নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখি, বই পড়া, খেলাধুলা, ঘুম এইসব কিছুই ভালোবাসি ।

সাফাত আহমদ চৌধুরী

স্বপ্নতে বেঁচে থাকার নিশ্বাস খুঁজি

সাফাত আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রাত্যহিক জীবন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

এশার নামাজ পড়ে বাড়ি ফিরলাম, গ্রীষ্মের কোন এক রাত ছিলো, কারেন্ট চলে গেছে, মা ছোট ভাই-বোন, সবাই ঘরের বাইরে মাদুর বিছিয়ে বসে আছে, পাশের ঘরের বড় মা ও বসে আছে। আমার ভীষণ গরম লাগছিলো, আমি ও তাদের মতো বসে পড়লাম, তবে মাদুরে না, আঙ্গিনায় একটি গ্রিলের চেয়ার ছিলো, সেটাতে। কারেন্ট নেই, তাই সবাই মিলে গল্প করতেছে, বাড়ির বাচ্ছারা লুকোচুরি খেলতেছে। রাত ১১ টায় কারেন্ট আসলো, খেতে বসলাম। খাওয়া শেষে আমার রুমে গেলাম, আমার ছোট্ট একটি জাভা ফোন ছিলো, সেটা দিয়ে ফেসবুক চালাতাম, রাত যখন ১২ টা বাজে, হুমায়ুন আহমেদ এর একটি বই নিয়ে বসে পড়লাম, প্রায় ৪৬ পৃষ্টার মতো পড়লাম, তখন রাত ২ টা বাজে ঘুমোতে গেলাম, গভীর রাত, হঠাৎ করে মুষলধরে বৃষ্টি, তাই ঘুমটা ভালোই হলো, সকাল ৫ টায় উঠে ফজরের নামাজ পড়লাম, নামাজ শেষে হাটতে বের হলাম, আমার বাড়ির পাশেই একটি নদী আছে, সেখানে গিয়ে নদীর পানির স্রোত উপভোগ করতে লাগলাম, সকাল ৭:৩০ এর দিকে বাড়ি ফিরলাম, ফিরে নাস্তা খেয়ে, গত দিনের খবরের কাগজ টি পড়তে লাগলাম, তারপর আমার বই খুলে ২ ঘন্টার মতো পড়লাম, টেস্ট পরীক্ষা শেষ, তাই স্কুল নেই, পড়া শেষে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে গল্প করতে লাগলাম, ওর বাড়ি থেকে ১২:৩০ এ বাড়ি ফিরলাম, তারপর গোসল-নামাজ-লাঞ্চ শেষ করে ঘুমোতে লাগলাম, এটাই ছিলো আমার প্রাত্যহিক জীবন, তবে এটি মাত্র একটি দিনের ঘটনা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০

অলিউর রহমান খান বলেছেন: কথা গুলো শুনে মনে হচ্ছে আপনি খুব সুখী মানুষ। নামাজ পড়েন শুনে খুব ভালো লাগলো।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৭

সাফাত আহমদ চৌধুরী বলেছেন: জ্বি ভাইয়া, আমি নিজেকে অনেক সুখী মানুষ ভাবি । মনে হয় না, আমার মতো সন্তুষ্টি নিয়ে কেউ বেঁচে আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.