![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪টা বাজতে ১ মিনিট বাকি,
কাঊন্ট ডাঊন শুরু হলো ৫৯, ৫৮, ৫৭, ৫৬ ......
গুনতে গুনতে যখন এসে পড়লো ১০, ৯, ৮, ৭ ......
অগুনিত মানুষের সমস্বরে আকাশ বাতাস কাপতে লাগলো,
যেন কোন মহেন্দ্রক্ষনের আপেক্ষায় সবাই
তারপর এলো সেই কাঙ্খিত “১” ......
নিরব হয়ে গেল চারিদিক, সুনশান নিরবতা,
হাজার হাজার মানুষ, পিনপতন নিস্তব্ধতা,
মুষ্টিবদ্ধ হাত, একটাই দাবি
সকল রাজাকারদের ফাসি চাই।।
আমি সেই মহেন্দ্রক্ষনের (প্রজন্ম চত্তর, শাহাবাগ, বিকাল ৪টা, ১২ ফেব্রুয়ারী, ২০১৩) একজন সাক্ষী। জানি ক্ষমতা লোভী রাজনীতিবিদ দের প্রতিটা দাবির বিপরিতে রাজনৈতিক অংক থাকে। সেদিন উপস্থিত জনতার দাবির অন্তরালে কোন অংক ছিল না, ছিল দেশ প্রেম, ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা, ছিল নিরযাতিত মা বোনদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে প্রতিশোধের নেশা। তাই নিশ্চিন্তে বাসার পথে পা বাড়ালাম, জানি এই নিঃস্বার্থ দাবি কখনো বৃথা যেতে পারে না।
©somewhere in net ltd.