![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকা ও লন্ডনে বিলাসী জীবন যাপনের জন্য যারা বাংলাদেশে রাজনীতি করে, তারা কি করে বুঝবে বাংলার দুঃখগাথা। নুন্যতম মৌলিক চাহিদা পুরন হয়না এখানে। তাই মেনে নিয়েছিলাম এই দেশে জন্মই আমার আজন্ম পাপ। হঠাৎ সুরয দেখতে পেলাম, তোমাদের এক হওয়া, অন্যায়ের বিরূদ্ধে তোমাদের বলিষ্ঠ কন্ঠস্বর, আবার স্বপ্ন দেখা শুরু করলাম।
তোমরা হেরে যেওনা। দাবি না আদায় হওয়া পরযন্ত প্রজন্ম চত্বর ছেড়ে দিও না। খুব ভয় হয়, রাজাকারদের সাথে ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলোর যদি রাতের আধারে কোন আতাত হয়ে যায়, চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে এই বাংলাদেশ। তাই সতর্ক থেকো, দেশপ্রেম থেকে জেগে উঠা এই আন্দোলন থেকে কোন রাজনৈতিক দল যেন লাভবান না হয়, লাভবান হয় যেন শুধু বাংলাদেশ। তোমরা হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছো, সে স্বপ্ন ভেঙ্গে দিও না।
©somewhere in net ltd.