![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
সুন্দর দেশ সিঙ্গাপুর। এদেশে এক এক জাতির আনন্দ উদযাপন ভিন্ন হলেও সবাই সামিল হয়। চাইনিজ নববর্ষে সজ্জিত হল সারা দেশ। তারই কিছু ছবি দেওয়া হল এখানে।ছবি গুলো চায়না টাওন এলাকার। মূলত চায়না টাওন পয়েন্ট ও তার আশেপাশের।
চাইনিজ নববর্ষে এক এক টি জীব / প্রানীকে নিয়ে করা এবং সব মিলিয়ে ১২ টি প্রানীকে প্রতীক হিসেবে ব্যবহার করে। সে হিসেবে ২০১৪ এ প্রতীক হল ঘোড়া।
ড্রাগন ডান্স, অতীত ঐতিহ্যের প্রতীক। আর সিংহ হল জাতীয় প্রতীক।
উন্নতি আর সম্ভাবনার প্রতিক খাবার যা সুধু প্রতিটি চাইনিজ প্ররিবারই আয়োজন করে তা না , বরং প্রায় প্রতিটি কোম্পানিতে ও আয়োজিত হয়।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ দুপুর ১:১৭
আনোয়ার ভাই বলেছেন: সুন্দর