![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোষণাঃ আমার এই লেখাটি যারা সরকারী হাসপাতালে প্র্যাকটিস করেন তাদের জন্য নয়।
এই লেখার অবতারণা কারণঃ অ্যাম্বুলেন্সে ১৬ ঘণ্টায় ৬ হাসপাতালে ছোটাছুটি, অতঃপর বিনা চিকিৎসায় মৃত্যু
রোগীটি বিনা চিকিৎসায় মারা যায় আর ৬টি হাসপাতালের মধ্যে কয়েকটি ছিলো বেসরকারী হাসপাতাল যেখানে কতৃপক্ষের সম্মতিতে ভর্তি করা হয় কিন্তু একটাতে ডাক্তার রোগীকে দেখতে যায়নি আর আরেকটিতে চিকিৎসা দিতে প্রায় অস্বীকার করে। আপনাদের ভাষায় চিকিৎসা মহান পেশা, কিন্তু আপনারা আজ মহান (!) দৃষ্টান্ত স্থাপন করলেন।
এখানে কথা হচ্ছে ডাক্তাররা ভর্তিকৃত রোগীকে চিকিৎসা দিতে অস্বীকার করতে পারে কিনা। তাদের নৈতিকতা কী বলে? রোগীতো বিনা টাকায় চিকিৎসা নিতে যায়নি। আর এমন না যে তারা চিকিৎসাকালীন যে খরচ আসবে সে খরচ নেয় না। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি যদি পপুলার বা এর মত ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করতে যান দেখবেন যে রিসিটে ঐ রক্ত পরীক্ষার ফির সাথে ছোট ছোট অনেক ফিও উল্লেখ আছে। লক্ষ্য করলে দেখবেন তারা রক্ত পরীক্ষার জন্য যে সিরিন্জ, হেক্সিসল, ওয়ানটাইম বেন্ডিজসহ যা যা লাগে তার ফিগুলো রোগীর কাছ থেকেই কেটে রাখে। প্রতিটা বেসরকারী হাসপাতালেও রোগীর চিকিৎসার জন্য যা যা লাগে তার সবকিছুর ফি রাখা হয়। তাহলে রোগী চিকিৎসা না করতে ডাক্তারের অস্বীকার করার কোনো নৈতিক অধিকার নেই যারা বেসরকারী (সরকারী হাসাপাতালে দায়িত্বরতরাও না কিন্তু তাদের যেহেতু সরকার পিপিই দেয়নি সেই ক্ষেত্রে সরকারকে দায়ী করা ছাড়া আপাতত কিছু বলার নেই) হাসপাতালে যা প্র্যাকটিস করে। আপনার দেয়া প্রতিটি সেবার বিপরীতে রোগী টাকা দেয়। আপনি বলবেন পিপিই এর কথা... সেটা আপনি আপনার নিয়োগকর্তাকে বলেন। নিয়োগকর্তাতো ঠিকই ফি কেটে নিবে। সরকারকে কেন বলবেন পিপিই দিতে? আপনার নিয়োগকর্তা কি ফি নেওয়ার সময় বলবে সরকার পিপিই দিয়েছে আমি রোগীর কাছ থেকে ফি নিবো না। ফি নেওয়ার সময় রোগী দিবে আর পিপিই দেবার বেলায় সরকার? কেন আপনারা যে ফি নেন তার থেকে কি নিজের জন্য পিপিই কিনতে পারেন না? আজ অনেককেই দেখলাম ভারতে নাকি ডাক্তারদের জন্য ৫০লাখ টাকার বীমা করেছে। আপনার বীমার দরকার পড়লে তার জন্য আপনি আপনার নিয়োগকর্তাকে বলুন। তার জন্য রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখার অধিকার আপনাকে কে দিয়েছে?
বেসরকারী হাসাপাতালের ডাক্তারা আজ যে নজির স্থাপন করলেন তা নিন্দার জানানোর ভাষা নেই। যদি চিকিৎসা দেওয়ার মানসিকতা না থাকে তবে পদত্যাগ করে চলে যান। ঘরে বসে থাকেন। প্রসাশনের কর্মকর্তা পিপিই পেয়েছে আপনি পাননি বলে সামাজিক মাধ্যমে অভিযোগ না করে নিজের কাজটা ঠিকমতো করুন। আপনার নিয়োগকর্তাকে বলুন আপনার নিরাপত্তার দায়িত্ব নিতে। ইউরোপে ডাক্তাররা মৃত্যুর ঝুঁকি আছে জেনেও অবসর ভেঙ্গে ফিরে এসেছে চিকিৎসা দেওয়ার জন্য... তাও আবার যাদের জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ তাদের সকলেরই বয়স ৬০ এর উপরে। শুধু মাত্র করোনার উপসর্গ আছে বলে আপনারা রোগীকে চিকিৎসা না দিয়ে ফেলে রাখছেন। মনে রাখবেন, প্রকৃতি প্রতিশোধ নেয়, আপনার ক্ষেত্রে কিভাবে নেবে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন।
২| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুখজনক
৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: পিপিই, মাস্ক বিক্রির নামে অনলাইনে ফ্রড ব্যাবসা জমজমাট, সাংবাদিক পরিচয় পেলেই সবকিছু হাইড করে দিচ্ছে.. ব্লক করে দিচ্ছে!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২০ সকাল ৯:০৭
নেওয়াজ আলি বলেছেন: Sad