![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
গতকাল রাসেল আহমেদ সেলিম নামে বগুড়ার ধুনটের একজন ফ্রিল্যান্সার ও আইএসপি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন । তিনি ধুনট ডট কম নামে একটি আইটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী । ধুনটের লোকজনের কাছে তিনি খুবই সুপরিচিত এবং শীর্ষ ব্যবসায়ী ছিলেন ।
গত ১৭ মে রাসেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল । তিনি আমার কর্মরত কোম্পানির আইটি প্রোডাক্ট কিনতেন । ব্যবসায়িক কারণে একবার তাঁর প্রতিষ্ঠানে গিয়েছিলাম । কিন্তু দূর্ভাগ্যবশত তিনি সেদিন ছিলেন না । পরে তাঁর বাবার সাথে আলাপ সেরে বগুড়ায় ফিরি ।
যাহোক...
রাসেল তাঁর মৃত্যুর পূর্বে ফেসবুকে ৫৪ মিনিট ৫৮ সেকেন্ডের একটি লাইভ করেন । যাঁর ক্যাপশন ছিল, ‘Last Live from my Life’ । লাইভে এসে রাসেল নিজের সফলতার এবং ব্যর্থতার কথা বলেন । পারিবারিক কলহের কথাগুলো তুলে ধরেন সেই লাইভে । এছাড়াও তাঁর ব্যবসায়িক পরিধি, মাসিক উপার্জনের অঙ্কটাও বলেন ।
ধুনট উপজেলায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে । নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার রাসেল স্বল্প সময়ে এলাকার শীর্ষ একজন ব্যবসায়ী হয়ে ওঠেন । গড়ে তোলেন ধুনট ডট কম নামের আইটি প্রতিষ্ঠান । একইসাথে সেই এলাকায় ব্রডব্যান্ড কানেকশন সরবরাহের ব্যবসায় জড়িত হন ।
এতকিছু করার পরও সুখী হতে পারেননি রাসেল । জীবনের সন্ধিক্ষণে এসে ফেসবুক লাইভে নির্দ্বিধায় বলে গেলেন, ‘টাকা-পয়সা থাকলেই সুখী হওয়া যায় না । আমার টাকার অভাব ছিলোনা । কিন্তু সুখী হতে পারিনি ।’
ক’বছর আগে নাদিয়া আকতার প্রমি নামে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাসেলের । সেই সম্পর্ক একসময় বিয়েতে গড়ায় । দুষ্ট-মিষ্টি প্রেমের সম্পর্ক বিয়ের পর মোড় নেয় অভিমান আর ঝগড়াঝাঁটিতে । দাম্পত্যের সম্পর্কে সেইসাথে বাড়তে থাকে দূরত্ব । প্রিয়জনের সাথে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরে চললেও শেষ পর্যন্ত রাসেলকে হার মানতে হয় ।
একরাশ অভিমান আর বুকে জমাট বেঁধে রাখা কষ্ট নিয়ে পরপর দু'টি অ্যালুমিনিয়াম ফসফাইড (‘গ্যাস ট্যাবলেট’: ইঁদুর মারার কাজে ব্যবহার করা হয়) খাওয়ার প্রায় ১২ মিনিটের মাথায় ঢলে পড়েন । তার কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাসেল । যদিও পরে পরিবারের লোকজন তাঁকে হসপিটালে নিয়ে গিয়েছিল ।
ফেসবুক লাইভে রাসেল বলেন, তিনি একটি ডিপ্লোমা সম্পন্ন করেছিলেন এবং জানেন অ্যালুমিনিয়াম ফসফাইড খেলে বেঁচে ফেরার সম্ভাবনা হাজারে মাত্র ১ জন । অর্থাৎ তিনি জ্ঞাতসারেই নিজেকে পুরোদমে শেষ করার জন্যই এমন সিদ্ধান্ত নেন ।
রাসেল চলে গেলেন । মুক্তি দিয়ে গেলেন তাঁর প্রিয়তমা স্ত্রীকে । মুক্তি দিয়ে গেলেন তাঁর পরিবার ও স্ত্রীর পরিবারকে । কোটি কোটি টাকা তাঁর জীবনকে বাঁচাতে পারলোনা । ৫ টাকার বিষাক্ত ট্যাবলেট-ই তাঁর জীবনকে দুমড়েমুচড়ে শেষ করে দিতে সক্ষম হলো।
ফেসবুক লাইভটি দেখতে ক্লিক করুন ।
সাব্বির আহমেদ সাকিল
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | বুধবার | ২৮ মে ২০২৫ ইং | বগুড়া
২| ২৮ শে মে, ২০২৫ বিকাল ৩:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বোকা মানুষরা সুখ দুঃখো খুজে
এগুলো একটা আবেগ মনে করলেই অনেক কিছু
মনে না করলেই কিছু না; তবু
বোকা মানুষগুলো এই অভিমান আকাশ শূন্য প্রাণ
কষ্ট শুধু প্রজন্ম স্মৃতির তান----------
৩| ২৮ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
অক্পটে বলেছেন: সবইতো ঠিকঠাক চলছিল বিয়ের আগে, প্রেম! তারপর বিয়ে প্রেমের মাধ্যমেই তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গিয়েছিল। অভিমান মৃর্ত্যুর দিন ক্ষণকে ত্বরান্বিত করেছে। মেয়েটির কি হবে? মেয়েটি বোধহয় জিতে গেছে। এখন অন্য কোথাও বিয়ে হবে দিব্যি সংসার করবে। জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন চলমান। বোকা মানুষেরা বড় অভিমানী হয়।
৪| ২৮ শে মে, ২০২৫ রাত ৯:২৫
কামাল১৮ বলেছেন: কি থাকলে সুখী হওয়া যায়?
৫| ২৮ শে মে, ২০২৫ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: বাপরে!! ছবির লোকটাকে দেখে তো চমকে উঠেছিলাম!! ভয় পেয়ে গেছিলাম ভাইয়া!! ভেবেছিলাম আমাদের ব্লগার ভাইয়া নয়ন বড়ুয়া কিনা। এত মিল দুজনের!!
যাইহোক ফেসবুক লাইভে এসে নাটকীয় মৃত্যু কোন পর্যায়ের মানসিক বৈকল্য বুঝাই যায়।
যদিও মানুষ যখন সামনে আর কোনোই আলোর দিশা দেখতে পায়না তখনই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়!
৬| ২৮ শে মে, ২০২৫ রাত ১১:২৩
অপলক বলেছেন: প্রকৃত প্রেমিক এরাই... মরে গিয়ে জিতে যায়। ভালবাসলে সত্যিকার অর্থেই ভালবাসতে হয়। ভালবাসা হল, বিশ্বাসের একটা ব্যাপার।
আল্লাহ রাসেলের আখেরাতের হিসাব সহজ করুন।
৭| ২৯ শে মে, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০২৫ বিকাল ৩:৫০
মায়াস্পর্শ বলেছেন: ভুল সিদ্ধান্ত।