![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
কী গভীর বেদনার ছাপ চারদিকে কষ্টগুলো যতো,
সব এসে ভীড় করেছে আমার এ বুকে সবার মতো।
এতগুলো হাসি খুশী প্রাণ ঝড়ে গেলো হঠাৎ করে,
কতগুলো না বলা গল্প রয়ে যাবে সবার অগোচরে।
সব দেখে হতাশায় অক্ষম আমি লজ্জায় মাথা নত
আকাশ তুমি কেঁদে যাও আমি আজ খুব শোকাহত।
প্রতিদিন বেঁচে থাকা এই জীবনে এতটা দুঃসংবাদ
না দেখার ভান করে এড়িয়ে যাই কত কিছু দেখে,
সময়ের স্রোতে ভেঙ্গে যায় সব আটকে রাখা বাঁধ।
এতগুলো প্রাণ হারিয়ে গেলো চোখের সামনে থেকে।
আমারও বহু দায় আছে আমারও আছে অপরাধ।
তবুও কেঁদে যাই সবার মতো অশ্রু আমারও চোখে,
এসব দেখা যায়না তবু দেখে স্তব্ধ হয়ে গেছি শোকে।
ছোটো প্রাণ দেখি তাদের চিৎকারে বুকে বাড়ে ক্ষত,
তোমরা আমাকে ক্ষমা করে দিও আমিও শোকাহত।
কাজী সায়েমুজ্জামান
২২ জুলাই ২০২৫
ঢাকা।
I am grieved today
What deep sorrow all around, so much pain to bear,
They gather in my heart like everyone else’s share.
So many smiles and joys have suddenly swept away,
Countless untold stories will be in silence stay.
Helpless and ashamed, I bow my head with grief,
Oh sky, weep with me; my sorrow finds no relief.
Each day in life we face so grim news and despair,
Blind eyes, pretending not to see the wear and tear.
In time’s flowing river, all the barriers break apart,
So many lives have vanished right before my heart.
I hold my share of guilt, my hand is not free of blame,
Yet I weep just like you, tears fall with much shame.
Though unseen I have stood still in shock and dark,
Cries of little souls deepen the wounds in my heart.
Please forgive me, all of you, I am filled with grief
Oh, please forgive me, my sorrow finds no relief.
Kazi Saemuzzaman
22 July 2025
Dhaka
©somewhere in net ltd.