![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ উপলক্ষ্যে থ্রি-
পিস
না কিনে দেওয়ায়
স্বামীকে তালাক
দিয়েছেন
এক
স্ত্রী।
খুলনার
পাইকগাছার
গদাইপুর
গ্রামে এই
ঘটনা ঘটেছে।
এই
গ্রামের
গৃহবধূ
শারমিন
আক্তারকে ঈদে ‘পাখি’
থ্রি-
পিস
কিনে না দেয়ায় তিনি তার স্বামী মো.
সাইদুল ইসলামকে তালাক দিয়েছেন।
জানা গেছে, সাইদুলের বাবা তোকিম
মিয়া ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই ছেলের
স্ত্রীর জন্য দুটো শাড়ি উপহার দেন। বড়
ছেলের স্ত্রী খুশি হলেও ছোট
ছেলে সাইদুলের স্ত্রী শারমিন
শাড়ি নেবেন না বলে জানিয়ে দেন।
তিনি তার স্বামীকে ‘পাখি’ থ্রি-পিস
কিনে দেওয়ার জন্য জেদ করেন।
সাইদুল পরে ‘পাখি’ থ্রি-পিস
কিনে দেবেন এমন আশ্বাস দিয়ে বাবার
আনা শাড়িটা গ্রহণ করতে বলেন। কিন্তু
এতেই শারমিন আরও রেগে যান
এবং তাদের মাঝে ঝগড়া শুরু হয়।
এরপর
শারমিন তার বাবা ও
ভাইকে ডেকে এনে সাইদুলকে তালাক
দেন। তালাক দেওয়ার ঘটনা ঘটে শুক্রবার
বিকালে।
ঘটনা এখানেই শেষ নয়।
সাইদুলকে তালাক দিয়ে বাবার
বাড়িতে যাওয়ার সময় শারমিন বলেন,
‘ঈদের আগেই নতুন বিয়ে করব এবং নতুন
স্বামীকে নিয়ে ‘পাখি’ থ্রি-পিস
পরে তোর বাড়ির
সামনে দিয়ে ঘুরে যাবো।’
জানা গেছে, সাইদুল তালা উপজেলার
কানাইদিয়া গ্রামের মির সহিদুল
ইসলামের কন্যা শারমিন আক্তারকে দেড়
বছর আগে বিয়ে করেন। সাইদুল মাছ
ধরে জীবিকা নির্বাহ করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-
সমালোচনা চলছে ।লিংক
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৪
সদয় খান বলেছেন: জি জি ভাই এসব বিচ্ছিন্ন ঘটনা । ধন্যবাদ...ভাল থাকবেন ।
২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সাইদুলকে তালাক দিয়ে বাবার
বাড়িতে যাওয়ার সময় শারমিন বলেন,
‘ঈদের আগেই নতুন বিয়ে করব এবং নতুন
স্বামীকে নিয়ে ‘পাখি’ থ্রি-পিস
পরে তোর বাড়ির
সামনে দিয়ে ঘুরে যাবো।’
মেয়েটা সাইকো হওয়ার প্রচুর সম্ভাবনা আছে।
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭
সদয় খান বলেছেন: নারী শাসিত সমাজে আমরা আর কি আশা করতে পারি ??!! ধন্যবাদ আপনাকে....
৩| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৭
নতুন বলেছেন: ঘটনা অবশ্যই অতিরন্জিত...
অবশ্য অনেক আজব আজব ঘটনা দুনিয়াতে ঘটে...
প্রশ্ন:- আপনার পোস্টের লেখা কবিতার মতন কেন?>>
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২২
সদয় খান বলেছেন: হাছা কইছেন জনাব ।
কপি-পেস্ট এর গুণে গদ্য পদ্যতে পরিণত হয়েছে । মোবাইল থেকে পোস্ট দিছি....তাই....
ভাল থাকবেন...
৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:০১
গোল্ডেন গ্লাইডার বলেছেন: নতুন বলেছেন: ঘটনা অবশ্যই অতিরন্জিত...
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৪
সদয় খান বলেছেন: তা যা বলেছেন......সাবধান থাকবেন....ধন্যবাদ ।
৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শুধু থ্রি-পিস হতে যাবে কেন/? হয়তো এই বিষয়টা থেকে বাক বিতন্ডা গায়ে হাত কিংবা অতীত সকল ক্ষোভ জাম হয়ে সেটার বিষ্ফোরন ঘটলো ,
আস্থাহীন সম্পর্ক চিড় ধরবেই। স্বার্থের সম্পর্কে ফাটল ধরবেই,সন্মানহীন সম্পর্ক মুছে যাবেই।
যারা মনের খেয়াল খুশিতে সম্পর্ক তৈরী করে তাদের কাছে সম্পর্ক তামাশাই থাকে এরা জীবনের শেষ দিন পর্যন্ত অস্থির থাকবে,এদের জন্য এটাই অভিশাপ।
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩২
সদয় খান বলেছেন: আপনার প্রতিটি কথাই অনেক সত্য । আসলেই একটা সম্পর্ক টিকিয়ে রাখা সেই বিখ্যাত উক্তির মত...
"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"
অনেক ধন্যবাদ আপনাকে....ভাল থাকবেন ।
৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৫
রাজা বাহাদুর বলেছেন: এইখানে আমি পোস্টাইছিলাম Click This Link
২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৫
সদয় খান বলেছেন: হুম দেখে এলুম রাজা সাহেব...ধন্যবাদ আপনাকে....
৭| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭
গুড্ডু বাবু বলেছেন: খবর টা পড়লাম, সোর্স দেখলাম ... zzz
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০১
সদয় খান বলেছেন: সাবধান থাইকেন ভাই...দিন দুনিয়া ভালা না....ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৩
সদয় খান বলেছেন: হুম...দেখলুম...ধন্যবাদ আপনাকে।
আমার বিবাহের ইচ্ছা সেই ছোটকাল থেকেই ।
৯| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭
শাহ আজিজ বলেছেন: বিবাহের আগে হবু স্ত্রীকে পুছিবেন থ্রি পিস তো দিতে পারিব না তবে ওয়ান পিস পারিব, চলিবে।
কনে মাথা ঝাকাইয়া সায় দিল।
বিবাহের পর বাসরে স্ত্রী স্বামীর বুকে মাথা রাখিয়া কহিল সেই এক পিস কোথায় ?
স্বামী উত্তর দিল যাহার বুকে মাথা রাখিয়াছ সে নিজেই এক পিস।
স্ত্রী তাহাকে আরও জোরে জড়াইয়া ধরিল ।
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫
সদয় খান বলেছেন: আহা সত্যি যদি এমনটা হত....
অনেক ধন্যবাদ ভাইয়া....ভাল থাকবেন...
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৭
লেখোয়াড় বলেছেন:
এটা নিয়ে একটু আগে একটি পোস্ট দেখলাম।
ব্যাপার না, প্রথিবীতে এর চেয়েও জঘণ্য ঘটনা ঘটছে।
সব খারাপকে নিন্দা জানাই।