![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Legal Practitioner
যৌবনে রুপ দেখিয়ে কলেজ কাপানো মেয়েটি আজ নিজের মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্রী! অপি করিম,শখ,স্পর্শিয়া, সারিকা, মোনালিসা, জয়াদের মতন জাতীয় ক্রাশরা তাদের স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।
তাহসান মিথিলার সৌন্দর্যের রোমান্টিক রসায়নও প্রত্যাশাকে স্তব্ধ করে দিয়েছে। মিডিয়া কাপানো রোমান্টিক সুন্দরিরাও সৈন্দর্যের বড়াই করতে পারেনি বেশিদিন। অকালেই ঝরেছে সুন্দরের বিশাক্ত দেমাগ। কালের গর্ভে হারিয়েছে উচ্ছ্রঙ্খল জাহিলিয়াত।
লাক্স সুন্দরী বাঁধন তো জাতীয় পর্যায়ের সুন্দরী, সে কেন পারেনি তার সৌন্দর্য দিয়ে স্বামীকে মুগ্ধ করতে? অপু পপীরা পর্দায় নায়িকা হলেও, বাস্তব সংসারী হতে পারেনি। হেপি,সুবাহ্-র মতন সুন্দরীরা রুবেল, নাসিরদের কাছে রিজেক্টেড হচ্ছে প্রতিনিয়তই। তাদের সৌন্দর্য যেন প্যারালাইজড্।
বিখ্যাত যৌন আবেদনময়ী, নারীবাদি চেতনা লালনকারী তসলিমা নাসরিনের রিলেশনশিপ ইনফোতে "সিঙ্গেল" দেওয়া কেন?
বিয়ের আগে যারা এত ডিমান্ডেড, বিয়ের পর তারা কেন এত এভোয়েডেড? কেন অকালেই সুন্দরের এই অকাল মৃত্যু? বুঝে আসে কিছু?
প্রকৃত ব্যাপার…
সংসারে সুখের মৌলিক উপাদান আমার সুন্দরী আপিদের মাঝে অনুপস্থিত। সুন্দরের দেমাগ, ইগো,নৈতিকতা আর ধার্মিকতা ছিল প্রায় অনুপস্থিত।
বর্তমানে বাংলাদে্শের ডিভোর্সের পরিসংখ্যান দেখলে নিশ্চিত মাথা ঘুরে যাবে। মজার ব্যাপার হচ্ছে, এসব ডিভোর্সের অধিকাংশই শিক্ষিত, ক্যারিয়ার সম্পন্ন, ধনীর দুলালী ও ক্যারিশ্মাটিক নারীর সংখ্যাই বেশী। সৌন্দর্য আর ক্যরিয়ারের দেমাগ তাদেরকে অসুখি করেই ছেড়েছে।
ভাবছি একটা ভীন্ন ইতিহাস গড়বো। এতো সুন্দরী প্রিয়তমা চাইনা। যেখানে হাতে হাত রেখে দুজনেই প্রেম শিখবো প্রকৃতির কাছে। একটা সুন্দর মনের জান্নাতের সংগী চাই। যার চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়া যাবে যহস্র রজনী। যার ব্যবহারের স্নীগদ্ধতায় প্রশান্তি খুজে পাওয়া যায়।
গভীর রাতে জায়নামাজে অশ্রুবন্যা হবে বিধাতার দরবারে। বিধাতার কাছে নিজেকে সপে দিয়ে বলবো, রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা অমিন জুররিয়াতিনা…..।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: আসলে ভবিষ্যতে কি হবে? কি ঘটনে আমরা জানি না।
তাই বর্তমানের প্রতিটা মুহুর্ত আমাদের হিসাব করে চলা দরকার।