নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
কাকতাড়ুয়ার মতো ঠাঁয় দাঁড়িয়ে আছে বারোটা বগিবিশিষ্ট একটা ঢাকাগামী শাটল ট্রেন । মুষলধারে বৃষ্টি নামছে । যেহেতু বর্ষাকাল, সেহেতু তড়িঘড়ি করে যখন-তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে সেটাইতো স্বাভাবিক । গতরাতে একটা খোলা মাঠের সামনে বসে আছি আর বগুড়ার এক বন্ধুর সাথে কথা বলছি । সে জানালো বগুড়াতে বৃষ্টি নামছে । তখন আমার এখানে বৃষ্টির কোনো আনাগোনা নেই, কিন্তু হঠাৎই মিনিট দশেক পরেই বৃষ্টি আরম্ভ হলো ।
তড়িঘড়ি করে রুমে ফিরলাম । ততক্ষণে অনেকটা ভিজে গেছি ।
মানুষ ভিজতে ভিজতে ট্রেনে উঠছে । নানা বয়সের মানুষ, নানা বর্ণের মানুষ, নানা জাতের মানুষ, নানা ধর্মের মানুষ । একেকজন একেক স্টেশনে নামবেন । সবার উদ্দেশ্য এবং গন্তব্য আলাদা ।
বৃষ্টির বেগ বাড়ছে । ছাতাটা এক হাতে ধরে হনহন করে হাঁটছি ট্রেনের কাছে । ট্রেন ছাড়লো একটু পরই, চলতে লাগলো সরলপথে । বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা ছাড়িয়ে চলে যাচ্ছে দূরের পথে । বৃষ্টির মাঝে হাঁসগুলো পুকুরের জলে ডুব দিচ্ছে । মাঠের মাঝে গরু বাঁধা । গরুও কাকতাড়ুয়ার মতো ঠাঁয় দাঁড়িয়ে আছে ।
পরবর্তী এক স্টেশনে ট্রেন থামলো । এক সহকর্মী ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা কিশোরীর দিকে তাকিয়ে আছে, আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, তাঁর নাকি এরকম স্নিগ্ধ, সুন্দর মেয়ে লাগবে, ডাগর আঁখি লাগবে । বললাম, ‘আমিন’ ।
ট্রেনভর্তি মানুষে গমগম করছে । কারোর পারফিউমের গন্ধ, কারোর ঘামের গন্ধ, কারোর উৎকট গায়ের গন্ধ, জর্দার গন্ধ, বিড়ির গন্ধ নাকে এসে লাগছে । ট্রেনের জানালার শাটার বন্ধ করে রাখা হয়েছে, ট্রেনের ভেতরে সাদা-হলদে লাইট জ্বলছে । লাইটগুলো দেখেই বোঝা যাচ্ছে লাইটগুলো বেশ পুরোনো । যেই ফ্যানগুলো আছে সেগুলো সংযোগ বিচ্ছিন্ন ।
এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেন থামলো । ট্রেনের জন্য অপেক্ষায় থাকা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটলো । দরদর করে মানুষ নামছে, উঠছে ।
আবারও ট্রেন চলছে । পরের স্টেশনে নতুন কেউ অপেক্ষায় আছে । জীবনের জন্য আমার কোনো তাড়া নেই, কোনো অপেক্ষা নেই, প্রতিক্ষা নেই । জীবনের জন্য আমার অঢেল সময় আছে, বৃদ্ধের দোকানে বসে দুধ চায়ের সাথে সিগারেট ফোঁকার জন্য আমার অফুরন্ত সময় । আজ কোনোই তাড়া নেই...
বৃষ্টির বেগ বাড়ছে...চায়ের ধোঁয়া আর সিগারেটের ধোঁয়া একসাথে মিলে বৃষ্টির সাথে মিশে যাচ্ছে...
সাব্বির আহমেদ সাকিল
১৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | সোমবার | ০১ আগষ্ট, ২০২২ ইং | জারিয়া-ঝানঝাইল, নেত্রকোনা
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ ।
২| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রেল স্টেশন একটা দারুন জায়গা।
আপনার লেখা পড়ে আরাম পেলাম।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৪
কামাল৮০ বলেছেন: সুন্দর বর্ণনা।’দরদর করে মানুষ নামছে,উঠছে’ বক্যটা প্রথম দেখলাম।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ । শব্দটা বগুড়ার আঞ্চলিক ।
৪| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০
শেরজা তপন বলেছেন: ~গতরাতে একটা খোলা মাঠের সামনে বসে আছি আর বগুড়ার এক বন্ধুর সাথে কথা বলছি । সে জানালো বগুড়াতে বৃষ্টি নামছে। তখন আমার এখানে বৃষ্টির কোনো আনাগোনা নেই, কিন্তু হঠাৎই মিনিট দশেক পরেই বৃষ্টি আরম্ভ হলো।
তড়িঘড়ি করে রুমে ফিরলাম । ততক্ষণে অনেকটা ভিজে গেছি ।
মানুষ ভিজতে ভিজতে ট্রেনে উঠছে ।
গতরাতে মাঠে ছিলেন বন্ধুর সাথে-সে বলল বগুড়াতে বৃষ্টি নামছে। দশ মিনিট পরেই বৃষ্টি শুরু।
এর পরেই রুমে ফিরলেন, ফের স্টেশনেও। পুরো ভ্রমনটা দিনের। মাঝে আবার সহকর্মী চলে আসল।
-পুরো ব্যাপারটা বেশ গোলমেলে ঠেকছে ভায়া- সপ্ন দেখেছেন?
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৭
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: গতরাতের ঘটনাটা জাস্ট দু'লাইন তুলে ধরেছিলাম।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬
ককচক বলেছেন: সুন্দর, সাবলীল উপস্থাপন। আষাঢ় শ্রাবণের আকাশে এই মেঘ, ত এই রোদ।
ট্রেনে উঠলে বা পাব্লিক ট্রান্সপোর্টে চড়লে একটা দেশের বা একটা দেশের মানুষ সার্বিক অবস্থা বেশ ভালোভাবেই আচ করা যায়।