নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই আমি

সাদিকপাভেল

ব্লগ লেখার চেয়ে পড়তে ভাল লাগে।

সাদিকপাভেল › বিস্তারিত পোস্টঃ

ঘটনার অবতারনা

০১ লা নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৩

ফ্রান্সে আসার পর টিভিতে একটা অনুষ্ঠান খুব মজা নিয়ে দেখতাম। সময়ের স্রোতে অনুষ্ঠানটির নাম ভুলে গিয়েছি। অনুষ্ঠানে দুজন প্রতিযোগীকে ১০০০ ইউরো দিয়ে স্থানীয় খোলা বাজারে ছেড়ে দেওয়া হতো। তারা সেখান থেকে বিভিন্ন পন্য কিনে সেটাকে প্রয়োজনমতো পালিশ/টালিশ করে বিক্রি করতো। যে বেশি আয় করতে পারবে সেই হবে জয়ী। তো একবার একজন প্রতিযোগী খোলা বাজারে ঘুরতে ঘুরতে এক বোতল পুরোনো ওয়াইন পেলো। অনেকেই জানে ওয়াইন যতো পুরোনো হয় তার টেস্ট আর দাম দুটোই বারে। সেই থিওরীতে সে অন্যান্য সামগ্রীর সাথে সেই পুরোনো ওয়াইনের বোতল ৮০ ইউরোতে কিনে নিলো। পরবর্তীতে যখন সে ওয়াইন মিউজিয়ামে সেই ওয়াইন বিক্রি করতে গেলো তখন সেখানকার বিশেষজ্ঞ তাকে ৫ ইউরোর বেশি দিতে রাজী হলো না। কারণ ওয়াইন শুধু পুরোনো হলেই হয় না তার ব্র্যান্ড ও স্বাদ যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। বিশেষজ্ঞ ঐ প্রতিযোগীকে ওয়াইন টেস্ট করতে দিলে সে সাথে সাথেই মুখ থেকে ফেলে দেয়।

এইবার আরো কয়েকটি ঘটনার অবতারনা করা যাক। আমাদের অনেকেই বাংলা ছবির প্রেমে পরে সকল বাংলা ছবিই হলে দেখতে যান আর ছবি যদি হয় স্বঘোষিত সতজিৎ রায়ের তাহলে তো কথাই নেই। তবে সকল সতজিৎ রায়ের ছবিই যে সতজিৎ রায়ের ওয়াইনের মতো ও দুঃখিত ছবির মতো হবে সেটা ভাবা ঠিক নয়।

ই ঈ ও ঔ খ্যাত লেখিকা বলেছেন, হারুকী নিজেকে নারীবাদী মনে করেন কিন্তু তার ছবি "খুব" এ নারীবাদী এর "ক" ও নাকি পাননি। হারুকীর ছবি "বার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" এ দিশার পরিবর্তে যদি ভানো মিত্র থাকতো তবে বশারফ করিমকে পুতুল নিয়ে কচলাকচলি করতে হতো না। এরপরও ই ঈ ও ঔ খ্যাত লেখিকা কী বুঝতে পারেননি হারুকীর নারীবাদী তার বধু দিশা পর্যন্তই সীমিত(!)।
নিন্দুকেরা বলে বিখ্যাত আলালা একবার মেয়েদের জিন্স পড়া নিয়ে মন্তব্য করেছিল। তারপর তার হৈতীষীরা (!) তাকে জিন্স পড়ে তারপর কমেন্ট করতে বলে। পরে সেই আলালা জিন্স পড়ে ক্যাম্পাসে গেলে তার সহপাঠীরা তার ছবি তুলে মিয়া বলিফা বলে সামাজিক মাধ্যম ভাইরাল করে ফেলে।

এবারও হারুকী হৈতীষীরা (!) তার মতো ছবি বানিয়ে মন্তব্য করতে বললে বাঙ্গালিরা হারুকীর ছবিকে "বুব অফ রোজ" বানিয়ে ছেড়েছে।
অতএব আর যাই হোক ওয়াইন পুরাতন (স্বঘোষিত সতজিৎ রায়) হলেই যে খেতে স্বাদ হবে সেটা ভাবা ঠিক নয়।

সতর্কীকরণঃ অ্যালকোহল স্বাস্থের জন্য ক্ষতিকর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


ছবি নিয়ে লিখতে গিয়ে, প্রথমে যেই গল্প জুড়ে দিয়েছেন, শেষাবধি সেটাকেই মুখ্য বলে মনে হলো

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

সাদিকপাভেল বলেছেন: আমি তো ছবি নিয়ে লিখতে বসিনি, আপনি বুঝতে ভুল করেছেন।

২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফ্রান্সের টিভি অনুষ্ঠানটির আদলে আমাদের চ্যানেলগুলো কিছু করলে দর্শকপ্রিয়তা পাবে।

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

সাদিকপাভেল বলেছেন: হয়তো

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উসকাইয়া দিয়েন না। এমনিতেই "হারুকী বার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" - কনডম কেনার দৃশ্য রাখছিলেন। এবারে নাকি কাইটা দিছে সেন্সর বোর্ড। আবার নাকি ভানো মিত্র'র দরজার সামনে দাঁড়াইয়া পা ঘষার দৃশ্যও কাটা হইছে। বেশী উসকাইয়া দিলে হারুকী আরো ডেয়ারিং সিন সামনে নিয়া আসবো। এখন তো নাটক মনে কইরা সবাই মিইল্যা দেখি পরে সেটাও বন্ধ হইবো...

২৯ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭

সাদিকপাভেল বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.