নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই আমি

সাদিকপাভেল

ব্লগ লেখার চেয়ে পড়তে ভাল লাগে।

সাদিকপাভেল › বিস্তারিত পোস্টঃ

পিশাচদের প্রতি সেই ছোট্ট শিশুটিও প্রচন্ড ঘৃণায় থুথু ফেলে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬





কারা আমাদের চেতনার এই পতাকাকে ছিঁড়ে শহীদদের, বীরাঙ্গনাদের, আর মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে??? তারা কারা??? এরা হচ্ছে জামাত-শিবিররূপী হায়েনা... তারা এখনও তাদের বাপদের পরাজয় এর জ্বালা ভুলতে পারেনি। এসব পিশাচদের প্রতি সেই ছোট্ট শিশুটিও প্রচন্ড ঘৃণায় থুথু ফেলে... আমাদের আবেগ, আমাদের স্বাধীনতা হচ্ছে আমাদের বাংলা ভাষা। সেই বাংলা ভাষা যাদের অবদানে পেয়েছি তাঁদের স্মৃতির উদ্দেশ্যে বানানো শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে সেইসব বর্বর পিশাচ, এই দেশেরই আলো হাওয়ায় বড় হওয়া বেঈমান, বিশ্বাসঘাতকেরা। আমাদের চেতনার রঙ আমাদের পতাকা, আমাদের স্বাধীনতা প্রতীক আমাদের স্মৃতির শহীদ মিনার--- এগুলো অবমাননা করার অধিকারতো কাউকে দেয়া হয়নি... সেইসব বর্বর পিশাচদেরতো এই অধিকারও নেই, তোদেরতো ক্ষমতাও নেই পতাকা আর শহীদ মিনারের মর্ম বোঝার কারণ তোদের শরীরে পাকিদের রক্ত। তোরা কিভাবে বুঝবি আমাদের কাছে এই পতাকা, শহীদ মিনারের মর্যাদা কত... যে পতাকা কে ছুঁয়ে দিলে নিজেকে পবিত্র মনে হয়, যে শহীদ মিনারের কাছে গেলেই চোখ দিয়ে নিজের অজান্তে সেইসব ভাষা সৈনিকদের জন্য পানি এসে পরে-তা তোদের বোঝার ক্ষমতা কোনোদিনও হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.