![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাস্টিয়ান হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। একটা সুন্দর উদ্যোগকে তথাকথিত আন্দোলনের নামে মেরা ফেলা হলো... শাহজালালের নামে হলেও এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা সারা বাংলাদেশের মানুষের টাকায় চলে, মাজারের টাকায় নয়। আর সিলেটের মানুষ অনগ্রসর জনগণও নয়, আবার তাদের মেধাও অন্য জেলার মানুষের তুলনায় কম নয়, তাহলে এই নির্লজ্জ কোটা সুবিধার দাবি কেন? একটা পাবলিব বিশ্ববিদ্যালয় একটা এলাকার অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর সুবিধা সিলেটের মানুষ ভোগ করছে। এরপরও কোটা নামের এই অন্যায় দাবি কেন??? অনতিবিলম্বে এই ধরনের অরাজকতা বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। জাফর স্যার ও ইয়াসমিন ম্যামকে সস্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১০
নূর রবি বলেছেন: সাস্টিয়ানদের এগিয়ে আসা উচিত এর প্রতিবাদে।এত বড় একটা অন্যায় আপনারা তীব্রভাবে প্রতিহত করবেন সেই আশাই করি।
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
সাদিকপাভেল বলেছেন: দু:খিত দেরীতে উত্তর দেওয়ার জন্য। হুমমম, সকল সাস্টিয়ানরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জাফর স্যার আর ইয়াসমিন ম্যামকে সসম্মানে ফিরিয়ে এনেছে।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৬
গোকুল নাগ বলেছেন: আন্দোলনের মাধ্যমে স্যারকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
সাদিকপাভেল বলেছেন: সকল সাস্টিয়ানরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জাফর স্যার আর ইয়াসমিন ম্যামকে সসম্মানে ফিরিয়ে এনেছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
নিকষ বলেছেন: যেই দেশের প্রশাসনে ৫৫ শতাংশ নিয়োগই কোটায়, সেই দেশে এই জাতীয় দাবি অস্বাভাবিক কিছুই না।
এবার যদি কোটাপ্রেমীদের মাথায় যদি একটু সেন্স আসে।