![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো এসো না চুপিচুপি
এসো দস্যি হাওয়ায় মাতাতে আমায়
বুনো বৃষ্টি নিয়ে অবাধ্য সাগর হয়ে
নীরবতার ঠোঁট ছুঁয়ে লুকোনো শব্দে এসো তুমি !
ভুল পথে আর নয় , এসো দক্ষিণের ঝড় হয়ে
মেঘের চেয়ে হও বিদ্যুৎ ,
তুমি আর এসো না আঁধারে
এসো সূর্যে ; চাতক আমি পুড়ে যাবো তোমাতে
অনেকবার মেলেনি হিসেব
আর মিলিয়ো না তা
সব হিসেবের নিকুচি করে
এসো বেহিসেবে ভেসে ।
সব হারানো পথিক ভয় কি তোমার ?
হারাতে এসো যুদ্ধজয়ী বীর
আমি একবার হেরে যাবার জন্য
মন পেতেছি মনের পথে ।
এসো জয় করো সব
অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায়
লিখে নিও তোমার হাতের রেখায় ।
তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালোবাসা নিও সিস । শুভরাত্রি ।
২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো আপু !
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো থেকো ভাইয়া ।
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
মামুন রশিদ বলেছেন: এসো দস্যি হাওয়ায় মাতাতে আমায়
বুনো বৃষ্টি নিয়ে অবাধ্য সাগর হয়ে
নীরবতার ঠোঁট ছুঁয়ে লুকোনো শব্দে এসো তুমি !
দারুন হয়েছে আপু
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: থ্যাংকস ভাইয়া । খুব খুশি হলাম ।
৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো হয়েছে আপু।
আবৃত্তি করতে পারলে পাঠে আরো আনন্দ পেতাম।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: করে ফেলো না ভাইয়া । আমরা সবাই শুনি ।
৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০
সপ্নাতুর আহসান বলেছেন: হিসেবি হয়ে বেহিসেবি জীবনে কি লাভ?
অনেকবার মেলেনি হিসেব
আর মিলিয়ো না তা
সব হিসেবের নিকুচি করে
এসো বেহিসেবে ভেসে ।
চমৎকার লিখেছেন।
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্নবা ভাইয়া । ব্লগে পেয়ে ভালো লাগলো ।
৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০১
একজন আরমান বলেছেন:
এসো জয় করো সব
অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায়
লিখে নিও তোমার হাতের রেখায় ।
তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !
একবার যদি বালিকা বলতো বালক তবে সত্যিই যোদ্ধা হতে রাজি ছিল !!!
ভালো লেগেছে শেষটাতে।
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দিন কি ফুরিয়ে গেছে ভাইয়া ? না যায়নি । হয়তো বলার জন্য সময় নিচ্ছে । অনেক ভালো থেকো ভাইয়া ।
৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩
সোহাগ সকাল বলেছেন: চমৎকার লিখেছেন!
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভসন্ধ্যা ।
৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪
সকাল রয় বলেছেন:
এসো জয় করো সব
অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায়
লিখে নিও তোমার হাতের রেখায় ।
সুন্দরম!
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধন্যবাদ দাদা । ভালো আছেন তো ?
৯| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫১
আরজু পনি বলেছেন:
এসো জয় করো সব
অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায়
লিখে নিও তোমার হাতের রেখায় ।
:-& ওররে বাব্বা !
এতো প্রবল বাতাসে উড়িয়ে নিয়ে যা্ওয়া যোদ্ধা !
হলে, এমনই হ্ওয়া উচিত !
লাকি সেভেন প্লাস ।।
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হুম । হলে এমন হওয়া উচিত । লেতাপেতা ভালু লাগে না ।
১০| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
রাজীব হোসাইন সরকার বলেছেন: সুন্দরের ব্যাখ্যা দিতে গিয়ে অপব্যাখ্যা দেওয়ার ইতিহাস আমার আছে। তাই ব্যাখা দিলাম না।
+++++
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আচ্ছা ! কেমন ? জানার অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ + এর জন্য । শুভসন্ধ্যা ভাইয়া ।
১১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেকবার মেলেনি হিসেব
আর মিলিয়ো না তা
সব হিসেবের নিকুচি করে
এসো বেহিসেবে ভেসে ।
তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !
ভালতো, ভালোনা ++++++++
০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অবশ্যই ভালো । ভালো না ?
১২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২
রেজোওয়ানা বলেছেন: বাহ!!
সুখপাঠ্য!
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালোবাসা নিও আপু । ভালো থেকো অনেক বেশি ।
১৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।
১৪| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১
সাদেকুর বলেছেন: বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি
কল্পনা আর বাস্তব কি এক??? এক নয় নিশ্চয়।
যদি এক হত তাহলে কতই না ভালো হত
++++++
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কল্পনা আর বাস্তব কি এক??? এক নয় নিশ্চয়।
যদি এক হত তাহলে কতই না ভালো হত
আসলেই তাই ।
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।
১৫| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
অপর্ণা মম্ময় বলেছেন: সব হিসেবের নিকুচি করে যোদ্ধা হয়ে জীবনে আসার যে আহ্বান , ভালো লেগেছে পড়তে।
আপনার প্রপিকের পিচ্চিটা খুব সুন্দর !
শুভকামনা আপু ।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ভালো লাগলো সিস তোমাকে লেখায় পেয়ে । তুমি খুব ভালো লেখো । আমি সময় করে তোমার লেখা পড়বো । ভালো থেকো সোনা আপু ।
১৬| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
অদৃশ্য বলেছেন:
আকাঙ্খা, উন্মত্ততায় ভরপুর... দূর্দান্ত হলো
পাঠে আরাম পেয়েছি...
শুভকামনা...
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো লাগলো মুগ্ধতা ।
শুভশন্ধা ।
১৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
মাক্স বলেছেন: অসাধারণ।
লেখাটি ভালো লাগলো!
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাইয়া । শুভসন্ধ্যা ।
১৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
সায়েম মুন বলেছেন: নাইসলি রিটেন। ভেরী ফাইন টিউন।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো লাগলো মুগ্ধতা ।
১৯| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১২ তম ভালোলাগা আপু !
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ আপুই । ভালোবাসা নিও ।
২০| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। দশম ভালো লাগা।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভসন্ধ্যা ।
২১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩
সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার। এমন যোদ্ধাইতো চাই
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ভালোবাসা আপুনি । খুব ভালো লাগলো লেখায় পেয়ে । আসলেই এমন যোদ্ধা চাই ।
২২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২১
এরিস বলেছেন: তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !
সব হারানো কোন পথিকের সাহস জোগালেন আপা।
কবিতায় ভালোলাগা।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ । শুভসন্ধ্যা ।
২৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০২
বোকামন বলেছেন:
বাহ্ ! চমৎকার !!
যোদ্ধা বিজয়ী-বেশে দুর্গম পথে বিজয়ী হোক বারবার ....।
ফিরে আসুক সে ফিরে আসুক।
কবিতায় শুভ্র ভালোলাগা রইলো :-)
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ফিরতে তাকে হবেই । ষ্টেশনে না এলে সে কোথায় যাবে ?
অনেক অনেক ভালো লাগলো লেখায় পেয়ে ।
২৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
এসো যোদ্ধা হয়ে! হেব্বি কবিতা। +++
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । শুভসন্ধ্যা ।
২৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি আর এসো না আঁধারে
এসো সূর্যে ; চাতক আমি পুড়ে যাবো তোমাতে
ভালো লাগলো।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া ।
২৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
এসো জয় করো সব
অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায়
লিখে নিও তোমার হাতের রেখায় ।
তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !
ভাললাগা রইলো আপু।
সাথে একগুচ্ছ +++++++++
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । রোজা মোবারক !
২৭| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম বুঝতাছি একটু বেশিই ভালো।
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হ বেশি ভালো । কম ভালো আবার ভালো নাকি ? হুহ !
২৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
রায়ান ঋদ্ধ বলেছেন: তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !
আপুনি আমারে কিছু টিপস দিও তো....
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওই আমি ক্যামনে দেবো টিপস ? আমি কি যোদ্ধা নাকি ?
২৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
সায়েদা সোহেলী বলেছেন: ।সব হিেসবের নিকুচি করে , এসো বে হিসেবে ভাসি
ভালো হয়েছে +
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: একটা প্লাস আবার ভালো হয় ক্যামনে ?
৩০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬
বাসুরী বাসীয়ালা বলেছেন: একবার বলে দেখত শুধু বালক সব যোদ্ধাদের ছাড়িয়ে যেত।
ভালো লাগলো খুব।
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো থেকো ভাইয়া ।
৩১| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১
আমিনুর রহমান বলেছেন:
ভালো না ঠিক অসাধারণ হয়েছে +++
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুশ আমি ! রোজা মোবারক ভাইয়া ।
৩২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ২২ তম ভালোলাগা আপু
++++++
ভালো থাকবেন সবসময়
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । রোজা মোবারক ।
৩৩| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
রোমেন রুমি বলেছেন: বাহ
বেশ হয়েছে !
সুন্দর!
শুভ দুপুর
ভাল থাকবেন ।
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগে আসবার জন্য । শুভদিন । রোজা মোবারক !
৩৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
তীর্থক বলেছেন: ভালো।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধন্যবাদ বল্গে আসবার জন্য । শুভরাত্রি ।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধন্যবাদ বল্গে আসবার জন্য । শুভরাত্রি ।
৩৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লাগলো আপুনি!
প্লাস!!
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ পথিক । শুভসন্ধ্যা ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
টুম্পা মনি বলেছেন: চমৎকার।