নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

আলিফ লায়লার দশক এবং বর্তমান জেনারেশন ও সংস্কৃতি

০৫ ই জুলাই, ২০২২ রাত ১:২৭

নব্বই দশকের পোলাপানদের কাছে ‘আলিফ লায়লা’ শুধু আরব্য রজনীই ছিলোনা কিংবা বিনোদনের মাধ্যম ই ছিলোনা । ছিলো সত্যের পক্ষে অটল ও অবিচল থাকার শিক্ষা । ছিলো সর্বশক্তিমান স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা । ছিলো সাহসিকতা অর্জনের অভিপ্রায়।

অথচ একটা গোল্ডেন টাইমসকে নষ্ট করা হয়েছে-হচ্ছে ফাঁপা-মিথ্যা-মূল্যহীন সংস্কৃতি দিয়ে, যৌনতানির্ভর সংস্কৃতি দিয়ে, মানুষের মধ্যে অবিশ্বাসের, হাস্যরত্নকতার ভীত তৈরী করে দিয়ে ।

আমি শুধু আলিফ লায়লার উদাহরণটাকেই টানলাম সত্য, বিশ্বাস, সাহসিকতার জন্য । নব্বই দশকে তৈরী হওয়া সিনেমাগুলোর দিকে তাকিয়ে দেখেন, অভাব কাকে বলে, ভালোবাসা কাকে বলে, বিশ্বাস কাকে বলে, বিষাদ কাকে বলে, দুঃখ কাকে বলে ।

হাতে হাতে স্মার্টফোন থাকা মানেই দুঃখ, কষ্ট, বেদনা, বিষাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জীবনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো ভুলে যাওয়া নয় ।

‘আসকে আমার মন ভালো নেই’ অথবা ‘আসকে আমার মন কেমন কেমন করে’ এইসব ভাইরাল ইস্যু দিয়ে আমাদের অভাববোধকে, স্বার্থপরতাকে, বিশ্বাসহীনতাকে, চাটুকারিতাকে, পরাশ্রয়কে, দুর্নীতিকে, মানি লন্ডারিংয়কে, অপরাজনীতিকে, দুঃশাসনকে, পরশ্রীকাতরাকে, সন্ত্রাসবাদকে, শোষণকে ঢেকে রাখা যায়না ।

নব্বই দশকে জন্মানো মানুষগুলোকে নব্বই দশকেই সীমাবদ্ধ রেখে কঙ্কাল বানালেই বোধহয় ঢের ভালো হতো । তবে এইসবকে দেখে, এইসবকে ভেবে নিজের হতাশা, দুঃখ, ক্ষোভকে সংবরণ করতে হতোনা ।

এত সস্তা, বিকলাঙ্গ, অপদার্থ আর গোবরগণেশমার্কা জেনারেশন এবং সংস্কৃতির সাথে আমি কখনও পরিচিত হতে চাইনি, বেড়ে উঠতে চাইনি । আমি হতে পারতাম ৫২’র কোনো বীর কিংবা ৭১’র কোনো বীর... হতে পারতাম রুটির দোকানের শ্রমিক কিংবা লেটোর গানের দলের একজন সারিন্দাবাদক...

ভুল একটা সময়ে আমি জন্মেছি...আই অ্যাম নট সাপোজ টু বি হেয়ার!

সাব্বির আহমেদ সাকিল
২০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | সোমবার | ০৪ জুলাই ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১:৩৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ডিজিটালে বেসামাল !!!

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: জ্বি ।

২| ০৫ ই জুলাই, ২০২২ রাত ২:২৮

সোনাগাজী বলেছেন:


আপনি ভুল সময়ে জন্ম নেননি, আপনি ভুল ধারণার বাহকে পরিণত হয়েছেন।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আপনার এ নিয়ে খারাপ লাগেনা?

৩| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৩:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, বোঝাতে চাইছি আপনি কবে, কখন, কোন পরিবারে জন্মেছেন এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, ভুল সময়ে থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি আর কতটুকু চেষ্টা করেছেন সেটা। আমি আশির দশকের প্রথম ভাগে জন্মে নিজেকে ভাগ্যবান মনে করি। তার মানে এই নয় আমার যাপিত জীবন কোন সহজ ছেলে খেলা ছিলো। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। শুধু প্রয়োজন মোটিভেশন। হতাশ হবেন না, নিজের উপর ভরসা রাখুন। ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই । আমি সবসময় চেষ্টা করি সেসব থেকে দূরে থাকতে ।

৪| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩০

কোনেরোসা বলেছেন: যায় দিন ভাল
আসে দিন খারাপ

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৭

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ঠিকই বলেছেন ।

৫| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১২:১১

হাসান রাজু বলেছেন: ৯০ দশকে পোলাপান ব্যান্ডের গান শুনত। মুরুব্বিরা বলত, এমন গান শুনে বখাটেরা। গানের সুর নাই, তাল নাই আছে শুধু উশৃঙ্খলতা । সারাদিন ফুল ভলিউমে ব্যান্ড বা হিন্দি গান শুনা, খেলাধুলা, হৈ হুল্লোড়, পাড়ায় পাড়ায় মারামারি করা। আর হুণ্ডা চালায় গুণ্ডারা।

তখন একশ্রেণীর মানুষরা (বড়রা) মনে করত তারা তাদের যুগে ফেরেশতা ছিল, বাকিরাও ফেরেশতার মতই কিছু একটা ছিল। সামনে শুধু অন্ধকার আর অন্ধকার।

আজকে আপনার পোস্ট পড়ে তাদের কথা মনে পড়ছে। আর আমার মন কেমন কেমন করছে।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৯

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৮

কোনেরোসা বলেছেন: হুন্ডায় চইড়া গুন্ডা যায়।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৭

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হাহাহা ।

৭| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আলিফ লায়লা আমি দেখেছি মুগ্ধ হয়ে।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৭

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.