাঠক সমালোচনা এবং সুন্দর মন্তব্যের প্রয়োজন আছে। সেই অর্থে আপনিও একজন সুন্দর ব্লগার।
বর্ষপূর্তির অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
এস কাজী বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই ![]()
১১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
কামরুন নাহার বীথি বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা!!!!
কিন্তু খাওয়া দাওয়া না দিলে ক্যামনে কী!!!!
আপনার অনুভূতির প্রকাশ সত্যিই অসাধারণ!!
আমার এই অর্ধবর্ষী ব্লগীয় জীবনে আপনাদের মত বন্ধু পেয়ে,পাওয়ার পাল্লাটাই আমার ভারী হয়ে যাচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
এস কাজী বলেছেন: বীথি আপু ধন্যবাদ। আপনার অভিনন্দনে ফুল থাকবেনা এটা হতেই পারে না ![]()
১২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
জুন বলেছেন: অভিনন্দন বর্ষপুর্তির
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
এস কাজী বলেছেন: ধন্যবাদ জুন আপু ![]()
১৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা ।
জোকটা ধরতে পারিনি । ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
এস কাজী বলেছেন: গিয়াস ভাই ধন্যবাদ। আজকাল জোকস ধরতে না পারাটাই হল আসল জোকস। হাহাহাহা। আপনি মুরুব্বী মানুষ কি বলব। আগে মাফ চেয়ে নিলাম।তারপরও বলি 'ব' আর 'ড়' এর পর আ-কার বসাতে যায়েন না ইন্ডিয়ান গো মত। বসাইলেই কিন্তু জোকস হইয়া যাইব। হাহাহাহা।
১৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
এস কাজী বলেছেন: থ্যাংকস টু গ্রেট হামা ভাই ![]()
১৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
শামছুল ইসলাম বলেছেন: কাজী ভাই, প্রাণঢালা উষ্ণ অভিনন্দন বর্ষপূর্তি উপলক্ষ্যে!!!
সামু ব্লগকে আপনি একটা ভার্চুয়াল পরিবার হিসাবে দেখেছেন-সহমত।
“কমেন্ট ওয়িথ ফুল ম্যানার” আপনাকে উৎসাহিত করেছে আরও ভাল কিছু লিখতে-সহমত।
আপনার পাওয়ার পাল্লাটা যেন আরও ভারী হয়, এই কামনা করি!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
এস কাজী বলেছেন: ধন্যবাদ শাসছিল ভাই
১৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
শায়মা বলেছেন: আমাদের মত ভালোমানুষ পেয়েছো কিছু!![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
এস কাজী বলেছেন: মিথ্যা না, একদম সত্যি সায়মাপু ![]()
১৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: আমি তো সত্যবাদী যুধিষ্ঠিরা!![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
এস কাজী বলেছেন: আমি কিন্তু সবসময় সত্য বলিনা। হাহাহাহা
১৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন!
পাওয়া না পাওয়ার হিসাবের চেয়ে মনের তাগিদে লিখে গেলেই মন হয় কষ্টের পাল্লা হেলবে না!
আপন মনে আপনি প্রকাশে যদি কেউ পাশে আশে
ভাল বাসব হেসে, তারে!
যদি না আসে তবে রবি গুরুর লাইন আছে না-
একলা চলো রে...![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
এস কাজী বলেছেন: আপ্নারা থাকতে আশা করি একলা চলতে হবে না। ইন্সপায়ারেশনের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভাই।
১৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: ১ বছর পূর্তির অভিনন্দর সাথে শুভেচ্ছা।
আরো আরো অনেক শুভ কামনা রইলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
এস কাজী বলেছেন: ধন্যবাদ রফিক ভাই ![]()
২০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: এস কাজী ,
একথাটি ঠিকই বলেছেন যে , ব্লগার হবেন সত্যিকার অর্থে লেখক, যাদের লেখায় থাকবে সমাজ উন্নয়নের ছাপ, যারা একটি দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন তাদের লেখায়, যাদের লেখনির কারনে জনসচেতনতা বাড়বে, যাদের লেখায় অনেকের ধ্যান ধারনার পরিবর্তন হবে ।
হ্যা... এগুলোই ব্লগের প্রান । এখনও তা আছে তবে বাহুল্যের ভীড়ে তার নাক উঁচু করে রাখাটিই কষ্টকর ।
আবার ঐ যে আপনি বললেন , " কিন্তু ম্যান, হালকা বিনোদন যদি আপনি না পান তাইলে ক্যামনে কি? " সেকারনেই বিনোদনও পাবেন এখানে । অবশ্য এখন শুধুই বিনোদন এবং অপরিপক্ষ লেখায় ব্লগ ছেয়ে গেছে । মানুষ বাড়ছে তো, তাইনা ? তাই মত ও পথও বেড়েছে । বেড়েছে বোঝাশোনার বহর ।
তবে মানুষের রুচি ভেদে মানুষ কোন ধরনের লেখা পড়বেন এবং কি রকমের মন্তব্য করবেন এটা ব্লগে যারা ঢুঁ মারেন তাদের এখতিয়ার । আপনার পাওয়ার পাল্লাটা ভারী বলেছেন , তাহলে বুঝতে হবে এখনও এখানে রুচিশীল ব্লগার আছেন । হোক তারা সংখ্যালঘিষ্ট, তারাই তো আপনাকে এ সামু পরিবারের একটজন করে নিয়েছেন ।
সাহসী সন্তান এর মন্তব্যের শেষ লাইনগুলোর সাথে সহমত জানিয়ে বলি ------ বর্ষপূর্তির অভিনন্দন ।
শুভেচ্ছান্তে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
এস কাজী বলেছেন: আহমেদ জী এস ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা গুলো মাথায় থাকবে। আর ওভাবে লেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।
২১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
শিরোনামে "প্লাম" এর স্থলে সম্ভবত "পেলাম" হতো...এটা কি ইচ্ছাকৃত ?
বর্ষপূর্তির অভিনন্দন রইল কাজী সাহেব ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪
এস কাজী বলেছেন: পনি আপু, আমি আপনার লেখার পুরনো একজন ভক্ত। আপনার শুভেচ্ছা আশীর্বাদ স্বরুপ। ধন্যবাদ সে জন্য। হ্যাঁ ওটা ইচ্ছাকৃত।তবে দৃষ্টিকটু হলে বলবেন। ঠিক করে দিব ![]()
২২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
প্রামানিক বলেছেন: অভিনন্দন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪
এস কাজী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ![]()
২৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
জেন রসি বলেছেন: অভিনন্দন ভাই।
শুভেচ্ছা রইলো। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২
এস কাজী বলেছেন: ধন্যবাদ রসি ভাই ![]()
২৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
Subroto বলেছেন: ' অভিন্দন রইল ,
.
.
.
.
Wish for you.
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
এস কাজী বলেছেন: ধন্যবাদ ভাই
২৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
মহান অতন্দ্র বলেছেন: শুভেচ্ছা রইল ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
এস কাজী বলেছেন: থ্যাংকস মহান আপু।
২৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: ফেসবুক প্রাইমারী স্কুল হওয়ার কারন আপনি কাবঝাপ লেখে পাড় পেয়ে যাবেন। কিন্তু ব্লগ? নো ওয়ে ম্যান!!! লাইনে থাকুন, নাহয় বেইজ্জতি করে লাইনে নিয়া আসা হবে!!! তো ইজ্জতের সাওয়াল যেখানে সেখানে তো আর কাবঝাপ লেখা যায়না। -- ১০০% রাইট। শুভেচ্ছা রইল। ![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩
এস কাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: শুভেচ্ছা রইলো।
বছর পুরা হয়নাই, ২-১ দিন বাকী আছে মনে হয়। বছর প্রায় পুর্তি পোস্ট হইলো।