|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



রাত জেগে বলিউড এর “রানঝানা” মুভিটা দেখলাম ।ভালই লাগলো...আসলে বেশ ভাল লাগলো ।
ডিরেক্টর আনান্দ এল. রায় এর পরিচালনায় তামিল অভিনেতা ধানুশ এবং বলিউড অভিনেত্রী সোনম কাপুরের অভিনীত এই মুভিটি চার সপ্তাহে আয় করেছে প্রায় ১০০ কোটি রুপি ।
মুভির শুরুটা দেখে অনেকে হয়তো নিজের স্কুল লাইফে ফিরে যাবে বা যেতে ইচ্ছা করবে ।আমার তো ইচ্ছা করছিল নতুন করে আবার প্রেমে পড়ি ।
কমন কাহিনী...পাড়ার লাফাঙ্গা ছেলে হাইফাই ঘরের মেয়ের পেছনে লাইন মারে । তবে মুভির ভেতরের দিকে অনেক গুলো টুইস্ট আছে । শেষ পর্যন্ত কি হয় তা নিজে দেখে নিলে ভাল হয় ।
ছবিতে নায়িকা নায়ককে উদ্দেশ্য করে একটা ডায়ালগ দেয় যার বাংলা অর্থ অনেকটা এমন, “তুমি আমার বাসায় গ্যাস সিলিন্ডার এনে দাও,বাজারের সবজি বহন কর,বাসার পানির লাইন ঠিক করে দাও সেজন্য আমার বাবা-মা তোমাকে পছন্দ করে কিন্তু এই পছন্দটা এই রকম না যার জন্য আমাকে তোমার হাতে তুলে দেবে” ।
আসলে এই কথাটা আমরা ছেলেরা একেবারেই ভুলে যায় । আমরা এত কিছু না করলেও যা করি তাই বা কম কি ।
প্রেমিকা বা হবু প্রেমিকার যেকোন আত্মীয়র সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য কতই না চেষ্টা করি । তাদের সাথে দেখা হলে আদরে-আহলাদে আট খানা (কেউ কেউ ষোল খানা) হয়ে পড়ি । তাদের উপকারে লাগে এমন কাজ করাটা নিজের ফরজ দায়িত্ব মনে করি । কিন্তু এই আমরা নিজের বাড়িতে আডলফ হিটলারের রূপ ধরে থাকি ।
সত্যি বলতে কি এত এত কিছু করার কোন দরকার নেই । নিজের যোগ্যতা থাকলে সবই হবে । তাই বলে আমি ভাব দেখিয়ে চলতে বলছি না, স্বাভাবিক ভদ্রতা বজায় রাখলেই হল, এত তেল মারার দরকার নাই ।
এই মুভিতে হাতের রগ কেটে ফেলার মত ভয়ংকর একটা বিষয় কয়েকবার তুলে ধরা হয়েছে ।কাহিনী রোমাঞ্চকর করার জন্য মুভিতে এসব দেখানো হয় কিন্তু বাস্তবে অনেকেই এসব করে ফেলে যার অধিকাংশ মুভি-নাটক থেকে শেখা ।আশা করি অন্য কিছু শিখলেও এই কাজটা থেকে সবাই দুরে থাকবে ।
অধিকাংশ ছেলে-মেয়েই মুভির কল্যাণে প্রেম করতে শেখে ।
আমি তো স্কুল লাইফে শাহরুখ খানের “মোহাব্বাতে” মুভি দেখার কয়েকদিন পরেই নিজেকে আবিষ্কার করলাম আমি এক মেয়ের চিন্তায় জেগে জেগে রাত পার করছি ।আমার প্রথম ইটিস পিটিস চিন্তা... 
অনেকের প্রথম কাহিনীটা এমনি ।
মুভিতে যা দেখাই তাই আমাদের করতে ইচ্ছা করে কিন্তু তাতো আর সম্ভব না ।যেমন তামিল মুভিতে নায়ক খেপে গেলে চারিদিকে ঝড়ো হাওয়া বইতে থাকে এবং সে একাই বিশ-ত্রিশ জনকে মাইরা লম্বা করে ফেলে ।বাস্তবে কি এসব সম্ভব ? কেউ চীন থেকে মাইরপিট শিখে আসলেও এমনটা করতে পারবে না ।
তাই আসুন সবাই মজা নেওয়ার জন্য মুভি দেখি আর পারতপক্ষে এসব থেকে কিছু না শেখারই চেষ্টা করি ।তবে অবশ্যই মাঝে মাঝে শেখারও কিছু থাকে ।
ধন্যবাদ ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.