নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখি, বই পড়া, খেলাধুলা, ঘুম এইসব কিছুই ভালোবাসি ।

সাফাত আহমদ চৌধুরী

স্বপ্নতে বেঁচে থাকার নিশ্বাস খুঁজি

সাফাত আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একাকী জীবন

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

পড়ন্ত বিকেলের রক্তিম সূর্যে, গোধূলি লগ্নে, যখন রাখালরা গাভী নিয়ে বাড়ি ফিরে যায়, সেই সময়ে আমি হাটি অজানা এক রাস্তায়, আমি হিমুর মতো একা হাটতে ভালবাসি, হলুদ পাঞ্জাবি পড়ে মাঝে মাঝে হিমু হওয়ার চেষ্টা করি, যখন সম্পুর্ণ ধরণী তে আধার নেমে আসে, তখন আমি বাড়ি ফিরি, বাড়িতে ফিরে কারো সাথে কথা বলি না, রুম বন্ধ করে বসে থাকি। কারণ, আমি একা একটি ঘরে থাকি। এশার আযান শেষে আমি রান্নাঘরে যাই, যা আছে তা বানিয়ে খেয়ে নেই। রাত যখন ১২ টা হয়, তখন দরজা লাগিয়ে আর্টসেলের গান শুনি, তারপর সামহোয়ার ব্লগ টা তে বসে বসে নির্বাচিত পোস্ট গুলো পড়ি, মাঝে মাঝে আমার ভিতরে সাহিত্যিক মনোভাব সৃষ্টি হয়, তখনই আমার টেবিলের উপরে থাকা ডায়েরি টা তে কিছু লিখি। মাঝ রাতে তাহাজ্জুদ এর নামাজ পড়ে, হুমায়ুন আহমেদ এর বই পড়ি, ফজরের নামাজ শেষে ঘুমোতে যাই, দুপুর ১২ টায় ঘুম থেকে উঠে গোসল করি, একা লাইফটি কে খুবই উপভোগ করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.