নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যানারের নামে ‘অস্তিত্বসংকটের নজির’

২৬ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩০



গত ২২ জুলাই বগুড়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবীতে একটা মানববন্ধন অনুষ্ঠিত হয় । সেই মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । শিক্ষার্থীরা সাতমাথায় বিক্ষোভ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং সেখানে নানা ধরনের স্লোগান দিতে থাকেন ।

এসময় তাঁরা বগুড়া জেলা প্রশাসকের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেন । তখন জেলা প্রশাসক শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন । পরে শিক্ষার্থীরা দাবি দাওয়া জেলা প্রশাসককে জানালে তিনি তা দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর আশ্বাস দেন।

মানববন্ধন হয়েছে, স্লোগান হয়েছে, দাবি-দাওয়াও পেশ হয়েছে কিন্তু আমি এটাকে একটু ভিন্ন দৃষ্টিতে লক্ষ্য করেছি । আর সেটা হলো মানববন্ধনে ব্যবহৃত ব্যানারের আয়োজক ।

সেই ব্যানারে লেখা ছিল, ‘বগুড়া ক্রাশ এন্ড কনফেশন’ । যেটি বগুড়ার একটি সমালোচিত ট্রল পেইজ । যেই পেইজ শুরু থেকে নানা ধরনের বিভিন্ন ব্যক্তিন অনৈতিক কর্মকান্ডের ভিডিও এবং ছবি প্রচার করে আসছে । যেই ঘটনাগুলো শহরের বিভিন্ন পার্ক, রিসোর্টে ঘটছে ।

এছাড়াও ওই পেইজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে দোষারোপ করে অশ্লীল শব্দ ব্যবহার করে পোস্ট, কমেন্ট এবং কনটেন্ট তৈরি করা হয় ।

যদিও পেইজটি দাবী করে তাঁদের উদ্দেশ্য হলো যাঁরা অনৈতিক কাজ করবে তাঁদেরকে সোশ্যালি শেমিং করা । যেন পরবর্তীতে এধরণের ঘটনা কেউ না ঘটায় ।

এছাড়াও অনৈতিক ভিডিও অথবা ছবি আপলোডের পর সেই ভুক্তভোগীকে নানারকম ভালো কাজ করার শর্তে সেসব গোপনে ধারণ করা ভিডিওগুলো ডিলেট করে ।

অতি উদ্বেগের বিষয় হলো বগুড়ার শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা এধরণের একটি পেইজের ব্যানারে বিক্ষোভ করে তাঁরা কি নিজেদেরকে আত্মপরিচয় এবং আস্থার জায়গা তৈরি করতে পারলো?

মানববন্ধন করতে হলে তাঁরা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম বা নামের মাধ্যমে করতে পারতো । যেটার একটা পজিটিভ ভিত্তি রয়েছে । যা ইতিবাচক এবং গ্রহণযোগ্য ।

সেই মানববন্ধনে একাধিক সংবাদমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন । কেউ কি একটাবারও জিজ্ঞেস করেছিলেন যে আয়োজক হিসেবে উক্ত পেইজের নাম কেন ব্যবহার করতে হলো । কিংবা সেই পেইজের মাধ্যমেইবা কেন একত্রিত হতে হলো?

ভাল্গার কনটেন্ট আপলোড করা একটা ট্রল পেইজকেই কেন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে হলো? এটাকে কি ‘আত্মসংকট’ কিংবা ‘অস্তিত্বসংকট’ বলা হবে না?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৫ সকাল ১১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: এডুকেশন এডভাইজারের পিছনে কারা লেগেছে? তিনি কি করেছেন ?

২| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: আজাইরা কাজে সময় নষ্ট করার কোনো মানে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.