নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদয় খান

সাধারন একজন মানুষ কিছু অসাধারন সপ্ন নিয়ে দিন পার করছি । সাধারণ থাকতে চাই । তবে মাঝে মাঝে ভাবও মারি । আমার আশপাশের সবাইকে হাসি-খুশি রাখতে বেশি পছন্দ করি । ফেসবুকে লিখি আবার টুকটাক ব্লগে লিখি । আমার লিখা পড়ে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটে তাই যথেষ্ঠ । ধন্যবাদ ।

সদয় খান › বিস্তারিত পোস্টঃ

গার্লফ্রেন্ড থাকার "সুবিধা" !!! :D

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

তোমার গার্ল ফ্রেন্ড থাকলে তুমি যে ধরনের "সুবিধা!" উপভোগ করবে...



১. অনন্ত জলিলের মত নিজেরে ফোকাস করার জন্য আজাইরা টাকা খরচ করতে হবে ।



২. বেশিরভাগ সময় টেনশনের মধ্যে থাকতে হবে ।



৩. মন মেজাজ প্রায়ই খারাপ থাকবে ।



৪. তারে নিয়ে ঘুরতে গিয়ে মার-টার খেতে হতে পারে ।



৫. কখনও পিউন, কখনও নাইটগার্ড বা কখনও বডিগার্ড হতে হবে ।



৬. কোন কারণে তোমার মন খারাপ থাকা সত্বেও তারে পুতুপুতু টাইপ কথা শোনাতে হবে ।



৭. মোটা হলে চিকন, চিকন হলে মোটা; খাটো হলে লম্বা ,লম্বা হলে খাটো; কম খেলে বেশি আর বেশি খেলে কম খেতে হবে; কালা হলে ধলা, আবার বেশি ধলা হলে কালা হতে হবে ।



৮. চাও আর না চাও একটা কথা প্রতিদিন বলতে হবে, "তুমাক না পালি পরে এএ আমি বাঁচপো না কয়া দিলাম" ।



৯. তুমি যতই আর্টস বা কমার্সের স্টুডেন্ট হও না কেন তোমার প্রথম টার্গেট ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে ।



১০. অনেক সময় জানের ইয়ারি দোস্তকেও ত্যাগ করতে হবে ।



১১. এক কথায় মানুষ হওয়া সত্বেও তোমাকে গলায় দড়ি বাধা ছাগল হতে হবে ।



এত "সুবিধার!" পরেও আমরা সবসময় সেই মানুষটার জন্য অপেক্ষা করি ।



কিছুক্ষন পর পর সে যদি ফোন না দেয়, যদি জানতে না চায়,"এই তুমি কি করো?" আমাদের মাথা আউলা হয়ে যায় (কারো বেশি কারো কম) ।



জীবনকে অর্থহীন মনে হয় ।



তাইতো এয়ারটেল এর সাথে তাল মিলিয়ে আমরা বলে চলেছি,



"ভালবাসি তাই ভালবেসে যাই..."



ধন্যবাদ ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

শাহরিয়ার খান রোজেন বলেছেন: কথা সত্য বস।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

সদয় খান বলেছেন: জি জি । ধন্যবাদ আপনাকে ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: রাত্রেবেলা এইসব মনে থাহে না......

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

সদয় খান বলেছেন: সেটাই ভাল । আমারও থাহে না ;) । ধন্যবাদ ।

৩| ০৭ ই মে, ২০১৪ রাত ২:০০

ডি মুন বলেছেন: বাহ, ভাল বলেছেন :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.