নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চিনতে ইচ্ছে করে ।

সাবরিনা সিরাজী তিতির

আমার বৃষ্টি আমার থাক রোদ্দুরগুলো তোমার ।

সাবরিনা সিরাজী তিতির › বিস্তারিত পোস্টঃ

এই বৃষ্টিতে তোমার নিমন্ত্রণ

২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৬





আমার বৃষ্টি আমার থাক

রোদ্দুরগুলো তোমার ।

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

অকারণ বৃষ্টি আমার ভালো লাগে না । মন খুব হু হু করে ! একটা বিষাদ কেমন আঁকড়ে ধরতে চায় ! কি যে সেই কষ্ট ! মেঘের জন্য কষ্ট , নিজের জন্য কষ্ট ! অবাক বিষয় হল আজ সাত সকালের এই ফালতু বৃষ্টি খুব ভালো লাগছে ! খুব ! যেন ওরা সুখে কাঁদছে ! পৃথিবীতে খুব অবাক করা কিছু সবসময় অপেক্ষা করে কারো দরজায় কড়া নাড়বার জন্য । আজ ওরা আমার দরজায় । যাই দরজাটা খুলে দেই , কাউকে অপেক্ষায় রাখতে নেই । অপেক্ষার কষ্ট খুব ভয়ঙ্কর !



""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""



"কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায় !"



মন কেমন করা বৃষ্টিতে ভিজে গেছে মন । কি এক অকারণ হাহাকার ! সব থেকেও যেন সব ফাঁকা । শূন্যস্থানে ঘর বাঁধে অশ্রু ,কিছুক্ষণ আগেও যা মেঘ ছিলো ।



""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""



মন খারাপগুলো কবে যে মেঘ হয়েছিলো , ঠিক মনে পড়ে না ।

আজ বৃষ্টি এসে ছুঁয়ে দিতেই চমকে গেলাম ! আরে ! এতো আমার পালিয়ে যাওয়া মন খারাপ ! মনের খুব গভীরে ওদের লুকিয়ে নিলাম । কিছুতেই আর পালিয়ে যেতে দেবো না ।

আর আমি ? আমি হয়ে গেলাম একলা জেগে থাকা মন খারাপের মেঘ । চোখে বৃষ্টি নিয়ে উচ্ছল রোদের অপেক্ষায় ।

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""



হাসিরা বৃষ্টি হয়ে ঝরে

রিমঝিম রিমঝিম গহীন জল

কে যে টেনে নেয় জলে !

আমার মতো ক্লান্ত জলও



জলের অবিরাম পূর্ণতা

তবুও বৃষ্টি নামে রিমঝিম রিমঝিম !

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

তোমার বৃষ্টি চাই ?

আমার জন্য এ আর এমন কি !

এনে দেবো যা চাইবে

মেঘরাজা'কে এক্ষুনি হুকুম দেবো

ঠিক এক সেকেন্ডের মধ্যে বৃষ্টি দাও

নইলে ,এই আমি মুঠোয় নিলাম পৃথিবী

মেঘরাজা ভয় পাবে নিশ্চিত

পৃথিবীতে যে তাঁর কাছের মানুষ আছে

মেঘ রাজাকে তাই আমার হুকুম মানতেই হয় ,



মন কুয়ো'র চোখ খুলে দিও

আজলা ভরে বৃষ্টি দেবো

সে বৃষ্টি হয়তো মিষ্টি , হয়তো বা নোনা

প্রশ্ন করো'না বন্ধু ,

জলের পরিচয় জানতে নেই

ওর নেই কোন ঠিকানা

কোন এক যাযাবর যেন !



এ বুক সে বুক খুঁড়ে সে স্বপ্ন খুঁজে আনে

তারপর হয়তো তোমার মন কুয়োয় ঘুম যায়

তুমি শুধু জলের পাশে বসো

নিদেন পক্ষে ওকে প্রিয় শব্দ'টা দিও

শব্দের প্রতিধ্বনিতে সম্মোহিত জল ছুঁয়ে দেবে তোমার সব দুঃখ

ভুবন ভরে উঠবে আলোয়



ততক্ষণ আঁধার ঘুমোক জলে !



""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""



হ্যাঁ , তুমি আমার তেমন কেউ

যাকে দেখা মাত্রই আমার পৃথিবী

খোলস পালটাতে শুরু করে



কুয়াশার দেয়াল টপকে ইলশে গুঁড়ি বৃষ্টি

ভিজিয়ে দেয় নীলাভ শাল

বসন্ত কোকিল ময়না কণ্ঠে বলে ওঠে ,

তুমি কেমন আছো ?

ভেঙে যাওয়া ঘুমে পাশবালিশ মুখ ঘুরিয়ে নেয় তাচ্ছিল্যে

দীর্ঘশ্বাস বিঁধে যায় রাত স্বপ্নে !

অভ্যাস ভুলে হাতে নেই কবিতার খাতা

পুরনো ভালোবাসা কনে সাজবে ছেঁড়া কবিতায়



এমন হয়তো আরও অনেক কিছু হয়

আরও অনেক কিছু হবে

হ্যাঁ , তোমাকে দেখলেই আমার চেনা পৃথিবী

ভুল কক্ষপথে চলতে শুরু করে

সাথে বোধহয় আমিও !



""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""



ক্ষণিকের বেখেয়ালে ডুবে গেছে হাসিগুলো

ওরা আমার মতো দারুণ সাঁতারু না বলেই কি

ভরা শ্রাবণে জলের সাথে কথা কয় ?

চুপিচুপি !ফিসফিস !কানাকানি !



অভ্যাসবশত জলমাখা হাসিতে

পৌনঃপুনিক ভেসে থাকি আমি

একলা ,একা!



""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""



এসো এই বরষায়

এসো এই আগুনে

এসো এই ভুবনে

এসো এই আমাতে

যে ছিলাম শুধু তোমার গহীনে !

মন্তব্য ৮৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: বৃষ্টির আবহ মনটা ছুঁয়ে গেলো।

সোনার খাঁচা থেকে একটা অপূর্ব বৃষ্টির গান।


তোমার আচঁল ধারায় ভিজে, আমি নতুন হলাম নিজে।

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক খুশ ! কি খবর ভাইয়া ? আপি ভাবছিলাম :/

২| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৩৮

রায়ান ঋদ্ধ বলেছেন: "এমন হয়তো আরও অনেক কিছু হয়
আরও অনেক কিছু হবে
হ্যাঁ , তোমাকে দেখলেই আমার চেনা পৃথিবী
ভুল কক্ষপথে চলতে শুরু করে
সাথে বোধহয় আমিও।"


মনের সবটুকু অনুভূতি নিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে........
বৃষ্টির সিম্ফোনিতে হারিয়ে ভোরের শিশির হয়ে ফিরতে ইচ্ছে হচ্ছে!!

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এই বৃষ্টি ! লক্ষ্মী হয়ে দাঁড়াও তো ! আমার পিচ্চি ভাইয়াটা ভিজবে তোমার জলে । ভালো থেকো ভাইয়া ।

৩| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪১

মাহাবুব১৯৭৪ বলেছেন: +++++++++++++++++++++++

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ফাঁকিবাজি কমেন্টে মাইনাস । এক্ষুনি ভালো কমেন্ট চাই ।

৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪২

যুবায়ের বলেছেন: সেদিন রাতে যখন বৃষ্টি হচ্ছিল অবিরাম..তখুনি ফেবুতে ষ্ট্যটাস দিযেছিলাম এইটা..
বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে...
বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে এবং শীতল বাতাস পেতে দড়জা জানালা খুলে বসে আছি..
মন চাচ্ছে ছাদে গিয়ে বৃষ্টি জলে স্নাত হতে..
আষাঢ় বুঝি এসেই গেল...শরীরটা কেমন আষাঢ় আষাঢ় হয়ে যাচ্ছে ইদানিং...
সেই উদ্দমতা আর তেমন নাড়া দেয়না আজ...আমাদের মফস্বল শহরের রাস্তায়
বৃষ্টি ভেজা রাতে কত রাতেই যে সাদা টি শাট আর থ্রি কোয়াটার কালো প্যন্ট পড়ে
বৃষ্টিতে ভিজে শিক্ত হয়েছি...
সেই দিনগুলি আজ স্মৃতি...শুধুই স্মৃতি...

এখন বৃষ্টি হলে কাথা মুড়ে
অলস শরীরে থাকি শুয়ে
বিছানায় গা এলিয়ে...
হয়তো এজন্য যে
বয়সটা যাচ্ছে বেড়ে..

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি সুন্দর স্ট্যাটাস !!!!!!!!!!! আপনার স্ট্যাটাসে+++++++++++++++++++++++++

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: এত এত কথা এক নিঃশ্বাসে কী করে বলে ফেললেন?!!!! এত সুন্দর করে কী করে বলেন?!!! জানেন আমি কতদিন থেকে ভাবছি লিখব, কিন্তু পারিনি, লেখা-লেখি একেবারেই পারি না আমি; তাই আর হয়ে ওঠে না। পড়ি আর কমেন্ট করি। অনেক অনেক ভাল লাগা জাগানিয়া লিখা আপনার। আমার হিংসে হচ্ছে!

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হিংসে করা ভালু না ।
অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভীষণ ভালো থাকবেন ।

৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৬

সায়েম মুন বলেছেন:
ভাল লিখেছেন।
বৃষ+তি আমার কাছে বিষ সদৃশ। খুব একটা মজা পাইনা। মেঘের মত থমথমে হয়ে থাকে মন। তবু কি এক খেয়ালে বৃষ্টিতে নিয়ে আমিও মাঝেমাঝে লেখার চেষ্ঠা করি।

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লিখছেন মানে কি ? সান্তনা পুরস্কার ? হবে না হবে না। খুব ভালো বলতে হবে ।
আমারও সেম অবস্থা । বৃষ্টি হলেই মন খারাপ হয়ে যায় ।

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

মাহাবুব১৯৭৪ বলেছেন: একসঙ্গে অনেকগুলো লেখা। সব ই বর্ষা নিয়ে। দারুন।

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এইতো ভালো ভাইয়া ! হা হা হা । আমি মজা করছি রে ভাইয়া । পোস্ট দিতে মন চাইল । নতুন পুরান কিছু এক করে দিলাম পোস্ট । যা থাকে কপালে ।

৮| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসম্ভব সুন্দর লাগলো কথামালাগুলো। যেন এই দুইদিনের টানা বৃষ্টির সুর সাধছে।

ভালো থাকবেন।

২৪ শে মে, ২০১৩ রাত ৯:১৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এতো ধৈর্য নিয়ে সবটা লেখা পড়বার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । খুব ভালো থাকবেন ।

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যেন টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ পেলাম,
ডুবে যাওয়া উঠোনে কাগজে নৌকার দৃশ্যপট,
যেন অকস্মাৎ ভিজে ফিরলাম দখিনা জলে...


মুগ্ধ পাঠ, আপু।

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধুর ! বৃষ্টিতে পচে গেলাম । পুরান ধুরান সব বৃষ্টি এক জায়গায় করলাম ।
অনেক ভালো থেকো ভাইয়া ।

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

নাইট রিডার বলেছেন: আমি কবিতা বুঝি না পড়তে গেলে কেমন যেন মাথা ব্যাথা করে, তারপরেও পড়লাম, না বুইঝ্যা লাইকও দিলাম, শুনছি বেশী ভালা লাগা থাকলে নাকি পুষ্ট নির্বাচিত পাতায় যা। যদিও জানি মিছা কথা।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:০৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমি কি ছাই কবিতা বুঝি নাকি ? তবে এইটুক জেনে গেছি প্যাঁচাল প্যারা করে লিখলে অনেকেই তাহাকে কবিতা বলিয়া ভুল করিয়া থাকে । ইহা উহাদের প্রব । আমার কি ?? না বুঝে লাইক দেয়া ঠিক না। আমি বাঁশের কেল্লায় আর একটু হলেই লাইক দিয়ে ফেলছিলাম । লাগতো না নির্বাচিত হওয়া । মাইন্ড করছি । আপনারা পড়ছেন তাতেই খুশি । অনেক থ্যাংকস । ভালো থাকবেন অনেক ।

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

আমার মন বলেছেন: আমি তখন মোবাইলে বাসে বসে এই কবিতা পড়ছিলাম। বাইরে ছিল বৃষ্টি। সত্যিই অনুভূতির উর্দ্ধে। যায় হোক, আশা করি ভাল আছো খালামনি। ভাল থাকো।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:১১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আলহামুলিল্লাহ ভালো আছি রে ভাইগ্না । তুমি কেমন আছ ? লেখা পছন্দ হইছে বইলা ধন্যবাদ দিয়ে আর ছোট করলাম না বাপ।

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ আপু ! বৃষ্টি নিয়ে এমন অসাধারণ একটি লিখার অপেক্ষাতেই মনে হয় ছিলাম !

২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া । শুভরাত্রি ।

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: মনে পড়ে গেলো সেই গান,


আবার ফাগুন যদি পিছু দেয় ডাক
ফিরিয়ে নেবো মুখ,
শ্রাবনে আমার সুখ
আমার শ্রাবন আমারই থাক ।

২৫ শে মে, ২০১৩ রাত ১২:২০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: গানটা তো খুব সুন্দর ! লেখায় আসবার জন্য অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৮

আর.হক বলেছেন: দুদিন ধরে বৃষ্টির মাঝেই ছুটে চলি । ভিন্ন এক আমেজ




ভিন্ন এক আমেজ পেলাম লেখায়

২৫ শে মে, ২০১৩ রাত ১২:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । শুভরাত্রি ।

১৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সব কিছু মিলাইয়া সুন্দর পোস্ট

২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু ! খুব ভালো থাকবেন । শুভরাত্রি !

১৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩০

শিপু ভাই বলেছেন:
এত সুন্দর একটি পোস্ট এখনো কেউ নির্বাচিত করলো না।

আমিই করে দিলাম!!!

এসো এই বরষায়
এসো এই আগুনে
এসো এই ভুবনে
এসো এই আমাতে
যে ছিলাম শুধু তোমার গহীনে !
+++++++++++++++++++++++

২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সব পোস্ট যদি নির্বাচিত না করেন তাইলে বুইঝেন কিন্তু !

১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ছবি কবিতা মিলে বেশ ভালো লাগলো।

২৫ শে মে, ২০১৩ রাত ১:০৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভরাত্রি ।

১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

রেজোওয়ানা বলেছেন: "ক্ষণিকের বেখেয়ালে ডুবে গেছে হাসিগুলো
ওরা আমার মতো দারুণ সাঁতারু না বলেই কি
ভরা শ্রাবণে জলের সাথে কথা কয় ?
চুপিচুপি !ফিসফিস !কানাকানি !

অভ্যাসবশত জলমাখা হাসিতে
পৌনঃপুনিক ভেসে থাকি আমি
একলা ,একা!"


এটা বেশি ভাল লাগলো…......

বাই দ্যা ওয়ে তোমাকে বলেছিলাম না ইঊটিঊব লিংক আছে! কমেন্টে একটা লিংক থাকায় মোবাইল দিয়ে ঢুকতে পারছিলাম না :(

২৫ শে মে, ২০১৩ রাত ১:০৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমিও পরে দেখলাম রে আপু। আমি বিষয়টা জানতাম না । আর এক লক্ষ্মী মেয়ে আমাকে ওটা দিয়েছে । ডিলিট করতে মন চাইল না । অনেক ভালোবাসা আপু। অনেক কষ্ট করে লেখা পড়বার জন্য । শুভরাত্রি ।

১৯| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫১

জিয়া চৌধুরী বলেছেন: দারুন লাগলো।

২৫ শে মে, ২০১৩ রাত ১:১০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া । অনেক ভালো থাকবেন ।

২০| ২৫ শে মে, ২০১৩ রাত ১:১০

শিপু ভাই বলেছেন:
আমিতো সবসময় থাকি না। :(


২৫ শে মে, ২০১৩ রাত ১:১৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এইটা আপনার প্রব আমার না। সেক্রেটারি রাখেন ভাই । B-))

২১| ২৫ শে মে, ২০১৩ রাত ১:২০

ভিয়েনাস বলেছেন: বৃষ্টির সাথে অভিমানী কথোপকথন অনেক ভালো লাগলো। ছবিতাও (ছবি + কবিতা) চমৎকার মিলেছে :)

১০ম ভালো লাগা

২৫ শে মে, ২০১৩ রাত ১:২৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আজকাল কেউ আমার পোস্ট পড়েনা। পথ ভুলে আসছেন নাকি ? বসেন বসেন । চা দেই? :P
আছেন কেমন ? অনেক ধন্যবাদ রে ভাইয়া ।

২২| ২৫ শে মে, ২০১৩ রাত ১:২৬

শিপু ভাই বলেছেন:
আমারো প্রব না!!! হে হে হে

আমার অনুপস্থিতি মানে পোস্ট নির্বাচিত হতে দেরি হওয়া!!! B-))

তবে আরো তো নির্বাচক আছেন!!! তারাই চালিয়ে নেন!!!

২৫ শে মে, ২০১৩ রাত ১:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওরে চান্স নেয় রে !!! ভালো তো , ভালো না? :-B

২৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১:২৬

বাংলার হাসান বলেছেন: মুলা পামতো দিতে পারি না। তাই +++++++ মারলাম। ;) ;) ;)

২৫ শে মে, ২০১৩ রাত ১:২৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মুলা পামতো নিতে পারি না। তাই +++++++নিলাম । !:#P !:#P !:#P
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভরাত্রি ।

২৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার! আমি আসলে কবিতার ভালো মন্দ খুব একটা বুঝি না, যেটা আমার পড়ে আনন্দ লাগে, মনে সুখ পাই, অনুভুতির ভোঁতা অঞ্চল জাগ্রত হয়, আমি সেটিকেই বাহ! চমৎকার বলি। :)

ও হ্যাঁ, মাঝে মাঝে দারুন!!! বলি। দারুন !!!!!!!

শুভেচ্ছা আপু।

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক ধইন্না পাতা । :#> :#> :#> :#> আহারে প্রতিদিন যদি সবাই এমন কমেন্ট দিতো !!
খুব ভালো থাকবেন ।

২৫| ২৫ শে মে, ২০১৩ রাত ২:০৮

বটবৃক্ষ~ বলেছেন: মন খারাপগুলো কবে যে মেঘ হয়েছিলো , ঠিক মনে পড়ে না ।
আজ বৃষ্টি এসে ছুঁয়ে দিতেই চমকে গেলাম ! আরে ! এতো আমার পালিয়ে যাওয়া মন খারাপ ! মনের খুব গভীরে ওদের লুকিয়ে নিলাম । কিছুতেই আর পালিয়ে যেতে দেবো না ।
আর আমি ? আমি হয়ে গেলাম একলা জেগে থাকা মন খারাপের মেঘ । চোখে বৃষ্টি নিয়ে উচ্ছল রোদের অপেক্ষায় ।


খুব চমতকার ! সবগুলোই দারুন.।.।.।।+++

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ বৃক্ষ । ভালো থাকবেন পাখিদের নিয়ে ।

২৬| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৫৬

আরজু পনি বলেছেন:

:D

হ্যাঁ , তুমি আমার তেমন কেউ
যাকে দেখা মাত্রই আমার পৃথিবী
খোলস পালটাতে শুরু করে।
আহা কি দারুণ রচনা।




আচ্ছা পাতার উপর বৃষ্টি ফোঁটার ছবিটা কি সুষমের তোলা?

আর ব্লগার খেয়াঘাট ভাইয়া হবে আপুনি না :P

১১ নম্বর প্লাসটা বুঝিয়া লউন :-B

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি জানি কোথায় যেন ছবিটা পাইছিলাম । ছবি ভালো হলে চুরি করা জায়েজ - আল তিতির । B-)
খেয়া ঘাট ভাইয়া ??????????????? এটা ঠিক না। নিজের নামে ব্লগিং করতে হবে। এমুন ধরা খাইতে লইজ্জা লাগে ।
আর কি যেন বলতেছিলা , ১১ নং ? রাইখা যাও ওই কোণায় । এখন বিজি । পরে দেখবনে । !:#P !:#P !:#P !:#P

২৭| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:১৭

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার হয়েছে তোমার বৃষ্টি নিয়ে কথামালা।
অগনিত প্লাসে প্লাসায়িত করলাম গো আপা ... :)


বৃষ্টি আমার জন্য বয়ে আনে যেন এক অদ্ভুত স্পর্শ।
বৃষ্টি আমাকে হারিয়ে যাওয়া মধুর স্মৃতিগুলো মনে করিয়ে দেয়।

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওই !!!!!!!!! আমি তো খেয়ালই করি নাই । এতক্ষণ পর । হিংসিত না ? ছিঃ ছিঃ । এই না হইলে খালার পেটের ভাই !!!
X((

২৮| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৩৯

আমিনুর রহমান বলেছেন:

আগামী ২ তারিখ পর্যন্ত রাতে পিসি থেকে অনলাইনে আসবো না বসলেই বউ মারবো :D, গোপন কথা কাউকে বলা যাবে না কিন্তু তাই তো কমেন্টস করতে পারি নাই গো আফা :P

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চুর !!!!!!!!!!!! আমি বলে দেবো । আমি ভালু আপু । !:#P

২৯| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২

ওঁ বলেছেন: সুন্দর পোষ্ট

২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ব্লগে স্বাগতম ।

৩০| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিতা আর কবি দুটো মিলে মন ছোঁয়া ছুয়ি অবস্থা হয়ে গেল

++++++++++++++++++

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুশিতে তো মাটিতে পা পড়ে না রে ভাই । !:#P !:#P !:#P

৩১| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

মুনসী১৬১২ বলেছেন: চৎকার

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

৩২| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ১৩তম +++

২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভরাত্রি ।

৩৩| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯

জুন বলেছেন: অসম্ভব ভালোলাগলো বৃষ্টি কাব্য সাথে ছবিগুলো সাবরিনা সিরিজ তিতির :)
+১৪

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আপুনি , অনেক অনেক অনেক ভালোবাসা নিও । তোমাকে পেয়ে দারুণ লাগলো । !:#P

৩৪| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
কবিতার পোস্টে আমি সচরাচর বড় কমেন্ট করতে পারি না। এক কথায় অসাধারন।

চমৎকার!!!

বৃষ্টি কাব্যগুলি ভালো লাগলো।+++++

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এটা যে কতো বিশাল কমেন্ট !! অনেক কৃতজ্ঞতা !

৩৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন ,,,,,,,,,,দারুন,,,,,,,,,,,দারুন,,,,,,,,,,,,এবং দারুন,,,,,। মন ছোঁয়ানো লেখা,,,,,,,,,,,,,,,,,

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালোবাসা নিও সিস । অনেক অনেক ভালো থেকো ।

৩৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩১

সোহাগ সকাল বলেছেন: টিভিতে আপনার আর কোনো নতুন নাটক হয়েছিলো? :)

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমি নতুন আর নাটক লিখি নাই রে ভাইয়া । তেমন কিছু হলে জানাবো নিশ্চয়ই । অনেক ধন্যবাদ আপনাকে ।

৩৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৭

শাহেদ খান বলেছেন: ছবি-কবিতায় চমৎকার পোস্ট ! তবে এখন বৃষ্টি পড়লে পড়ে আরও মজা পেতাম !

কোনও এক বৃষ্টির দিনে এই পোস্টে আসবো আবার ! :)

অনেক ভাল লাগা !

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব খুব ভালো লাগলো ভাইয়া । অপেক্ষায় থাকলাম । অনেক ভালো থাকবেন ।

৩৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: তিতিপু , ভাল লাগল কবিতাগুলো

বৃষ্টিরে খুব ভালা পাই ;) ;) :D :D

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মিস্তিরি মানুষ বৃষ্টি আপার সাথে কি !!!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন খুব ।

৩৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

রাতুল_শাহ বলেছেন: ছাতা নাই, রেইন কোর্ট নাই
আছে মান পাতা,
নিমন্ত্রণ যেহেতু বৃষ্টিতে ভেজার,
মানবো আর বাঁধা।

দারুণ লাগলো।

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

৪০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর এবং কোমল আপু :)

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৩৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কে তোরে রাস্তা চিনাইলো রে ? ভালো থাকিস খুব । মিস করি তোদের ।

৪১| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

ইনকগনিটো বলেছেন: প্রশ্ন করো'না বন্ধু ,
জলের পরিচয় জানতে নেই
ওর নেই কোন ঠিকানা।


দারুন বৃষ্টিমাখা পোস্ট!

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৪০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন খুব ।

৪২| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৫৬

নস্টালজিক বলেছেন: মেঘের জন্য কষ্ট!



শুভেচ্ছা তিতির!


ভালো থাকুন নিরন্তর!

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ভালো থাকবেন ভাইয়া । ভাবির জন্য শুভেচ্ছা ।

৪৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫

সোহাগ সকাল বলেছেন: আচ্ছা। অপেক্ষায় রইলাম।

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আসলে যোগাযোগ রাখতে হয় । আমার আলসি লাগে । থাকি তো ফরিদপুরে । এটা একটা প্রব । নইলে কিছু হয়তো আসতো ।

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওয়াও..........এই পোস্টটা এতোদিন দেখি নাই........

সবগুলাই চরম...ছবিগুলাও।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন খুব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.