![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ হাতে লুকিয়ে মেঘের পথ আটকে দাঁড়াই আমি
জোছনার ইচ্ছে হলে আসুক ধেয়ে
গোটা পৃথিবী কনে সাজে অপেক্ষা করুক বসন্তের
শীত কেড়ে নিক সব উষ্ণতা
কিচ্ছু যায় আসে না তাতে
না ! আমি কাউকে ছুঁতে দেবো না তোমায় !
অধিকার সবাইকে মানায় না !
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো লাগলো সামান্য লেখার সাথে পেয়ে । ভালো থাকবেন খুব ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নেক্সাস বলেছেন: কিচ্ছু যায় আসে না তাতে
না ! আমি কাউকে ছুঁতে দেবো না তোমায় !
অধিকার সবাইকে মানায় না !
দারুন+++++
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আরে আপনিও এই লেখায় ! নেট এ এলেই একটা স্ট্যাটাস দিতে ইচ্ছে করে । অনেক দিন ব্লগ পোস্ট দেই না । ফেবুর স্ট্যাটাস সরাসরি কপি পেস্ট করলাম । আপনাদের সবাইকে পেয়ে তো মজাই লাগছে !
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শিপন মোল্লা বলেছেন: হুম। অধিকার সবাইকে মানায় না।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ধন্যবাদ লেখা পড়বার জন্য । শুভেচ্ছা !
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
আশিক মাসুম বলেছেন: sorbonas..... osthir kobita...
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আসলেই সর্বনাশ !! হা হা হা হা !
ধন্যবাদ অনেক । ভালো থাকবেন ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন !! অসাধারন !!!
কবিকে অভিনন্দন ।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া ! ভালো থাকবেন অনেক ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ডট কম ০০৯ বলেছেন: অধিকার সবাইকে মানায় না
আসলেই অধিকার সবাইকে মানায় না,কেউ বোঝে কেউ বোঝে না।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হুম কেউ বোঝে , কেউ বোঝে না । ধন্যবাদ লেখায় আসবার জন্য । অনেক অনেক ভালো থাকবেন ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
অন্ধকারে একজন বলেছেন: সুন্দর।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক কৃতজ্ঞতা একজনকে । ভালো থাকবেন ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত!
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া । খুশি হলাম লেখায় পেয়ে । ভালো থাকবেন ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন খুব ।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অধিকার সবাইকে মানায় না !
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এটা আসলেই মন খারাপের ।
সাধারণ একটা লেখায় সবার উপস্থিতি ভীষণ ভালো লাগলো ভাইয়া । ভালো থাকবেন অনেক ।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
মায়াবী ছায়া বলেছেন: অধিকার সবাইকে মানায় না !
....হুম ঠিক ।।
ভাল লাগলো ।।ভাল থাকুন আপু।।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ব্লগে স্বাগতম ! অনেক ধন্যবাদ । খুব ভালো থাকবেন সব প্রিয়জনকে সাথে নিয়ে ।
১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অধিকার সবাইকে মানায় না !
খুব সত্য !
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো থেকো ভাইয়া । তোমার মা নিয়ে ভাবনার জন্য তোমাকে সালাম । পারলে আমিও মা কে নিয়ে কিছু লিখবো । আল্লাহ তোমার মঙ্গল করুন । আমীন !
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভসন্ধ্যা !
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই সুন্দর।
ছোট্ট কবিতায় মুগ্ধ।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া । ভালো থেকো ।
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
অধিকার সত্যি সবাইকে মানায় না।
সহমত
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: থ্যাঙ্কু । ভালো থাকিস খুব ।
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩
আরজু পনি বলেছেন:
শেষ লাইনটা এক্কেবারে ঝাক্কাছ !
অধিকার সবাইকে মানায় না ...
লাইকড, কবি ।।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুশ ! খুশ ! খুশ ! ভালো থাইকো রে !
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
বটবৃক্ষ~ বলেছেন: কিচ্ছু যায় আসে না তাতে
না ! আমি কাউকে ছুঁতে দেবো না তোমায় !
অধিকার সবাইকে মানায় না !
অসাধারনের উপরে কিছু থাকলে সেটা !!
বেশি অসাধারণ!!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: লইজ্জা পাইলাম ।
১৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
বটবৃক্ষ~ বলেছেন: এই নীলগুলো কি তিতির পাখি??
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বলবো কেনু ?
আমি এতো সুন্দর না ! দুঃখ ! দুঃখ !
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া । ভালো থাকবেন অনেক বেশি ।
২০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
নুর ফ্য়জুর রেজা বলেছেন: অধিকার সবাইকে মানায় না, কিন্তু রোদকে হাতের মাঝে বন্দী করে রাখার অধিকারই কি সবার আছে?
+++++
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এই কারণেই বলা অধিকার সবাইকে মানায় না । রোদ (কষ্ট ) নিজে সহ্য করার প্রিয়জনকে আগলে রাখার ক্ষমতা অনেকের আছে কিন্তু ।
অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকবেন । ব্লগে পেয়ে ভালো লাগলো ।
২১| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
বোকামন বলেছেন:
জোছনার ইচ্ছে হলে আসুক ধেয়ে
গোটা পৃথিবী কনে সাজে অপেক্ষা করুক বসন্তের
শীত কেড়ে নিক সব উষ্ণতা
খুব সুন্দর
+
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোকামন । ভালো থাকবেন খুব ।
২২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
বশর সিদ্দিকী বলেছেন: ৭ লাইনে চমৎকার কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন খুব ।
২৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর ।
ভাল্লাগলো তিতির।
তিতির নামটা ভারী সুন্দর।কবিতার মতন।
শুভকামনা।
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আপু , অনেক ভালোবাসা তোমাকে ।খুশি হলাম আমার সামান্য লেখায় তোমার উপস্থিতি । খুব ভালো থেকো আপু সোনা । ঈদ মোবারক ।
২৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
সায়েম মুন বলেছেন: অধিকার সবাইকে মানায় না !
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আসলেই মানায় না ।
ঈদ মোবারক ভাইয়া ।
২৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২২
বটবৃক্ষ~ বলেছেন: আহা বলো না!
আমি তিতির পাখি দেখিনি কখনো!
তোমাকে তো দেখেছি ছবিতে!!
সুন্দরী আপি!
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইয়ে মানে লজ্জা পাই তো । ওসব ফটোশপের কেরামতি ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিচ্ছু যায় আসে না তাতে
না ! আমি কাউকে ছুঁতে দেবো না তোমায় !
অধিকার সবাইকে মানায় না !
সুন্দর।